TRENDING:

১৪৭ কিলোমিটার...! ভুল লাইনে ছুটল দোতলা ট্রেন, পার করল ১৮টি স্টেশন! তার পর যা হল, অবিশ্বাস্য!

Last Updated:
Indian Railway: সাংঘাতিক কাণ্ড রেলের ইতিহাসে! দোতলা ট্রেন দানবের মতো ছুটে চলল বেলাইনে! ১-২ কিলোমিটার নয়, একেবারে টানা ১৪৭ কিলোমিটার! পর পর ১৮টি স্টেশন পার করে সেটি। তার পর যা হল, ভাবতেও পারছেন না।
advertisement
1/8
১৪৭ কিলোমিটার...! ভুল লাইনে ছুটল দোতলা ট্রেন, পার করল ১৮টি স্টেশন! তার পর যা হল...!
সাংঘাতিক কাণ্ড রেলের ইতিহাসে! দোতলা ট্রেন দানবের মতো ছুটে চলল বেলাইনে! ১-২ কিলোমিটার নয়, একেবারে টানা ১৪৭ কিলোমিটার! পর পর ১৮টি স্টেশন পার করে সেটি। তার পর যা হল, ভাবতেও পারছেন না।
advertisement
2/8
এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় ১৮টি স্টেশনের কর্মীরা মালগাড়িটিকে সবুজ পতাকা দেখিয়ে অনুমতি দিয়েছেন, অথচ কেউ বুঝতেই পারেননি যে এটি ভুল লাইনে চলছে!
advertisement
3/8
ভারতীয় রেলে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মধ্য রেলের খান্ডোয়া স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি ডাবল ডেকার মালগাড়ি ১৪৭ কিলোমিটার ভুল পথে ছুটেছে!
advertisement
4/8
প্রতিবেদন অনুযায়ী, খান্ডোয়া স্টেশন থেকে ছাড়ার কিছু পরেই মালগাড়িটি ভুল পথে চলে যায়। ভাগ্যের জোরে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে, কারণ যাত্রাপথে কোনও ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটেনি।
advertisement
5/8
জানা গিয়েছে, ভুলপথে ট্রেনটি ভুসাবল স্টেশন থেকে রওনা হয়ে ১৪৭ কিলোমিটার দূরে খান্ডোয়া ইয়ার্ডে গিয়ে পৌঁছয়।
advertisement
6/8
রেলপথে মালগাড়ির জন্য আলাদা লাইন থাকার পরেও এই ডাবল ডেকার ট্রেন ১৮টি স্টেশন পার হয়ে গিয়েছে, আর প্রত্যেক স্টেশনের কর্মীরা এটি পাস করার অনুমতি দিয়েছেন! তবে, খান্ডোয়া ইয়ার্ডে পৌঁছতেই ট্রেনটি ওভারহেড ইলেকট্রিক (OHE) লাইনের সঙ্গে ধাক্কা খায়, যার ফলে বৈদ্যুতিক সংযোগ বন্ধ হয়ে দুর্ঘটনা আটকানো সম্ভব হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রেলের চরম অব্যবস্থাপনা প্রকাশ্যে এসেছে।
advertisement
7/8
ভুল পথে ছোটা ডাবল ডেকার ট্রেনটিতে ২৬৪টি নতুন SUV গাড়ি ছিল। যদি এটি অন্য কোনও ট্রেনের সঙ্গে সংঘর্ষে পড়ত, তাহলে বিশাল ক্ষতি হতে পারত। মালগাড়ি এবং রেলপথ দুই-ই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল।
advertisement
8/8
পরে রেলকর্মীরা ওভারহেড ইলেকট্রিক লাইনের উচ্চতা সামান্য বৃদ্ধি করে ট্রেনটিকে ফের ভুসাবল স্টেশনে পাঠিয়ে দেয়। এই চরম গাফিলতির বিষয়ে রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তবে, এখনও পর্যন্ত কেউই এ নিয়ে স্পষ্ট কিছু বলতে চাইছেন না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
১৪৭ কিলোমিটার...! ভুল লাইনে ছুটল দোতলা ট্রেন, পার করল ১৮টি স্টেশন! তার পর যা হল, অবিশ্বাস্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল