Indian Railways: ফোন ঘাঁটতে ঘাঁটতে ট্রেনে যাচ্ছিলেন চিকিৎসক, হঠাৎ এক ঘা… তারপর যা ঘটল, ট্রেনে উঠতেও ভয় লাগবে
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Indian Railways: মহারাষ্ট্রের ঠানে এলাকায় এক্সপ্রেস ট্রেনে যাত্রা করা এক ডাক্তার যাত্রীর উপর হঠাৎ আক্রমণ করার ঘটনা সামনে এসেছে। পরিণতি যা হয়েছে জানলে চমকে উঠবেন।
advertisement
1/4

মহারাষ্ট্রের ঠানে এলাকায় এক্সপ্রেস ট্রেনে যাত্রা করা এক ডাক্তার যাত্রীর উপর হঠাৎ আক্রমণ করার ঘটনা সামনে এসেছে। মহারাষ্ট্রের ঠানে জেলায় এক অজ্ঞাত ব্যক্তি দূরপাল্লার ট্রেনে যাত্রা করা এক ডাক্তারের উপর আক্রমণ করে এবং তার ১.২৯ লাখ টাকা মূল্যের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
advertisement
2/4
GRP-এর এক কর্তা জানান, ৩০ বছর বয়সী ডাক্তার দাদর-হুবলি এক্সপ্রেসে যাত্রা করছিলেন। ট্রেন দাতিভলির কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এক অজ্ঞাত ব্যক্তি তার হাতে আঘাত করে, যার ফলে তার হাত থেকে আইফোন পড়ে যায়। তিনি জানান, এরপর হামলাকারী তৎক্ষণাৎ মূল্যবান মোবাইল ফোনটি তুলে নিয়ে পালিয়ে যায়। Representative Image
advertisement
3/4
ডাক্তারবাবু কিছু বোঝার আগেই হামলাকারী পালিয়ে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, উনি এই ঘটনার পর GRP থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর অজ্ঞাত অপরাধীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩০৪ (ছিনতাই)-এর অধীনে এফআইআর দায়ের করা হয়েছে। Representative Image
advertisement
4/4
অভিযোগ এবং এফআইআরে ঘটনার তথ্য দেওয়ার দেরির কারণ স্পষ্ট করা হয়নি। উল্লেখ্য, চলন্ত ট্রেনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের জন্য নিরাপত্তা বাহিনী নিয়োজিত থাকে, তবুও এই ধরনের ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন ওঠে। Representative Image
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: ফোন ঘাঁটতে ঘাঁটতে ট্রেনে যাচ্ছিলেন চিকিৎসক, হঠাৎ এক ঘা… তারপর যা ঘটল, ট্রেনে উঠতেও ভয় লাগবে