Rail Station Name In Yellow Board: জানেন, কেন হলুদ রঙের বোর্ডেই লেখা হয় সমস্ত রেলস্টেশনের নাম?
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Indian Railway: ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল যোগাযোগ ব্যবস্থা।
advertisement
1/6

ভারতের মত বৃহৎ এবং জনবহুল দেশে রেল হল পরিবহন তথা যোগাযোগের সুলভতম এবং সহজতম মাধ্যম। প্রতিদিনই দেশের লক্ষ লক্ষ মানুষ কর্মসূত্রে বা অন্য কাজে ভারতীয় রেল পরিবহন ব্যবস্থার উপরেই আস্থা রাখেন। করোনা মহামারীর সময়ে ট্রেন চলাচল বন্ধ থাকায় কার্যত থমকে যায় সমগ্র দেশের যোগাযোগ ব্যবস্থা।
advertisement
2/6
ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল যোগাযোগ ব্যবস্থা। আমাদের দেশে মোট ৭,৩৪৯ টি রেলস্টেশন রয়েছে।
advertisement
3/6
ট্রেনে চেপে নিশ্চয়ই রেল স্টেশনের সাইনবোর্ড চোখে পড়েছে আপনার। স্টেশনে রেলের সাইন বোর্ড সবসময় হলুদ রঙেরই হয়ে থাকে। কিন্তু কেন?
advertisement
4/6
স্টেশনের নাম সবসময়ই হলুদ রঙের বোর্ডে লেখা হয় তার পেছনে অন্যতম কারণ হল এই রং সরাসরি সূর্যালোকের সঙ্গে সম্পর্কিত। পাশাপাশি, এই রং মানসিক শক্তি বৃদ্ধি করে। হলুদ বোর্ডে কালো রঙে লিখলে শব্দগুলো দূর থেকে স্পষ্ট দেখা যায়। এতে চোখে চাপও পড়ে না।
advertisement
5/6
হলুদ রঙের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি দূর থেকে দেখতে পাওয়া যায়। ট্রেন চালক দূর থেকে হলুদ রঙের এই বোর্ড দেখে আগেভাগেই জানতে পারেন সামনে স্টেশন রয়েছে এবং তিনি তাঁর ট্রেনের গতি কমাতে শুরু করেন।
advertisement
6/6
প্রসঙ্গত উল্লেখ্য, রেলে বিপদ নির্দেশ করতে লাল রঙের ব্যবহার করা হয়। লাল রঙের উপর সাদা রঙ দিয়ে লেখা হয়। এতে দূর থেকে বিপদের কথা জানতে পারা যায়। এছাড়াও, সাধারণ গাড়ির পেছনেও লাল আলো দেওয়া থাকে। যাতে গাড়ি ব্রেক কষলে বা গতি কমালে গাড়ির পেছনে অন্য কোনও গাড়ি সতর্ক হতে পারে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Rail Station Name In Yellow Board: জানেন, কেন হলুদ রঙের বোর্ডেই লেখা হয় সমস্ত রেলস্টেশনের নাম?