ভারী ব্যাগ নিয়ে ট্রেনে উঠছিলেন, RPF এসে বলল 'ব্যাগে কী?' মহিলার উত্তর, 'পারসোনাল'... তার পর যা হল!
- Published by:Tias Banerjee
Last Updated:
স্টেশনের প্ল্যাটফর্মে এক মহিলা। হাতে ভারী ব্যাগ। RPF জওয়ানদের চোখে পড়ে যায় সেই ব্যাগ। জিজ্ঞেস করা হয়, কী রয়েছে ব্যাগে? মহিলা বললেন, পার্সোনাল জিনিসপত্র, দেখানোর কিছু নেই। তার পর?
advertisement
1/8

স্টেশনের প্ল্যাটফর্মে এক মহিলা। হাতে ভারী ব্যাগ। আরপিএফ জওয়ানদের চোখে পড়ে যায় সেই ব্যাগ। জিজ্ঞেস করা হয়, কী রয়েছে ব্যাগে? মহিলা বললেন, “পার্সোনাল জিনিসপত্র, দেখানোর কিছু নেই।” (Representative Image: AI)
advertisement
2/8
তবে তাঁর চোখের ভাষা বলছিল অন্য কথা। সন্দেহ বাড়ে। এর পর যা হয়...কল্পনা করতে পারবেন না! ব্যাগের চেন খুলতেই...যাচ্ছেতাই কাণ্ড! (Representative Image: AI)
advertisement
3/8
ঘটনাটি ঘটে ঝাঁসি ডিভিশনের একটি স্টেশনে। আরপিএফ জওয়ানরা এক মহিলাকে ব্যাগ সহ স্টেশনে ঢুকতে দেখেন। ব্যাগটির আকার ও ওজন সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে ব্যাগ দেখাতে বলা হয়। (Representative Image: AI)
advertisement
4/8
তখন মহিলা বলেন, “ব্যাগে পার্সোনাল জিনিস আছে, কেন দেখাতে হবে?” কিন্তু তাঁর উত্তরে সন্দেহ আরও বাড়ে। অবশেষে ব্যাগের চেন খোলার পর দেখা যায় ভিতরে রয়েছে...অবাক কাণ্ড! (Representative Image: AI)
advertisement
5/8
ব্যাগের ভিতরে ছিল প্রচুর পরিমাণে অবৈধ মদ! এরপরই ওই মহিলাকে হেফাজতে নেয় আরপিএফ এবং পরে তাঁকে জিআরপি-র (Government Railway Police) হাতে তুলে দেওয়া হয়। (Representative Image: AI)
advertisement
6/8
জানা গেছে, ওই মহিলা অবৈধ মদ পাচারের সঙ্গে জড়িত। বিভিন্ন রাজ্য থেকে এইভাবে ট্রেনে করে মদ এনে তা বিক্রি করা হয়। (Representative Image: AI)
advertisement
7/8
‘অপারেশন সতর্ক’-এ বড় সাফল্য: ২০২৪-২৫ অর্থবর্ষে ‘অপারেশন সতর্ক’ অভিযানে এখন পর্যন্ত ১৫টি মদ পাচারের ঘটনা ধরা পড়েছে, গ্রেফতার করা হয়েছে ১৭ জনকে। একইসঙ্গে কর ফাঁকি দিয়ে সোনা, রূপো ও নগদ অর্থ বহনের ঘটনাও সামনে এসেছে। মোট ১৩৬.০১৭ কেজি রূপো উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১৩.৭৩ লক্ষ টাকা। (Representative Image: AI)
advertisement
8/8
ডিআরএম দীপক কুমার সিনহা জানিয়েছেন, রেলপথকে অবৈধ চোরাচালানের পথ বানানো চলবে না—এই লক্ষ্যেই চলছে কঠোর অভিযান। সোনা, রূপো ও মদের মতো সামগ্রীর পাচার রুখতে নিয়মিত তল্লাশি চালাচ্ছে আরপিএফ। (Representative Image: AI)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ভারী ব্যাগ নিয়ে ট্রেনে উঠছিলেন, RPF এসে বলল 'ব্যাগে কী?' মহিলার উত্তর, 'পারসোনাল'... তার পর যা হল!