'আপনি এই Coach-এ কেন...?' আচমকা উঠে দাঁড়ালেন লোকটি! তারপরেই দুমদাম একের পর এক, '২৯ সেকেন্ডে' যা ঘটল, ঘাম ছুটল তরুণীর!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার, ট্রেনে নিরাপত্তা ও টিকিট সংক্রান্ত একাধিক নিয়ম মানতে হয় যাত্রীদের। আর তা না মানলে দিতে হতে পারে জরিমানা। তাই রেলের তরফ থেকে বারবারই এই নিয়ম মানার বিষয়ে কড়া নজরদারি চলে। তবে তার মধ্যেই ঘটে যায় এমন অনেক অনভিপ্রেত ঘটনা যা রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় যাত্রী পরিষেবাকে।
advertisement
1/14

আমাদের প্রতিদিনের জীবনে ট্রেন নিঃসন্দেহে একটি অবিচ্ছেদ্য অঙ্গ। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চড়ে নিজেদের চাকরিক্ষেত্রে বা পড়াশোনার জায়গায় পৌঁছন। অল্প সময়ে দীর্ঘপথ অতিক্রম করতে রেলপথের মতো সহজ ও কম খরচের যাতায়াত হয় না। Collected Image : X
advertisement
2/14
আর সেই কারণেই দেশের যে কোনও প্রান্তের নারী হোক বা পুরুষ, এই ট্রেন প্রত্যেকের জীবনেই চলাচলের এক বিস্বস্ত বিকল্প। বেশি রাতে হোক বা ভোরের দিকে, নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছে দিতে রেলের জুড়ি মেলা ভার। Representative Image
advertisement
3/14
লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার, ট্রেনে নিরাপত্তা ও টিকিট সংক্রান্ত একাধিক নিয়ম মানতে হয় যাত্রীদের। আর তা না মানলে দিতে হতে পারে জরিমানা। তাই রেলের তরফ থেকে বারবারই এই নিয়ম মানার বিষয়ে কড়া নজরদারি চলে। তবে তার মধ্যেই ঘটে যায় এমন অনেক অনভিপ্রেত ঘটনা যা রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় যাত্রী পরিষেবাকে।
advertisement
4/14
মুম্বইয়ের লোকাল ট্রেনে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে যা নাড়িয়ে দিয়েছে গোটা দেশের মানুষকে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে ছবি। আর দেখেই আঁতকে উঠেছেন নেটিজেনরা। এ কী হচ্ছে? Representative Image
advertisement
5/14
মুম্বইয়ের লোকাল ট্রেনে সেখানকার অত্যন্ত জনপ্রিয় একটি গণপরিবহণ। প্রতিদিন হাজার হাজার মানুষ মধ্যরাত পর্যন্ত ট্রেনে যাতায়াত করেন। কিন্তু এবার যা ঘটল এই ট্রেনে যা দেখে কেঁপে উঠেছেন ট্রেন শুদ্ধু যাত্রীরা। Representative Image
advertisement
6/14
আচমকা চলতি ট্রেনের একটি কোচে চরম বিশৃঙ্খলা দেখা। জানা গিয়েছে এক তরুণীর সঙ্গে ভয়ঙ্কর নির্মম ব্যবহার করেন অপর এক ব্যক্তি। ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এখনও ট্রেন্ড করছে। ইতিমধ্যে, রেলওয়ে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। ঠিক কী ঘটেছিল সেই কোচে? Representative Image
advertisement
7/14
একথা অস্বীকার করা যায় না যে ট্রেনে যাত্রীদের মধ্যে মারামারি বা বচসার খবর প্রায়ই আসে। কিন্তু এদিন যা ঘটল তা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ২৯ সেকেন্ডের ভাইরাল ক্লিপে এক পুরুষ যাত্রী ও এক মহিলা যাত্রীর মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা চলছিল। Representative Image
advertisement
8/14
গত ১৬ মে মুম্বইয়ের কাঞ্জুরমার্গ এবং কল্যাণ স্টেশনের মধ্যে একটি চলতি ট্রেনে ঘটনাটি ঘটে। জানা যায়, এক ব্যক্তি প্রতিবন্ধী যাত্রীদের জন্য সংরক্ষিত কোচে আচমকা উঠে পড়েন। এরপরেই বিষয়াটিতে প্রতিবাদ শুরু হয়ে।
advertisement
9/14
জানা যায়, এক ব্যক্তি প্রতিবন্ধী যাত্রীদের জন্য সংরক্ষিত কোচে আচমকা উঠে পড়েন। এরপরেই বিষয়াটিতে প্রতিবাদ শুরু হয়ে। Representative Image
advertisement
10/14
জানা যায় তরুণী মহিলা যাত্রী এই বিষয়ে আপত্তি জানাতেই শুরু হয় দুই পক্ষের তর্ক-বিতর্ক।কিন্তু কয়েক মুহূর্তেই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। লোকটি হঠাৎ তাঁর আসন থেকে উঠে দাঁড়ান। Representative Image
advertisement
11/14
তিনি ওই তরুণীর বিরুদ্ধে পাল্টা তাঁর মায়ের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আনেন এবং তারপরই আচমকা তাঁকে অকথ্য গালিগালাজ ও মারধর শুরু করে দেন। কয়েক মুহূর্তের মধ্যেই দুমদাম ঘুষি-চড়ের বৃষ্টি চলতে থাকে।
advertisement
12/14
একজন মহিলার গায়ে এভাবে হাত ওঠানোর ঘটনা নিঃসন্দেহে নাড়িয়ে দেয় ট্রেনের যাত্রীদের।তবে, ওই কোচে দাঁড়িয়ে থাকা অন্য একজন যাত্রী দ্রুত বিষয়টিতে হস্তক্ষেপ করেন এবং মহিলার উপর আরও আক্রমণ করা থেকে লোকটিকে কোনওক্রমে বিরত করেন। পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি কাঁদতে থাকেন।
advertisement
13/14
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এই ভিডিওটি। একই সঙ্গে, সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরাও এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। ঘটনের পরিপ্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যেই একটি মামলা দায়ের করেছে এবং অভিযুক্তের খোঁজ চলছে বলে জানা যাচ্ছে।
advertisement
14/14
একইসঙ্গে জিআরপি এবং রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) একটি যৌথ দলও বিষয়টি তদন্ত শুরু করেছে। গোটা ঘটনায় চলন্ত ট্রেনে মহিলা নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। Collected Image : X
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
'আপনি এই Coach-এ কেন...?' আচমকা উঠে দাঁড়ালেন লোকটি! তারপরেই দুমদাম একের পর এক, '২৯ সেকেন্ডে' যা ঘটল, ঘাম ছুটল তরুণীর!