Indian Marriage: মোটা, রোগা না 'সিক্স প্যাক অ্যাব'? বিয়ের জন্য কেমন ছেলে পছন্দ ভারতীয় মেয়েদের? চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মোটা, রোগা না জিম করা ফিগার? ভারতীয় মহিলাদের জীবনসঙ্গী হিসেবে কেমন ছেলে পছন্দ? সম্প্রতি একটি সমীক্ষায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য
advertisement
1/6

জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল বিয়ে! বিয়ে নিয়ে ছেলে-মেয়ে নির্বিশেষে নানা ইচ্ছে, নানা স্বপ্ন থাকে! জীবনসঙ্গী কেমন হবে? সেই নিয়ে মেয়েদের মধ্যে ফ্যান্টাসিও কম থাকে না! প্রশ্ন হল, মোটা, রোগা না জিম করা ফিগার? ভারতীয় মহিলাদের জীবনসঙ্গী হিসেবে কেমন ছেলে পছন্দ? সম্প্রতি একটি সমীক্ষায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য--
advertisement
2/6
ইউনিভার্সিটি অব মিসৌরির একটি সমীক্ষা অনুযায়ী, সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে অল্প মেদ আছে এমন পুরুষদেরই বেশি বিশ্বাসযোগ্য মনে করেন মেয়েরা। গোলগাল ও সাধারণ চেহারার মধ্যেই নিরাপত্তা খুঁজে পান তাঁরা।
advertisement
3/6
গবেষকদের মতে, বেশি সুঠাম দেহের পুরুষ সঙ্গীকে নিয়ে অনিশ্চয়তায় ভুগতে পারেন অনেক মেয়ে-ই। তাই একটু গোলগাল চেহারাই পছন্দ তাঁদের।
advertisement
4/6
সমীক্ষায় অংশ নেওয়া নারীদের দাবি, পুরুষের যদি জিম-করা টানটান চাবুকের মতো ফিগার হয়, তাহলে তাঁদের খাবার নিয়ে হাজারও ঝামেলা থাকে। ডায়েটিং ও স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার চক্করে খাওয়াদাওয়ার অর্ধেক আনন্দই মাটি হয়। সদ্যবিবাহিত মেয়েরাও আর মনের সুখে বরের জন্য ঝোল-ঝাল-অম্বল রাঁধতে পারেন না! কাজেই, অল্প মোটা পুরুষই ভাল।
advertisement
5/6
বিজ্ঞানীরা বলছেন, অল্প স্থূল পুরুষদের কাজের প্রতি বেশি মনযোগ থাকে, তাঁরা পরিবারকেও বেশি সময় দেন। সেক্ষেত্রে এই ধরনের পুরুষের সঙ্গে সামাজিকভাবে বেশি নিরাপদ বোধ করেন মহিলারা।
advertisement
6/6
নিজের ফিগার নিয়ে সচেতন নারীরা একটু ভুঁড়িওয়ালা পুরুষই পছন্দ করেন। এর একটা বড় কারণ, মোটা পুরুষের পাশে বেশি রোগা লাগে মহিলাদের।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Marriage: মোটা, রোগা না 'সিক্স প্যাক অ্যাব'? বিয়ের জন্য কেমন ছেলে পছন্দ ভারতীয় মেয়েদের? চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ