TRENDING:

ট্রেনে এই ফল নিয়ে ওঠেন? ধরা পড়লে জেল হতে পারে! জানুন কড়া নিয়ম, কী নিয়ে ওঠা যায় না ট্রেনে? 

Last Updated:
Indian Railways: তাই ট্রেনে ওঠার আগে একবার ভালো করে দেখে নিন, আপনার ব্যাগে কোনও 'নিষিদ্ধ' বস্তু আছে কি না। নয়তো ট্রিপের বদলে পড়ে যেতে পারেন বড় বিপদে!
advertisement
1/11
ট্রেনে এই ফল নিয়ে ওঠেন? ধরা পড়লে জেল হতে পারে! জানুন কড়া নিয়ম, কী নিয়ে ওঠা যায় না ট্রেনে? 
ভারতের এক বিশাল জনগোষ্ঠী প্রতিদিন ট্রেনে যাতায়াত করে। কিন্তু বহু যাত্রীই জানেন না ভারতীয় রেলের কিছু কড়া নিয়ম সম্পর্কে। এই নিয়ম ভাঙলে শুধু মোটা অঙ্কের জরিমানা নয়, হতে পারে জেল পর্যন্ত!
advertisement
2/11
ভারতীয় রেল, যা বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক, নিরাপদ ও সুশৃঙ্খল ভ্রমণের জন্য বেশ কিছু কড়া নিয়ম চালু করেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এইসব নিয়মের মধ্যে এমনও একটি নিয়ম আছে, যা অনুসারে একটি জনপ্রিয় ফল ট্রেনে বহন করলে জেল পর্যন্ত হতে পারে!
advertisement
3/11
রেল আধিকারিকদের মতে, ট্রেন চলাকালীন একবার আগুন লাগলে সেটি থামানো কার্যত অসম্ভব হয়ে পড়ে। তাই কোনও সম্ভাব্য বিপদের ঝুঁকি নিতে চায় না রেল কর্তৃপক্ষ।
advertisement
4/11
আপনি কি জানেন? ট্রেনে উঠতে গেলে কিছু নির্দিষ্ট বস্তু সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। আর এই নিয়ম ভাঙলে শুধু জরিমানা নয়, হতে পারে জেলও! ভারতীয় রেলওয়ে অ্যাক্ট অনুযায়ী, যদি কেউ ট্রেনে এই নিষিদ্ধ বস্তুগুলি বহন করেন, তাহলে সর্বোচ্চ ₹১,০০০ টাকা জরিমানা, সর্বোচ্চ ৩ বছরের জেল, অথবা উভয় শাস্তি একসঙ্গে হতে পারে।
advertisement
5/11
শুধু তাই নয়, এই বস্তু বহনের ফলে যদি রেলের কোনও ক্ষতি হয়, সেই ক্ষতির দায়ও সম্পূর্ণভাবে বহন করতে হবে ওই যাত্রীকেই। তাই অনেক কিছু নিয়েই ট্রেনে ওঠা যায় না। ধরা পড়লে দায় আপনার।
advertisement
6/11
কী নিয়ে ওঠা যায় না ট্রেনে? 📛 নিষিদ্ধ বস্তুগুলির তালিকা: গ্যাস সিলিন্ডার অ্যাসিড পেট্রোল/ডিজেল বাজি বা বিস্ফোরক স্টোভ চামড়া, তেল, গ্রীস শুকনো পাতা, খড়, বর্জ্য কাগজ।
advertisement
7/11
🍷 ট্রেনে নেশা করে ভ্রমণ? সাবধান! ভারতীয় রেলওয়ে অ্যাক্ট ১৮৯৮ অনুযায়ী, মদ বা নেশাজাত দ্রব্য খেয়ে ট্রেনে উঠলে তা অপরাধ হিসেবে গণ্য হয়। এর ফলে যাত্রীর টিকিট বা রেল পাস বাতিল হয়ে যেতে পারে। এমনকি ৬ মাস পর্যন্ত জেল ও জরিমানার মুখেও পড়তে হতে পারে।
advertisement
8/11
🐕 পোষ্য নিয়ে ট্রেন ভ্রমণের নিয়ম: পোষা কুকুর বা বিড়াল নিয়ে যাত্রা করতে হলে বাধ্যতামূলকভাবে AC First Class টিকিট থাকতে হবে। ঘোড়া বা ছাগলের মতো অন্যান্য পশুও নির্দিষ্ট শর্তে ট্রেনে তোলা যায়। তবে চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থায় গ্যাস সিলিন্ডার নেওয়ার অনুমতি থাকলেও, তার জন্য নির্দিষ্ট গাইডলাইন মেনে চলা বাধ্যতামূলক।
advertisement
9/11
🔴 এবার জানা যাক, কোন ফলটি ট্রেনে নেওয়া নিষিদ্ধ? শুকনো নারকেল (ড্রাই কোকোনাট)। হ্যাঁ, ঠিকই পড়ছেন! ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, শুকনো নারকেল ট্রেনে বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
advertisement
10/11
কেন নিষিদ্ধ শুকনো নারকেল? শুকনো নারকেলের বাইরের আবরণ (ঝুঁটি বা আঁশ) অত্যন্ত দাহ্য বা আগুন ধরার উপযোগী। এটি আগুন ছড়াতে পারে এবং ট্রেনের মতো বন্ধ পরিবেশে ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। সেই কারণেই শুকনো নারকেলকে দাহ্য পদার্থের তালিকায় রাখা হয়েছে।
advertisement
11/11
শাস্তির বিধান: যদি কেউ ট্রেনে এই নিষিদ্ধ বস্তু বহন করেন, তাহলে: সর্বোচ্চ ₹১,০০০ টাকা জরিমানা, সর্বোচ্চ ৩ বছরের জেল, অথবা উভয় শাস্তি একসঙ্গে হতে পারে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ট্রেনে এই ফল নিয়ে ওঠেন? ধরা পড়লে জেল হতে পারে! জানুন কড়া নিয়ম, কী নিয়ে ওঠা যায় না ট্রেনে? 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল