India News: পশ্চিমবঙ্গের আছে রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু ভারতের 'বাঘের রাজধানী' বলা হয় কোন জায়গাকে জানেন? শুনে কিন্তু চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
India News: এ রাজ্যে বাঘের মৃত্যুর ঘটনাও ঘটেছে সর্বোচ্চ সংখ্যায়। ২০১২ সাল থেকে ২০২২ সালের মধ্যে এই রাজ্যে ২৭৮টি বাঘ মারা গেছে।
advertisement
1/6

'বাঘ রাজধানী' তকমা পেয়েছে এই রাজ্য। শেষতম গণনা অনুয়ায়ী, এখন ৭৮৫টি বাঘ রয়েছে সে রাজ্যে। গত বছরই সামনে এসেছে জিম করবেট ব্যাঘ্র উদ্যানের বাঘশুমারির রিপোর্ট। তাতেই জানা গেছে, দেশের যে সব রাজ্যে বাঘের আস্তানা রয়েছে, সে সব রাজ্যের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে এই রাজ্যটিই।
advertisement
2/6
তথ্য বলছে, এ রাজ্যে বাঘের মৃত্যুর ঘটনাও ঘটেছে সর্বোচ্চ সংখ্যায়। ২০১২ সাল থেকে ২০২২ সালের মধ্যে এই রাজ্যে ২৭৮টি বাঘ মারা গেছে। তার পরেও এ রাজ্যে বাঘের জনসংখ্যা ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
advertisement
3/6
শেষতম বাঘশুমারির রিপোর্ট বলছে, এই রাজ্যে ৫৬৩টি বাঘ পাওয়া গেছে ছ'টি বাঘ সংরক্ষণ কেন্দ্রে। এছাড়াও সংরক্ষিত এলাকার বাইরে ২২২টি বাঘ পাওয়া গেছে। এর আগে ২০১৮ সালের রিপোর্টে জানা গেছিল, এই রাজ্যে বাঘের সংখ্যা ছিল ৫২৬। এখন সে রাজ্যে বাঘের সংখ্যা পৌঁছে গেছে ৭৮৫-তে।
advertisement
4/6
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস অফিসার এবং প্রাক্তন চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন জেএস চৌহান এই প্রসঙ্গে বলেন, 'আমরা খুব ভালভাবে বাঘের যত্ন নিয়েছি এবং প্রত্যেকের খোঁজখবর রাখতাম। বাঘেদের জন্য নতুন নতুন জায়গা তৈরি করেছি, ৩০০টিরও গ্রাম সরিয়েছি, বাঘের জায়গা করব বলে। গ্রামবাসীদের মধ্যে সচেতনতা তৈরি করেছি এবং সেই কারণেই এখানে মানুষ-বাঘের সংঘাতও অনেক কম। আলাদা করে নজর দিয়েছি, জনসংখ্যা বৃদ্ধিতে। প্রতি বছর এ রাজ্যে ১৫০ শাবকের জন্ম হয়।'
advertisement
5/6
এবার বলুন দেখি, কোন রাজ্যের রয়েছে এই দারুণ সম্মান? কোন রাজ্যকে বলা হয় 'বাঘের রাজধানী'? শুনে চমকে যাবেন, সেই রাজ্যটির নাম হল মধ্যপ্রদেশ! তবে মধ্যপ্রদেশে বাঘের সংখ্যা বাড়লেও, ২০১৮ সালের বাঘশুমারির তুলনায় দেশের পাঁচটি রাজ্য বাঘের জনসংখ্যা হ্রাস পেয়েছে।
advertisement
6/6
অন্ধ্র প্রদেশে ২৯ (২০১৮ সালে) থেকে হয়েছে ৯ (২০২২২ সালে), তেলেঙ্গানায় ২৬ (২০১৮ সালে) থেকে ২১ (২০২২ সালে), ছত্তিশগড়ে বাঘের সংখ্যা ১৯ (২০১৮ সালে) থেকে ১৭ (২০২২ সালে), ঝাড়খণ্ডে বাঘের সংখ্যা ৫ (২০১৮ সালে) থেকে কমে ১ (২০২২ সালে), ওড়িশায় বাঘের সংখ্যা ২৮ (২০১৮ সালে) থেকে ২০ (২০২২ সালে) কমেছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
India News: পশ্চিমবঙ্গের আছে রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু ভারতের 'বাঘের রাজধানী' বলা হয় কোন জায়গাকে জানেন? শুনে কিন্তু চমকে উঠবেন