Indian Railways: মাঝরাতে তীব্র ঝাঁকুনি দিয়ে থামল দুরন্ত এক্সপ্রেস,বগি থেকে লাফিয়ে নেমে দৌড় ৫-৭জন যুবকের, ভিতরে যাত্রীদের চিৎকার, কী ঘটল? হতভম্ব খোদ লোকো পাইলট
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
গয়া, বিহারে দুরন্ত এক্সপ্রেসে এক অদ্ভুত ঘটনা ঘটল। রাত প্রায় ২টোয় ট্রেনটি গয়া জংশনের কাছাকাছি পৌঁছনোর সময় হঠাৎ তীব্র ঝাঁকুনি দিয়ে থেমে যায়। যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন যুবক এক-একটি বগি থেকে লাফিয়ে নেমে দৌড়াতে শুরু করে
advertisement
1/7

গয়া, বিহারে দুরন্ত এক্সপ্রেসে এক অদ্ভুত ঘটনা ঘটল। রাত প্রায় ২টোয় ট্রেনটি গয়া জংশনের কাছাকাছি পৌঁছনোর সময় হঠাৎ তীব্র ঝাঁকুনি দিয়ে থেমে যায়। যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন যুবক এক-একটি বগি থেকে লাফিয়ে নেমে দৌড়াতে শুরু করে।Image: News18
advertisement
2/7
এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দেখা যায়, কেউ চেন টেনে ট্রেন থামিয়েছে। চালকও বিষয়টি জেনে হতভম্ব হয়ে যান। এরপর যাত্রীরা নিজেদের ব্যাগ-পত্র পরীক্ষা করে দেখেন, আর তাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। Representative Image Image Generated By AI
advertisement
3/7
[caption id="" align="alignnone" width="1200"] সম্প্রতি সামনে এসেছে গয়া জেলার এক চমকপ্রদ ঘটনা। নয়াদিল্লি থেকে ভুবনেশ্বরগামী দুরন্ত এক্সপ্রেস ট্রেনে বেশ কয়েকজন যাত্রীর ব্যাগ, পার্স ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। ঘটনাটি ঘটে রাত প্রায় ১.৩০ থেকে ২টার মধ্যে, যখন ট্রেনটি পরাইয়া ও কস্তা স্টেশনের মাঝামাঝি হঠাৎ থেমে যায়। যাত্রীদের মতে, ট্রেনটি এত জোরে ব্রেক কষে থেমেছিল যে অনেকেই ভয় পেয়ে যান। এরপর কয়েকজন অচেনা লোককে ট্রেন থেকে নেমে অন্ধকারে দৌড়ে পালাতে দেখা যায়। শুরুতে কেউ কিছু বুঝে উঠতে পারেননি। কিন্তু যখন যাত্রীরা নিজেদের আসনে ফিরে যান, তখন দেখেন তাঁদের ব্যাগ, পার্স ও অন্যান্য জিনিসপত্র নিখোঁজ। Representative Image Image Generated By AI</dd> <dd>[/caption]
advertisement
4/7
রাতের অন্ধকারের সুযোগে চুরি করে পালিয়ে যায় চোরেরা। ঘটনার খবর পাওয়ার পর ট্রেন গয়া জংশনে পৌঁছতেই বহু যাত্রী রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীরা জানান, জোর করে চেন টেনে ট্রেন থামানো হয়েছিল এবং এই সময়েই চোরেরা চুরি করে। Representative Image Image Generated By AI
advertisement
5/7
চুরি যাওয়া জিনিসের মধ্যে রয়েছে দামি মোবাইল, নগদ টাকা, গয়না, ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ নথিপত্র। কিছু যাত্রী জানান, চোরেরা আগেই ট্রেনে উঠেছিল এবং পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়ে রাতের নিস্তব্ধতার মধ্যে পালিয়ে যায়। Representative Image Image Generated By AI
advertisement
6/7
[caption id="" align="alignnone" width="1200"] এই ঘটনাটি শুধু যাত্রীদের আতঙ্কিতই করেনি, ট্রেনের চালক ও গার্ডকেও বিভ্রান্ত করে দেয়। চালক নিজেও জানান, হঠাৎ ব্রেক কষার পেছনে কোনও কারিগরি সমস্যা ছিল না, ট্রেনটি চেন টেনে থামানো হয়েছিল। ঘটনাটির তদন্ত শুরু করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) ও গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (GRP)। গয়া জংশনে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। Representative Image Image Generated By AI</dd> <dd>[/caption]
advertisement
7/7
পাশাপাশি ঘটনাস্থলে ট্রেনের গতি যেখানে কম ছিল, সেই স্টেশনগুলিতেও তদন্ত চলছে। রেল পুলিশ আশ্বাস দিয়েছে, দোষীদের খুব শীঘ্রই শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। Representative Image Image Generated By AI
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: মাঝরাতে তীব্র ঝাঁকুনি দিয়ে থামল দুরন্ত এক্সপ্রেস,বগি থেকে লাফিয়ে নেমে দৌড় ৫-৭জন যুবকের, ভিতরে যাত্রীদের চিৎকার, কী ঘটল? হতভম্ব খোদ লোকো পাইলট