ট্রেনের টয়লেটে 'অস্বস্তিকর' শব্দ...! কী চলছে ভিতরে? GRP এসে দরজা ভাঙতেই গলগল করে বেরোল...!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
চলন্ত ট্রেনেই টয়লেটের পাশে ছড়িয়ে পড়েছিল অদ্ভুত এক অস্বস্তি...। কীসের যেন শব্দ, ভিতরে কী যেন নড়ছে! যাত্রীরা প্রথমে ততটা গুরুত্ব দেননি, কিন্তু ট্রেন সুরতগড় স্টেশনে থামতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
advertisement
1/7

**শ্রীগঙ্গানগর:** ট্রেন ছুটে চলেছে তখন। চলন্ত ট্রেনেই টয়লেটের পাশে ছড়িয়ে পড়েছিল অদ্ভুত এক অস্বস্তি...। কীসের যেন শব্দ, ভিতরে কী যেন নড়ছে! যাত্রীরা প্রথমে ততটা গুরুত্ব দেননি, কিন্তু ট্রেন সুরতগড় স্টেশনে থামতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
advertisement
2/7
দেখা যায়, ট্রেনের টয়লেটের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে কালো ধোঁয়া! খবর পৌঁছায় রেল পুলিশ (GRP)-এর কাছে। মুহূর্তের মধ্যেই স্টেশনে বাজতে থাকে সতর্কতা সাইরেন, ছুটে আসে নিরাপত্তাকর্মীরা।
advertisement
3/7
দরজা খুলতেই চমকে ওঠেন সকলে! ভিতরে যা দেখা গেল, তাতে যাত্রীদের ঘাম ছুটে যায়। কেউ কোনও কথা বলতেই পারছেন না! কী দেখলেন ভিতরে?
advertisement
4/7
দুপুর ২টো তখন। আবোহর থেকে বিকানের হয়ে লালগড়গামী প্যাসেঞ্জার ট্রেন (নম্বর ১৩৪৪৫৭) যখন সুরতগড় স্টেশনে পৌঁছায়, তখনই শেষের দিকের এক কোচ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। টয়লেটের ভেতর থেকে আসা ধোঁয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আতঙ্ক। যাত্রীরা তখনই চিৎকার শুরু করেন, কেউ কেউ প্রাণ বাঁচাতে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে পড়েন।
advertisement
5/7
রেল পুলিশ ও কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেই দরজা ভাঙার ব্যবস্থা নেন। জানালার কাচ ভেঙে, ফায়ার ইনস্ট্রুমেন্ট দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রেল কর্মকর্তাদের অনুমান, কোনও যাত্রী টয়লেটের ডাস্টবিনে বিড়ি বা সিগারেট ফেলে দিয়েছিলেন, যা থেকেই আগুনের সূত্রপাত। প্লাইউডে আগুন ছড়িয়ে পড়ায় মুহূর্তেই তা বড় আকার ধারণ করে।
advertisement
6/7
সুরতগড় স্টেশন সুপারিনটেনডেন্ট পুরুষোত্তম শর্মা জানিয়েছেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। তবে এই কারণে ট্রেনটি স্টেশন থেকে ১৫ মিনিট দেরিতে ছাড়তে হয়।
advertisement
7/7
রেল কর্তৃপক্ষের বার্তা— ট্রেনের ভেতরে ধূমপান একেবারেই নিষিদ্ধ। যাত্রীরা যদি আরও সতর্ক না হন, তবে ভবিষ্যতে এমন ঘটনা বড় বিপদ ডেকে আনতে পারে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ট্রেনের টয়লেটে 'অস্বস্তিকর' শব্দ...! কী চলছে ভিতরে? GRP এসে দরজা ভাঙতেই গলগল করে বেরোল...!