ট্রেনের এসি কোচে চলছিল বিরাট খেলা...! ছড়ানো ছেটানো চাদর, বালিশ, 'এসব কী হচ্ছে?' TTE 'দেখে' ফেলতেই যা ঘটল, মুহূর্তে কেঁপে উঠল বুক!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: ভারতীয় রেলের এসি কোচে ভ্রমণকারী যাত্রীদের জন্য এক ভয়ঙ্কর সত্যি সামনে এনে দিল একটি রাতের ঘটনা। দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই ঘটনা যা দেখেই শিউরে ওঠেন যাত্রীরা। গা ঘিনঘিন করে উঠবে শুনলেইI
advertisement
1/17

ভারতীয় রেলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। দূরপাল্লার পথ পাড়ি দিতে ট্রেনের মতো আরামদায় মাধ্যম আর কিছুই নয়। রেল যাত্রীরাও হাতের মুঠোয় ট্রেনের কনফার্ম টিকিট পেলেই নিশ্চিন্ত। আরামদায়ক যাত্রা ও গন্তব্যে পৌঁছনো নিয়ে আর কোনও উদ্বেগ থাকে না যাত্রীদের।
advertisement
2/17
বেশিরভাগ দূরপাল্লার ট্রেনগুলিতে ভাল আসন ও গদি দেওয়া বার্থ ছাড়াও স্লিপার ও এসি কোচের যাত্রীদের জন্য থাকে নিজস্ব প্যান্ট্রি কার। যাত্রীদের দীর্ঘ সময় ট্রেনে থাকতে যাতে কোনও অসুবিধে না হয় তার জন্য দেওয়া হয় স্বল্পমূল্যে স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার। থাকে প্রত্যেক যাত্রীর জন্য চাদর বিছানা, বালিশ ও তোয়ালে। Representative Image
advertisement
3/17
আর এইসব সুযোগ সুবিধে থাকায় মানুষদের মধ্যে ভারতীয় রেলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সম্প্রতি রেলের টিকিটের ক্ষেত্রেও এসেছে একগুচ্ছ নতুন নিয়ম। তা সত্ত্বেও ট্রেনের জনপ্রিয়তা এতটুকু কমেনি। Representative Image
advertisement
4/17
আসলে ট্রেনের সিটে বসে আরাম করে একের পর এক স্টেশন, মাঠ-ঘাট পেরিয়ে যেতে যেমন ভাল লাগে তেমনই ভাল লাগে খাবার খেয়ে ধবধবে সাদা চাদর টেনে মৃদু ঝাঁকুনি অনুভব করতে করতে মাথার কাছে রাখা আলোয় গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়তে। Representative Image
advertisement
5/17
কিন্তু এবার ভারতীয় রেলের এসি কোচে ভ্রমণকারী যাত্রীদের জন্য এক ভয়ঙ্কর সত্যি সামনে এনে দিল একটি রাতের ঘটনা। দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই ঘটনা যা দেখেই শিউরে ওঠেন যাত্রীরা। গা ঘিনঘিন করে উঠবে শুনলেইI AI Generated Representative Image
advertisement
6/17
গোয়ালিয়রের মধ্য দিয়ে যাওয়া ট্রেনগুলিতে এমন এক ভয়ঙ্কর খেলা চলছিল যা শুনে আপনি চমকে যাবেন। ঠিক কী ঘটছিল ট্রেনের এসি কোচে? দেখে ফেলেছিলেন একজন সতর্ক টিটিই। মুহূর্তে পর্দাফাঁস হয়ে যায় সব। AI Generated Representative Image
advertisement
7/17
জানাজানি হতেই রেলকর্তাদের মধ্যে তোলপাড় শুরু হয়। আর খবরটা যাত্রীদের কাছে পৌঁছলে ট্রেনের ভেতরেই তোলপাড় শুরু হয়ে যায়। পুরো বিষয়টি কী জানেন? যাত্রীদের স্বাস্থ্য নিয়ে কীভাবে খেলা হচ্ছিল এই রুটের ট্রেনগুলিতে? সম্পূর্ণ সত্যি আপনিও স্থির থাকথাকতে পারবেন না। AI Generated Representative Image
advertisement
8/17
টিটিই এসে দেখেন, ধোয়ার পরিবর্তে সরাসরি যাত্রীদের ব্যবহার করা বেডিং, বালিশ, চাদর, তোয়ালে প্যাকিং করে দেওয়া হচ্ছে নতুনের মতো। আর সেই ব্যবহৃত ও না ধোয়া চাদর বালিশের কভার, ব্ল্যাঙ্কেট দিব্যি তুলে দেওয়া হচ্ছে যাত্রীদের হাতে। AI Generated Representative Image
advertisement
9/17
গোয়ালিয়র রেল স্টেশনের ইলেক্ট্রনিক লন্ড্রির সারপ্রাইজ ভিজিটেই প্রকাশ্যে আসে আসল ঘটনা। লন্ড্রির তিনটি ওয়াশিং মেশিনই ত্রুটিপূর্ণ পাওয়া যায় এবং রেলকর্মীরা চাদর-বিছানা না ধুয়েই ইস্ত্রি করছিলেন ও প্যাকেটে ভরছিলেন। AI Generated Representative Image
advertisement
10/17
এইভাবে নোংরা বিছানা-বালিশ প্যাকেটে ভরে গোয়ালিয়র ইন্টারসিটি, বুন্দেলখণ্ড এক্সপ্রেস এবং সবরমতির মতো ট্রেনের যাত্রীদের পাঠানো হয়। একজন কর্মচারীকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে, তিনিও স্বীকার করেন যে বিছানার কোনও জিনিসই ধোয়া হচ্ছে না। এটা এককথায় স্পষ্ট যে যাত্রীদের পরিচ্ছন্নতার নামে রীতিমতো প্রতারণা করা হচ্ছে। Representative Image
advertisement
11/17
বুন্দেলখণ্ড এক্সপ্রেসে ভ্রমণকারী যাত্রীদের কাছে এই বিষয়টি বলা হলে, তারাও জানান যে রেলের তরফ থেকে তাঁদের দেওয়া চাদর, তোয়ালে এবং বালিশের কভারগুলি সম্পূর্ণ দুর্গন্ধযুক্ত এবং নোংরা। Representative Image
advertisement
12/17
যাত্রীরা বলেন, এই রকম নোংরা ও অন্যের ব্যবহার করা বালিশ, চাদরে রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা খুবই বেশি। এই নিয়ে উদ্বেগ ও আতঙ্ক প্রকাশ করেন যাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। Representative Image
advertisement
13/17
অনেকেই বলেন এতে যাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলা হচ্ছে। কারণ এমন ভাবে অন্যের ব্যবহার করা বিছানা বালিশ যাত্রীদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। অনেক যাত্রী রেলের ওয়েবসাইটে এই বিষয়ে অভিযোগও করেছেন কিন্তু এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। AI Generated Representative Image
advertisement
14/17
রেল সূত্রে জানা গিয়েছে, গোয়ালিয়রের যান্ত্রিক লন্ড্রিতে ঠিকাদারিভাবে কাজ করা একটি বেসরকারি সংস্থা এই সম্পূর্ণ অবহেলার জন্য দায়ী। রেল কর্তৃক লন্ড্রি পরিচালনার দায়িত্ব ব্যক্তিগত হাতে হস্তান্তর করা হয়েছিল এদের উপর। AI Generated Representative Image
advertisement
15/17
কিন্তু সেই কোম্পানির অবহেলাই এবার সামনে এসেছে এই ঘটনায়। লন্ড্রিতে থাকা চাদরগুলি শুধু না ধুয়েই দেওয়া হচ্ছে না বরং একইসঙ্গে সেগুলি সরাসরি প্যাক করে ট্রেনে সরবরাহ করা হচ্ছে। এখানেই প্রশ্ন উঠেছে রেলের তরফে কেন বিষয়টি পরিদর্শন করা হচ্ছে না। AI Generated Representative Image
advertisement
16/17
গোয়ালিয়রের সাংসদ ভারত সিং কুশওয়াহাকে যখন এই পুরো বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়, তিনি তাতে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, "এটি কেবল অবহেলা নয় বরং একটি গুরুতর অপরাধ। সাংসদ আশ্বাস দেন যে তিনি রেলের ডিআরএমকে বিষয়টি নিয়ে একটি চিঠি লিখবেন এবং পুরো বিষয়টির সর্বাঙ্গীন তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন।"
advertisement
17/17
এই পুরো ঘটনাটি ক্যামেরায় ভিডিও করা হয়েছে। বিছানার চাদর প্যাকিং, না ধোয়া কাপড় ইস্ত্রি করা এবং মেশিনের খারাপ অবস্থা - সবকিছুই প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এখন প্রশ্ন হল রেল কতদিন এই বিষয়ে নীরব থাকবে এবং কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ কবে নেওয়া হবে?
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ট্রেনের এসি কোচে চলছিল বিরাট খেলা...! ছড়ানো ছেটানো চাদর, বালিশ, 'এসব কী হচ্ছে?' TTE 'দেখে' ফেলতেই যা ঘটল, মুহূর্তে কেঁপে উঠল বুক!