TRENDING:

পুজোয় দক্ষিণ ভারত ঘুরতে যাওয়ার প্ল্যান...? টিকিট নিয়ে চিন্তা নেই, পুজো স্পেশাল ট্রেন চালাবে রেল, দেখুন পূর্ণাঙ্গ তালিকা

Last Updated:
Indian Rail Puja Specia 2025: এবার পুজোয় একাধিক পুজো স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, সাঁতরাগাছি ও শালিমার থেকে ছাড়বে ট্রেন, জেনে নিন বিস্তারিত সময়সূচি।
advertisement
1/10
পুজোয় দক্ষিণ ভারত ঘুরতে যাওয়ার প্ল্যান..? পুজো স্পেশাল ট্রেন চালাবে রেল, দেখুন তালিকা
এবার পুজোয় ঘুরে আসুন দক্ষিণ ভারত থেকে। হাতে লম্বা ছুটি! পরিবার-পরিজনকে নিয়ে ঘুরে আসার পরিকল্পনা করছেন? টিকিট পাচ্ছেন না? তবে এবার চিন্তা নেই। দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশন থেকে দক্ষিণ ভারতগামী একাধিক পুজো স্পেশাল ট্রেন চলবে।
advertisement
2/10
পুজোয় দক্ষিণ ভারত ঘুরতে যাওয়ার প্ল্যান..? পুজো স্পেশাল ট্রেন চালাবে রেল, দেখুন তালিকা
ইতিমধ্যেই সেই বিজ্ঞপ্তি জারি করেছে রেল দফতর। শালিমার এবং সাঁতরাগাছি থেকে দক্ষিণ ভারতের উদ্দেশ্যে একাধিক পুজো স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার খড়গপুর ডিভিশন।
advertisement
3/10
সুতরাং, আর চিন্তা নেই। এবার পুজোতে আপনি ঘুরে দেখুন দক্ষিণ ভারত। চেন্নাই কিংবা কেরলের একাধিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। ঘুরে দেখুন মন্দিরময় এই রাজ্য।
advertisement
4/10
ইতিমধ্যেই খড়গপুর, বালেশ্বরের উপর দিয়ে ছুটবে পুজো স্পেশাল ট্রেন। কোথা থেকে, কবে কবে চলবে এই স্পেশাল ট্রেন? কোন স্টেশন পর্যন্ত যাবে এই পুজো স্পেশাল ট্রেনগুলো? জানুন রেলের ঘোষণা।
advertisement
5/10
রেলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, শালিমার থেকে চেন্নাই পর্যন্ত পুজো স্পেশাল ট্রেন চালানো হবে। শুধু তাই নয়, সাঁতরাগাছি থেকে তিরুবনন্তপুরম পর্যন্ত চলবে স্পেশাল ট্রেন, এছাড়াও সাঁতরাগাছি থেকে চেন্নাই পর্যন্ত আপ এবং ডাউন পুজো স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেল।
advertisement
6/10
রেল সূত্রে জানা গিয়েছে, ২২ সেপ্টেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহের সোমবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে সাঁতরাগাছি স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে ০২৮৪১ পুজো স্পেশাল ট্রেন। চেন্নাই পৌঁছবে পরের দিন রাত্রি ১১ টা ৩০ মিনিটে।
advertisement
7/10
একইভাবে ২৪ সেপ্টেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতি বুধবার চেন্নাই থেকে সকাল ৪ টা ৩০ এ সাঁতরাগাছি উদ্দেশ্যে রওনা দেবে ০২৮৪২ এই পুজো স্পেশাল ট্রেন। খড়গপুর ডিভিশনের সাঁতরাগাছি, খড়গপুর এবং বালেশ্বর স্টেশনে থামবে ট্রেনটি।
advertisement
8/10
একইভাবে ৫ নভেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ০৬০৮১ তিরুবনন্তপুরম-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন প্রতি শুক্রবার বিকেল ৪ টা ২০ তে ছাড়বে। একইভাবে ০৬০৮২ সাঁতরাগাছি-তিরুবন্তপুরম স্পেশাল ট্রেন ৮ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রতি সোমবার দুপুর ২ টা ২০ মিনিটে তিরুবনন্তপুরমের উদ্দেশ্যে রওনা দেবে। খড়গপুর ডিভিশনের খড়্গপুর এবং বালেশ্বর এ রয়েছে স্টপেজ।
advertisement
9/10
অন্যদিকে, ০৬০৭৭ চেন্নাই-সাঁতরাগাছি পুজো স্পেশাল ট্রেন ৪ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত প্রতি শনিবার এবং ০৬০৭৮ সাঁতরাগাছি-চেন্নাই সেন্ট্রাল পুজো স্পেশাল ট্রেনটি ৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রতি সোমবার চালান হবে।
advertisement
10/10
শুধু তাই নয় যাত্রীদের জনপ্রিয়তার কারণে হাওড়া থেকে রাউরকেল্লা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কোচের সংখ্যা ৮ থেকে বাড়িয়ে ১৬ করেছে রেল দফতর। স্বাভাবিকভাবে পুজো এবার দক্ষিণ ভারত ঘোরার জন্য সুবর্ণ সুযোগ। সুযোগ হাতছাড়া করবেন না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
পুজোয় দক্ষিণ ভারত ঘুরতে যাওয়ার প্ল্যান...? টিকিট নিয়ে চিন্তা নেই, পুজো স্পেশাল ট্রেন চালাবে রেল, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল