TRENDING:

ভারী ব্যাগ নিয়ে ট্রেনে উঠছিলেন, RPF এসে বলল 'ব্যাগে কী?' মহিলার উত্তর, 'পারসোনাল'... তার পর যা হল!

Last Updated:
স্টেশনের প্ল্যাটফর্মে এক মহিলা। হাতে ভারী ব্যাগ। RPF জওয়ানদের চোখে পড়ে যায় সেই ব্যাগ। জিজ্ঞেস করা হয়, কী রয়েছে ব্যাগে? মহিলা বললেন, পার্সোনাল জিনিসপত্র, দেখানোর কিছু নেই। তার পর?
advertisement
1/8
ভারী ব্যাগ নিয়ে ট্রেনে উঠছিলেন, RPF এসে বলল 'ব্যাগে কী?' মহিলার উত্তর, 'পারসোনাল', তার পর?
স্টেশনের প্ল্যাটফর্মে এক মহিলা। হাতে ভারী ব্যাগ। আরপিএফ জওয়ানদের চোখে পড়ে যায় সেই ব্যাগ। জিজ্ঞেস করা হয়, কী রয়েছে ব্যাগে? মহিলা বললেন, “পার্সোনাল জিনিসপত্র, দেখানোর কিছু নেই।” (Representative Image: AI) 
advertisement
2/8
তবে তাঁর চোখের ভাষা বলছিল অন্য কথা। সন্দেহ বাড়ে। এর পর যা হয়...কল্পনা করতে পারবেন না! ব্যাগের চেন খুলতেই...যাচ্ছেতাই কাণ্ড! (Representative Image: AI) 
advertisement
3/8
ঘটনাটি ঘটে ঝাঁসি ডিভিশনের একটি স্টেশনে। আরপিএফ জওয়ানরা এক মহিলাকে ব্যাগ সহ স্টেশনে ঢুকতে দেখেন। ব্যাগটির আকার ও ওজন সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে ব্যাগ দেখাতে বলা হয়। (Representative Image: AI) 
advertisement
4/8
তখন মহিলা বলেন, “ব্যাগে পার্সোনাল জিনিস আছে, কেন দেখাতে হবে?” কিন্তু তাঁর উত্তরে সন্দেহ আরও বাড়ে। অবশেষে ব্যাগের চেন খোলার পর দেখা যায় ভিতরে রয়েছে...অবাক কাণ্ড! (Representative Image: AI) 
advertisement
5/8
ব্যাগের ভিতরে ছিল প্রচুর পরিমাণে অবৈধ মদ! এরপরই ওই মহিলাকে হেফাজতে নেয় আরপিএফ এবং পরে তাঁকে জিআরপি-র (Government Railway Police) হাতে তুলে দেওয়া হয়। (Representative Image: AI) 
advertisement
6/8
জানা গেছে, ওই মহিলা অবৈধ মদ পাচারের সঙ্গে জড়িত। বিভিন্ন রাজ্য থেকে এইভাবে ট্রেনে করে মদ এনে তা বিক্রি করা হয়। (Representative Image: AI) 
advertisement
7/8
‘অপারেশন সতর্ক’-এ বড় সাফল্য: ২০২৪-২৫ অর্থবর্ষে ‘অপারেশন সতর্ক’ অভিযানে এখন পর্যন্ত ১৫টি মদ পাচারের ঘটনা ধরা পড়েছে, গ্রেফতার করা হয়েছে ১৭ জনকে। একইসঙ্গে কর ফাঁকি দিয়ে সোনা, রূপো ও নগদ অর্থ বহনের ঘটনাও সামনে এসেছে। মোট ১৩৬.০১৭ কেজি রূপো উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১৩.৭৩ লক্ষ টাকা। (Representative Image: AI) 
advertisement
8/8
ডিআরএম দীপক কুমার সিনহা জানিয়েছেন, রেলপথকে অবৈধ চোরাচালানের পথ বানানো চলবে না—এই লক্ষ্যেই চলছে কঠোর অভিযান। সোনা, রূপো ও মদের মতো সামগ্রীর পাচার রুখতে নিয়মিত তল্লাশি চালাচ্ছে আরপিএফ। (Representative Image: AI) 
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ভারী ব্যাগ নিয়ে ট্রেনে উঠছিলেন, RPF এসে বলল 'ব্যাগে কী?' মহিলার উত্তর, 'পারসোনাল'... তার পর যা হল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল