Indian Railway: ভারতের সবচেয়ে দূরের এক্সপ্রেস ট্রেন গন্তব্যে পৌঁছয় সাড়ে ৩ দিনে! অপরটি মাত্র ৮ মিনিটে
- Published by:Suman Biswas
Last Updated:
Indian Railway: ভারতীয় রেলের সব দূরপাল্লার ট্রেনেই নির্দিষ্ট সময় রয়েছে ছাড়ার এবং পৌঁছনোর। সেই নিরিখে দেশের সবচেয়ে লম্বা রুটের ট্রেন হল বিবেক এক্সপ্রেস। যা কন্যাকুমারী থেকে ডিব্রুগড় পর্যন্ত যায়।
advertisement
1/5

ভারতীয় রেলের কথা সারা বিশ্বে সমাদৃত, এ নিয়ে কোনও দ্বিমত নেই। ভারতীয় রেলের এত রুট এবং এত ট্রেন, সত্যিই সারা পৃথিবীতে বিরল। ভারতে সারাদিন বহু এক্সপ্রেস ট্রেন দেশের এক প্রান্ত থেকে যাত্রীদের পৌঁছে দিচ্ছে সম্পূর্ণ অন্য এক প্রান্তে।
advertisement
2/5
ভারতীয় রেলের সব দূরপাল্লার ট্রেনেই নির্দিষ্ট সময় রয়েছে ছাড়ার এবং পৌঁছনোর। সেই নিরিখে দেশের সবচেয়ে লম্বা রুটের ট্রেন হল বিবেক এক্সপ্রেস। যা কন্যাকুমারী থেকে ডিব্রুগড় পর্যন্ত যায়। ট্রেনটি তার পুরো পথ অতিক্রম করতে সময় নেয় সাড়ে ৮২ ঘণ্টা। রেল সূত্রে খবর, এটাই ভারতীয় রেলে লেখা সময়। বাস্তবে তা এদিক ওদিকও হয়।
advertisement
3/5
ফলে খাতায় কলমে এই ট্রেনটি তার পুরো রুট শেষ করতে সময় নেয় প্রায় সাড়ে ৩ দিন। এই সাড়ে ৩ দিনে বিবেক এক্সপ্রেস ৪ হাজার ১৮৯ কিলোমিটার পথ অতিক্রম করে গন্তব্যে পৌঁছয়। মাঝে ৫৬টি স্টেশনে ট্রেনটি স্টপেজ দেয়।
advertisement
4/5
তবে, শুধু লম্বা রুটের ট্রেন নয়, বরং এই ভারতেই রয়েছে সবচেয়ে ছোট রুটের ট্রেন। সেবাগ্রাম এসএফ এক্সপ্রেস নামে ট্রেনটির রুট শুনলে অনেকেই অবাক হয়ে যান।
advertisement
5/5
ট্রেনটি ছাড়ার পর মাত্র ৮ মিনিটেই সেটি গন্তব্যে পৌঁছে যায়। নাগপুর থেকে অজনি এই ৩ কিলোমিটার পথ অতিক্রম করলেই গন্তব্যে পৌঁছে যায় ট্রেনটি। মাত্র ৩ কিলোমিটার যেতে একটি এক্সপ্রেস ট্রেনের ব্যবস্থা করেছে। যে রুট আদপে যে কোনও লোকাল ট্রেনের রুটের চেয়েও অনেক ছোট।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railway: ভারতের সবচেয়ে দূরের এক্সপ্রেস ট্রেন গন্তব্যে পৌঁছয় সাড়ে ৩ দিনে! অপরটি মাত্র ৮ মিনিটে