TRENDING:

Indian Railway facts: আসতে চলেছে বিয়ের মরশুম, অন্য শহরে বিয়ে করতে যেতে হলে ট্রেনে আলাদা বার্থ রিজার্ভ করা সস্তা না পুরো কোচ নেওয়া লাভের? জেনে রাখুন, কাজে আসবে

Last Updated:
Indian Railway facts:পুরো কোচ ভাড়া নেওয়া সস্তা না আলাদা আলাদা করে বার্থ রিজার্ভ করা সস্তা?
advertisement
1/7
অন্য শহরে বিয়ে করতে গেলে ট্রেনে আলাদা বার্থ নেবেন নাকি গোটা কামরা? সস্তা কোনটা?
সেই বর্ষা থেকে ঘুমিয়ে রয়েছেন মহাপ্রভু। তবে, এবার তাঁর জেগে ওঠার সময় এসে গিয়েছে। পঞ্জিকা মতে, ১১ নভেম্বর, ২০২৪ তারিখে যোগনিদ্রা থেকে উত্থিত হবেন শ্রীবিষ্ণু। তার পরেই আবার শুরু হবে যাবতীয় সামাজিক শুভ কাজ, ঘরে ঘরে বিয়ের সানাই বেজে উঠবে। সেজে উঠবেন বরযাত্রীরা, এসি বাস বুক করার হিড়িক পড়ে যাবে।তবে, বাস বুক করা সস্তা না ট্রেনের কোচ?
advertisement
2/7
এই পর্যন্ত পড়েই অনেকে হাঁ-হাঁ করে উঠবেন। বিশেষ করে মেয়ের বাবারা! এমনিতেই খরচ সামলাতে সামলাতে তাঁদের চোখে-মুখে অন্ধকার দেখতে হয়। এর উপরে আবার ট্রেনের কোচ ভাড়া নেওয়া? প্রশ্নই ওঠে না, বলবেন অনেকে।
advertisement
3/7
অনেকে আবার বলবেন, আলবাত ওঠে। বিশেষ করে বলবেন বরের বাড়ির লোকজনেরা। বিয়ে করতে তাঁরা যাবেন মেয়ের বাড়ি। সেই বাড়ি যে একই শহরের মধ্যে হবে, এমন কোনও নিশ্চয়তা নেই। একই রাজ্যের অন্য প্রান্তে হতে পারে, অন্য রাজ্যেও হতে পারে। সেক্ষেত্রে ট্রেনের টিকিট কাটতেই হবে। এবার আসে সেই মোক্ষম প্রশ্ন- পুরো কোচ ভাড়া নেওয়া সস্তা না আলাদা আলাদা করে বার্থ রিজার্ভ করা সস্তা?
advertisement
4/7
নিঃসন্দেহে আলাদা করে বার্থ রিজার্ভ করাই সস্তা! তবে একটা পিনএনআর-এ ছয়জনের বেশি যাত্রীকে ঠাঁই দেওয়া যাবে না। ফলে, সবার যে একত্রে সিট পড়বেই, তার কোনও মানে নেই। এমনকি, তা অন্য কোচেও হয়ে যেতে পারে। ফলে, সবাই মিলে একসঙ্গে হইচই করে যেতে চাইলে পুরো কোচ ভাড়া করতেই হবে।ট্রেনের পুরো কোচ ভাড়া নেওয়া কিন্তু বেশ ব্যয়বহুল। সেই হিসেবে এবার আসা যাক। দেখে নেওয়া যাক পদ্ধতি এবং করের পুঙ্খানুপুঙ্খ অঙ্ক।
advertisement
5/7
কোচ বা পুরো ট্রেনের বুকিং ফুল ট্যারিফ রেট, সংক্ষেপে FTR অনুযায়ী ধার্য করা হয়। এতে কোচ প্রতি ৫০ হাজার টাকা জামানত দিতে হবে। যাত্রার শুরু থেকে গন্তব্য পর্যন্ত ভাড়া দিতে হবে। যাতায়াতের জন্য ৩০ শতাংশ সার্ভিস চার্জও দিতে হবে। যাত্রা কমপক্ষে ২০০ কিমি হতে হবে।
advertisement
6/7
কোচ বন্ধ করা হলে তার চার্জ আলাদাভাবে দিতে হবে। এর পাশাপাশি এসি ও ফার্স্ট কোচ বুকিংয়ে পাঁচ শতাংশ জিএসটি চার্জ দিতে হবে। যদি একটি সুপারফাস্ট ট্রেনের একটি কোচ ভাড়া নেওয়া হয় হয়, তাহলে সুপারফাস্ট চার্জও অন্তর্ভুক্ত করা হবে।
advertisement
7/7
পুরো ট্রেন বুক করলে ইঞ্জিন স্টপিং চার্জও দিতে হবে। এত কর গুনতে গুনতে বিষয়টা বেশ ব্যয়বহুল হয়ে যায় দেখাই যাচ্ছে।আর হ্যাঁ, যাত্রার নিদেনপক্ষে একমাস আগে কিন্তু এই বুকিং সারতে হবে, এটাও মাথায় রাখা দরকার। 
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railway facts: আসতে চলেছে বিয়ের মরশুম, অন্য শহরে বিয়ে করতে যেতে হলে ট্রেনে আলাদা বার্থ রিজার্ভ করা সস্তা না পুরো কোচ নেওয়া লাভের? জেনে রাখুন, কাজে আসবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল