TRENDING:

Indian Railways: সঙ্গে ইয়া বড় ব্যাগ,স্টেশনের টিকিট কাউন্টারে এল দুই যাত্রী, খপ করে ধরল বুকিং ক্লার্কের হাত, তার পরের ঘটনায় টানটান থ্রিলার, মারকাটারি অ্যাকশন

Last Updated:
স্টেশনে সবকিছু স্বাভাবিকই চলছিল, যেমনটা রোজ চলে! যাত্রীরা নিজেদের গন্তব্যের জন্য বুকিং অফিস থেকে টিকিট কাটছিলেন, জানলার ভিতরে বসে থাকা ক্লার্ক টিকিট ইস্যু করছিলেন, আর তখনই ঘটে গেল সেই সাড়া ফেলে দেওয়া ঘটনা
advertisement
1/4
স্টেশনের টিকিট কাউন্টারে এল দুই যাত্রী, খপ করে ধরল বুকিং ক্লার্কের হাত, তার পর যা ঘটল...
জানা যায়, মুম্বইয়ের কল্যাণ স্টেশনে দু’জন ব্যক্তি হাফপ্যান্ট পরে, কাঁধে গামছা ফেলে আসেন। তাঁদের নাম শুনতেই বুকিং অফিসে হইচই শুরু হয়ে গেল। একজন জুনিয়র ক্লার্ক দৌড়তে শুরু করলেন। এই দৃশ্য দেখে যাত্রীরাও অবাক হয়ে গেলেন। কিন্তু কেন?
advertisement
2/4
তবে গোড়া থেকেই বলা যাক! মুম্বইয়ের কল্যাণ স্টেশনে হাফপ্যান্ট পরা যে দু'জন ব্যক্তি এসেছিলেন, তারা আদতে ভিজিল্যান্স দলের আধিকারিক। একজনের হাতে ছিল একটি ব্যাগপ্যাক, আর একজনের হাতে ছিল একটি ব্যাগ। তাঁদের কাছে আগে থেকেই রিপোর্ট ছিল টিকিট কাউন্টারে কোনও দুর্নীতি চলছে। কাজেই সাধারণ বেশে আধিকারিকরা যখন টিকিট কাউন্টারে পৌঁছলেন, তখন জুনিয়র বুকিং ক্লার্কের ঘাম ছুটল।
advertisement
3/4
যতই সাধারণ যাত্রীর বেশে থাকুন, ভিজিল্যান্স দলের আধিকারিকদের ঠিকই চিনতে পেরেছিলেন জুনিয়র বুকিং ক্লার্ক সচিন নায়ার। সে ভয়ে দৌড়ে পালাতে যায় আর তখনই খপ করে তার হাত চেপে ধরে আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। বারবার পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সচিন, কিন্তু তার হাত শক্ত করে ধরে রাখে আধিকারিকরা। কিন্তু শেষপর্যন্ত পালিয়ে যায়
advertisement
4/4
সেন্ট্রাল রেলওয়ের সিপিআরও জানান, ঘটনাটির তদন্ত করা হচ্ছে। সচিন নায়ারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: সঙ্গে ইয়া বড় ব্যাগ,স্টেশনের টিকিট কাউন্টারে এল দুই যাত্রী, খপ করে ধরল বুকিং ক্লার্কের হাত, তার পরের ঘটনায় টানটান থ্রিলার, মারকাটারি অ্যাকশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল