Indian Railways: ইশ! ট্রেনের যাত্রা কি এবার বন্ধ করে দিতে হবে! ট্রেনের কম্বল মাসে কতবার ধোয়া হয় জানেন? শুনে গা ঘিনঘিন করবে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Indian Railways: এই তথ্যটি একটি আরটিআই (RTI-তথ্যের অধিকার আইন) আবেদনের মাধ্যমে প্রকাশ পেয়েছে, যা যাত্রীদের নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি নিয়ে গুরুতর প্রশ্ন তুলে ধরেছে।
advertisement
1/9

ট্রেনের কম্বল তো গায়ে দেন, রোজ কিন্তু এটা পরিষ্কার করা হয় না জানেন!
advertisement
2/9
GNWL (সাধারণ ওয়েটিং লিস্ট): এই তালিকাভুক্ত টিকিট ওয়েটিং লিস্টে থাকে। যাত্রীরা তাদের কোনও বুকিং বাতিল করলে তবেই সেগুলি কনফার্ম টিকিটে বদলে যায়। GNWL-এর ক্ষেত্রে টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।
advertisement
3/9
গুণগত মান ও ব্যবস্থাপনা: রেলওয়ে নিজস্ব লন্ড্রি সুবিধা ব্যবহার করে কম্বল পরিষ্কার করে। কিছু অঞ্চলে থার্ড-পার্টি পরিষেবাও ব্যবহার করা হয়। প্রতিদিন গড়ে ১০-১২ লক্ষ কম্বল ব্যবহার করা হয়।
advertisement
4/9
যাত্রীদের মধ্যে প্রধান অভিযোগ: কম্বলগুলি যথাযথভাবে পরিষ্কার না হওয়া। একাধিক যাত্রীর ব্যবহারের ফলে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত না হওয়া। দীর্ঘদিন ব্যবহারের কারণে কম্বলের মানের অবনতি।
advertisement
5/9
ট্রেনের এসি কামরায় যাত্রীদের চাদর, বালিশ এবং কম্বল সরবরাহ করা হয়। সাদা রঙের সেই চাদর ও বালিশের কভার পরিষ্কার দেখালেও, কম্বলগুলো বেশিরভাগ সময়ে কালো বা গাঢ় বাদামী রঙের হওয়ায় সেগুলোর স্বাস্থ্যবিধি সম্পর্কে সন্দেহ দেখা দেয়।
advertisement
6/9
রেলওয়ে কর্তৃপক্ষ আরটিআই আবেদনের জবাবে জানিয়েছে, চাদর এবং বালিশের কভার প্রতিটি যাত্রার পরেই ধোয়া হয়। এটি যাত্রীদের জন্য কিছুটা স্বস্তির বার্তা দিলেও, কম্বলের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে প্রকাশিত হয়েছে ভয়াবহ তথ্য।
advertisement
7/9
কিছু রেলওয়ে অঞ্চলে UV স্টেরিলাইজেশনের মতো আধুনিক পদ্ধতিও ব্যবহার করা হয়।
advertisement
8/9
পরিষ্কারের পদ্ধতি: গরম জল, ডিটারজেন্ট এবং স্টেরিলাইজেশনের মাধ্যমে কম্বল ধোয়া হয়।
advertisement
9/9
রেলওয়ের কম্বল পরিষ্কার করার নিয়ম: প্রতিটি কম্বল ১৫ থেকে ৩০ দিনে একবার পরিষ্কার করা হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: ইশ! ট্রেনের যাত্রা কি এবার বন্ধ করে দিতে হবে! ট্রেনের কম্বল মাসে কতবার ধোয়া হয় জানেন? শুনে গা ঘিনঘিন করবে