TRENDING:

Indian Railways:বন্দে ভারতে উঠলেন বিদেশিনী, টয়লেটে গিয়ে চোখ কপালে, ট্রেনের সিট আর খাবার দেখে... 'লন্ডনের ট্রেনকেও হার মানাবে'

Last Updated:
বন্দে ভারতে উঠে যা বললেন ব্রিটিশ ভ্লগার, ভাইরাল ভিডিও
advertisement
1/6
বন্দে ভারতে উঠলেন বিদেশিনী, টয়লেটে গিয়ে চোখ কপালে, ট্রেনের সিট আর খাবার দেখে...
যাত্রীদের খুব পছন্দের ট্রেন হল 'বন্দে ভারত'। দারুণ সুবিধা আর দুরন্ত গতির জন্য বেশিরভাগ রুটেই এই ট্রেন ফুল বুকড থাকছে। শুধু ভারতীয়ই নয়, বিদেশিরাও এই ট্রেনের তারিফ করছেন। সম্প্রতি ব্রিটিশ ভ্লগার চার্লি মুম্বই থেকে গোয়া বন্দে ভারত এক্সপ্রেসে সফর করেন এবং নিজের অভিজ্ঞতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে।
advertisement
2/6
ভিডিওতে বিদেশি ভ্লগার চার্লি বন্দে ভারতের সুযোগ-সুবিধার প্রশংসায় পঞ্চমুখ। বিশেষ করে মুম্বই-গোয়া রুটের ট্রেনের সিট দেখে তিনি মুগ্ধ। চার্লির কথায়, এমন আরামদায়ক আসন লন্ডনের বিখ্যাত থেমসলিঙ্ক ট্রেনেও নেই।
advertisement
3/6
বর্তমানে সারা দেশে প্রায় ১৪০ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু রয়েছে। এই ট্রেনে রয়েছে শিতাতপ নিয়ন্ত্রিত কোচ, স্বয়ংক্রিয় দরজা, বায়ো-টয়লেট, জিপিএস তথ্য ব্যবস্থা, অনবোর্ড ক্যাটারিং, ওয়াই-ফাই ও সিসিটিভি নিরাপত্তার মতো অত্যাধুনিক সুবিধা। এসব সুবিধা যাত্রীদের জন্য এক প্রিমিয়াম ও আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করে, যা আগের সাধারণ ট্রেনগুলিতে সম্ভব ছিল না।
advertisement
4/6
বিদেশিনী চার্লি মুম্বই-গোয়া বন্দে ভারত ট্রেনের ফার্স্ট ক্লাসে ভ্রমণ করেন। এই সফরে টিকিটের দাম ছিল ৩,৬৩১ টাকা। ট্রেনে পা রাখার সঙ্গে সঙ্গেই যে অভিজ্ঞতা তিনি পেয়েছিলেন, তা তাঁর কাছে একেবারে চমকের মতো। প্রথমেই তাঁকে একটি গোলাপ ফুল উপহার দেওয়া হয়। প্রায় আট ঘণ্টার এই যাত্রা জুড়ে চার্লি ট্রেনের আধুনিক চেহারা, পরিচ্ছন্নতা এবং সুযোগ-সুবিধার খোলাখুলি প্রশংসা করেন। তিনি লেখেন— "এটাই সবচেয়ে প্রশস্ত ট্রেনের আসন, যেখানে আমি কখনও ভ্রমণ করেছি।"
advertisement
5/6
বন্দে ভারত ট্রেনের স্পিনিং চেয়ার দেখে বেজায় খুশি চার্লি। ট্রেনে বোন চায়না কাপে পরিবেশন করা হয়েছিল ধোঁয়াওঠা কফি। বোন দেওয়া হয়েছিল দৈনিক পত্রিকা এবং প্যাক করা প্রাতঃরাশ। তবে চার্লিকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে বন্দে ভারতের 'স্পিনিং চেয়ার'! তিনি বলেন, এই চেয়ার এক হাতে খুব সহজেই ঘোরানো যায়—যাত্রীরা চাইলে জানালার দিকে মুখ করে বসতে পারেন, আবার ইচ্ছা করলে সামনের যাত্রীর মুখোমুখিও বসতে পারেন। Image: Instagram
advertisement
6/6
বন্দে ভারত ট্রেনের টয়লেট দেখেও চার্লি হতবাক। টয়লেটের পরিচ্ছন্নতা ও ওয়েস্টার্ন টয়লেটের সুবিধা দেখে চমকে যান তিনি। তিনি ট্রেনের লেগরুম ও করিডরের জায়গারও প্রশংসা করে বলেন— 'এটি ভীষণই প্রশস্ত।' Image: Instagram
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways:বন্দে ভারতে উঠলেন বিদেশিনী, টয়লেটে গিয়ে চোখ কপালে, ট্রেনের সিট আর খাবার দেখে... 'লন্ডনের ট্রেনকেও হার মানাবে'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল