TRENDING:

Indian Railways: আর লাউডস্পিকারে হবে না ঘোষণা, বিখ্যাত এই রেলস্টেশন হয়ে গেল 'নিঃস্তব্ধ'! চমকে উঠবেন

Last Updated:
Indian Railways: ১৫০ বছরেরও বেশি পুরোনো চেন্নাইয়ের ডঃ এম জি রামচন্দ্রন সেন্ট্রাল রেল স্টেশন। যা সকলের কাছে চেন্নাই সেন্ট্রাল স্টেশন নামে পরিচিত।
advertisement
1/6
আর লাউডস্পিকারে হবে না ঘোষণা, বিখ্যাত এই রেলস্টেশন হয়ে গেল নিঃস্তব্ধ! চমকে উঠবেন
স্টেশনে আর বাজবে না লাউডস্পিকার। যাত্রীদের ট্রেনের আপডেট দিতে আর করা হবে না কোনও রকম ঘোষণা। এ বার থেকে নিঃশব্দেই হবে ট্রেনের আপডেট দেওয়ার কাজ। হঠাৎই পুরোপুরি নিয়ম বদলে গেল চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশন।
advertisement
2/6
সমস্ত ঘোষণা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে শতাব্দীপ্রাচীন এই রেল স্টেশনে। শুধুমাত্র ডিসপ্লে বোর্ড ও অনুসন্ধান কেন্দ্র থেকেই জানা যাবে ট্রেনের সময়সূচি সহ যাবতীয় তথ্য।
advertisement
3/6
১৫০ বছরেরও বেশি পুরোনো চেন্নাইয়ের ডঃ এম জি রামচন্দ্রন সেন্ট্রাল রেল স্টেশন। যা সকলের কাছে চেন্নাই সেন্ট্রাল স্টেশন নামে পরিচিত। সেই দেশজোড়া খ্যাত স্টেশনেই এবার থেকে করা হবে না কোনও ঘোষণা। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর হয়ে গিয়েছে। লাউডস্পিকারে আর করা হচ্ছে না কোনও ঘোষণা।
advertisement
4/6
দক্ষিণ রেলের জেনারেল ম্যানেজার আর এন সিং জানিয়েছেন, “আমরা সমস্ত রেল আধিকারিকদের নির্দেশ দিয়েছি। ডিসপ্লে বোর্ড ও পর্যাপ্ত অনুসন্ধান কেন্দ্রগুলিতে সহায়তার জন্য ২৪ ঘণ্টাই কর্মীরা থাকবেন। যাত্রীদের কোনও রকম সমস্যাই হবে না।”
advertisement
5/6
ইতিমধ্যেই গোটা চেন্নাই স্টেশন জুড়ে বড় বড় ডিজিটাল স্ক্রিন লাগানো হয়েছে। সেখানেই ট্রেনের সময়সূচি দেখানো হচ্ছে। যেমন কোন ট্রেন কোন সময়ে কত নম্বর প্ল্যাটফর্মে আসবে সমস্ত তথ্যই দেখা যাচ্ছে স্ক্রিনে। তবে গোটা বিষয়টি পরীক্ষামূলকভাবেই শুরু করা হয়েছে। স্টেশনে আপাতত কোনও লাউডস্পিকার বাজানো হবে না। এমনকী বিজ্ঞাপনও মিউট করে চলছে।
advertisement
6/6
ইতিমধ্যে যাত্রীদের মতামত নেওয়া হচ্ছে। তাঁদের মতামতের উপর ভিত্তি করে এই পদ্ধতির সুবিধা-অসুবিধাগুলি খতিয়ে দেখবে রেল। তারপর দরকার পড়লে স্টেশনের প্রযুক্তিতে পরিবর্তন আনা হতে পারে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: আর লাউডস্পিকারে হবে না ঘোষণা, বিখ্যাত এই রেলস্টেশন হয়ে গেল 'নিঃস্তব্ধ'! চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল