TRENDING:

Indian Railway: ভারতের প্রথম রেল-লাইনটি কোথায় পাতা হয়েছিল জানেন? উত্তর শুনলে অবাক হবেন

Last Updated:
advertisement
1/6
ভারতের প্রথম রেল-লাইনটি কোথায় পাতা হয়েছিল জানেন? উত্তর শুনলে অবাক হবেন
দেশে এখন রেললাইন গুনে শেষ করা যায় না। কিন্তু ভারতের বুকে প্রথম রেললাইন পাতার কাহানি ইতিহাস তৈরি করেছিল। এমন এক ইতিহাস যা দেশের পরিবহণ মানচিত্রটাই বদলে দিয়েছিল। দেশের প্রথম রেললাইন পাতা শুরু হয় ১৮৪৭ সালের ২১ অগাস্ট।
advertisement
2/6
সে সময় গ্রেট ইন্ডিয়া পেনিনসুলা রেলওয়ে এই রেললাইন পাতার দায়িত্ব নেয়। তাদের রেললাইন পাতার কাজে সবরকম সাহায্য করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
advertisement
3/6
দেশে প্রথম ৫৬ কিলোমিটার পথে রেললাইন পাতা হয়। চিফ রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ছিলেন জেমস বার্কলে। তাঁর তত্ত্বাবধানে এই রেললাইন পাতা হয় তৎকালীন বোম্বে থেকে খান্দেশ ও বেরার পর্যন্ত। পরে সেই লাইন পুনে পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়।
advertisement
4/6
ভারতের মাটিতে প্রথম রেল ছোটে ১৮৫৩ সালের ১৬ এপ্রিল। শনিবার। তখনকার বোম্বের কাছে বোরি বন্দর থেকে থানে পর্যন্ত ২১ মাইল বা ৩৪ কিলোমিটার পাড়ি দিয়ে শুরু হয়েছিল ভারতীয় ট্রেনের পথ চলা।
advertisement
5/6
১৮৫৩ সালের ১৬ এপ্রিল, অর্থাৎ ভারতের মাটিতে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম ট্রেন চলার দিনটি সরকারি ছুটির দিন হিসেবেও ঘোষিত হয়েছিল। যাত্রা শুরু হয়েছিল বিকেল সাড়ে তিনটে। বেজে ওঠৈ গভর্নরের ব্যান্ড-বিউগল। ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণীয় করে রাখার জন্য ২১ বার তোপধ্বনিও করা হয়েছিল।
advertisement
6/6
মোট ১৪ টি কামরায় সওয়ার হিসেবে আমন্ত্রিত ছিলেন শহরের বহু গণ্যমান্য মানুষজন, তাঁদের মোট সংখ্যা ছিল ৪০০।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railway: ভারতের প্রথম রেল-লাইনটি কোথায় পাতা হয়েছিল জানেন? উত্তর শুনলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল