TRENDING:

Indian Railways: লোকালে চূড়ান্ত চুলোচুলি..হঠাৎ ব্যাগের চেন খুলে ওটা বের করল মেয়েটা, সঙ্গে সঙ্গে স্প্রে! সোজা তুলে দেওয়া হল GRP-র হাতে

Last Updated:
যে কোনও লোকাল ট্রেনের মহিলা কামরায় আমরা প্রায়শই দুই সহযাত্রীর মধ্যে বচসা হতে দেখি৷ কিন্তু, কখনও কখনও সেই বচসা ছাড়িয়ে যায় মাত্রা৷
advertisement
1/7
লোকালে চূড়ান্ত চুলোচুলি..হঠাৎ ব্যাগের চেন খুলে ওটা বের করল মেয়েটা, সঙ্গে সঙ্গে স্প্রে..
শিয়ালদহ দিয়ে যাঁরা প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন, তাঁরা আক্ষরিক অর্থেই জানেন জীবনযুদ্ধর মানে৷ কখনও কখনও সেই লোকাল ট্রেনের কামরায় এমন ঘটনা ঘটে যায়, যা নিয়ে নিন্দার শেষ থাকে না৷
advertisement
2/7
যে কোনও লোকাল ট্রেনের মহিলা কামরায় আমরা প্রায়শই দুই সহযাত্রীর মধ্যে বচসা হতে দেখি৷ কিন্তু, কখনও কখনও সেই বচসা ছাড়িয়ে যায় মাত্রা৷
advertisement
3/7
সম্প্রতি শিয়ালদহ থেকে ছাড়া একটি লোকাল ট্রেনের মহিলা কামরার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সেখানে দেখা যাচ্ছে সবুজ কুর্তি পরা এক মহিলা যাত্রী আরেক জনের সঙ্গে সিটে বসা নিয়ে ঝগড়া করছেন৷
advertisement
4/7
ভিডিয়োয় দেখা যায়, যখন তিনি কিছুতেই বসতে পারলেন না তখন তিনি ব্যাগ থেকে পেপার স্প্রে বের করে উল্টোদিকের মহিলার মুখে স্প্রে করতে যাচ্ছেন৷
advertisement
5/7
তখন অপর এক মহিলা ওই মহিলাকে আটকে দেন, তখন ধস্তাধস্তিতে সবুজ কুর্তা পরা মহিলা ভিড়ে ঠাসা ট্রেনের কামরার ভিতরেই পেপার স্প্রে করে দেন৷
advertisement
6/7
এর জেরে আশপাশে সকলে কাশতে শুরু করে৷ দুই শিশুও অসুস্থ হতে শুরু করে৷ ভাইরাল হয়েছে ওই মহিলা যাত্রীর অসভ্যতার সেই ভিডিও৷
advertisement
7/7
ভিডিওটি যিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তিনি জানিয়েছেন, পরে তাঁকে GRP-র হাতে তুলে দেওয়া হয়৷ নিজের কাজের জন্য জনসমক্ষে ক্ষমাও চান তিনি৷ https://www.instagram.com/p/DPCQqowgSAS/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: লোকালে চূড়ান্ত চুলোচুলি..হঠাৎ ব্যাগের চেন খুলে ওটা বের করল মেয়েটা, সঙ্গে সঙ্গে স্প্রে! সোজা তুলে দেওয়া হল GRP-র হাতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল