বলুন তো, ভারতে কার মাইনে সব থেকে বেশি? নামটা শুনলেই একেবারে চমকে যাবেন
- Published by:Suman Majumder
Last Updated:
Highest salaries in India: নিশ্চিত চকরি, মোটা টাকা মাইনে কার না স্বপ্ন! সবাই এমন স্বপ্নের চাকরি চায়। তবে সবার ভাগ্যে কী এমন চাকরি থাকে! আজ আমরা বলব, ভারতে সব থেকে বেশি বেতন পান কে!
advertisement
1/7

নিশ্চিত চকরি, মোটা টাকা মাইনে কার না স্বপ্ন! সবাই এমন স্বপ্নের চাকরি চায়। তবে সবার ভাগ্যে কী এমন চাকরি থাকে! আজ আমরা বলব, ভারতে সব থেকে বেশি বেতন পান কে!
advertisement
2/7
অনেকেই হয়তো ভাবেন, ভারতে সব থেকে বেশি বেতন পান প্রধানমন্ত্রী! আসলে কিন্তু তা নয়। মাইনের দিক থেকে প্রধানমন্ত্রী পাঁচ নম্বরে। অর্থাৎ তাঁর আগে আরও পাঁচজন রয়েছে, যাদের বেতন প্রধানমন্ত্রীর থেকে বেশি।
advertisement
3/7
জানা যায়, ভারত সরকার রাষ্ট্রপতিকে সর্বোচ্চ বেতন দেয়। ভারতের রাষ্ট্রপতি বছরে প্রায় ৫0 লক্ষ টাকা বেতন পান। এ ছাড়া কয়েক ধরনের ভাতা, সরকারি বাসভবন হিসেবে রাষ্ট্রপতি ভবন, সরকারি যানবাহন, ২৪ ঘণ্টা নিরাপত্তা কর্মী তাঁর জন্য বরাদ্দ।
advertisement
4/7
এর পর রয়েছেন উপ রাষ্ট্রপতি। জানা যায়, এই পদে যিনি আছেন তিনি বছরে প্রায় ৪০ লাখ টাকা বেতন পান। এছাড়া সরকারের তরফে বাসভবন, গাড়ি, নিরাপত্তা, চিকিৎসার সুবন্দোবস্ত থাকে।
advertisement
5/7
এর পরেই রয়েছেন রাজ্যপাল। ভারত সরকারের তরফে রাজ্যপাল বছরে ৩৫ লাখ টাকা বেতন পান। এছাড়া নির্ধারিত রাজ্যে বাসভবন, গাড়ি-সহ একাধিক সুবিধা থাকে।
advertisement
6/7
এই তালিকার চার নম্বরে রয়েছেন ভারতের প্রধান বিচারপতি। CJI বছরে প্রায় ২৮ লক্ষ টাকা বেতন পান। এছাড়াও রাজধানী দিল্লিতে বাংলো, ২৪ ঘন্টা নিরাপত্তা কর্মী, গাড়ির মতো সুবিধা দেওয়া হয় তাঁকে।
advertisement
7/7
এই প্রতিবেদনে আমরা জানালাম, সরকারের তরফে সব থেকে বেশি বেতন দেওয়া হয় কোন পদের জন্য! এক্ষেত্রে বেসরকারি কোনও সংস্থার উচ্চপদস্থ কর্মীর বেতনের উল্লেখ করা হয়নি।