TRENDING:

India: বলুন তো, ভারতে হিরের শহর কোন শহরকে বলে? তাক লাগবে দেখে! নামটা কিন্তু অবাক করে দেবে

Last Updated:
India: বিশ্বের সবচেয়ে নামকরা হিরের শহর বললেই কোন নামটা মনে পড়ে? অনেকেই বলবেন, বেলজিয়ামের আন্টওয়ার্প শহরের নাম। কিন্তু না, ভারতেই আছে সেই শহর।
advertisement
1/8
বলুন তো, ভারতে হিরের শহর কোন শহরকে বলে?তাক লাগবে দেখে!নামটা কিন্তু অবাক করে দেবে
নানা ধর্ম, নানা রং, নানা মত নিয়ে তৈরি ভারত। এই দেশে প্রতি কোণায় লুকিয়ে রয়েছে নতুন কিছু গল্প। এখানকার বেশ কিছু শহরকে তাদের ডাকনামে চেনে সাধারণ মানুষ। তবে সেই নামগুলো প্রথমে শুনলে অবাক হবেন অনেকেই। কেন ডাকনাম দেওয়া হয়েছে শহরগুলোতে?
advertisement
2/8
হিরের শহর: গুজরাটের সুরাত শহর হল হিরের শহর। বিশ্বের ৯০ শতাংশ হিরে এই শহরে কাটা, পালিশ করা এবং নতুন রূপ ধারণ করে। এই শহরের বাড়িতে বাড়িতে হীরের কাজ হয় বলে এই শহরকে হীরের শহর বলে।
advertisement
3/8
বিশ্বের সবচেয়ে নামকরা হিরের শহর বললেই কোন নামটা মনে পড়ে? অনেকেই বলবেন, বেলজিয়ামের আন্টওয়ার্প শহরের নাম। কিন্তু আদতে ভারতেরই একটি শহর হিরের ভাণ্ডার হিসেবে নাম করে নিয়েছে বিশ্বের আঙিনায়।
advertisement
4/8
মোদীর রাজ্যেরই একটি শহর। সুরাত। সুরাটেই রয়েছে হিরের সবচেয়ে বড় বাজার‌। সম্প্রতি এর সঙ্গেই আর একটি নতুন তকমা জুড়ে নিল মুম্বইয়ের ১৫০ মাইল উত্তরের এই শহর।
advertisement
5/8
হিরে শিল্পের সঙ্গে যুক্ত কর্মী ও ব্যবসায়ীদের নতুন ইমারত গড়া হয়েছে সেই শহরে। যা আকার আয়তনে ছাপিয়ে গিয়েছে বিশ্বের সবচেয়ে বড় অফিস আমেরিকার পেন্টাগনকেও!
advertisement
6/8
রাশিয়া বা আফ্রিকায় সবচেয়ে বেশি হিরে উত্তোলন করা হলেও সুরাতেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় হিরের বাজার। সেই বাজারটিকেই এবার পরিপাটি রূপ দিতে তৈরি করা হল সুরাত ডায়মন্ড বোর্স।
advertisement
7/8
মোট ৭১ লাখ স্কোয়ার ফুট ফ্লোর স্পেস নিয়ে তৈরি সুরাতের এই অফিস। চার বছর ধরে চলেছে এই বিশাল ইমারত গড়ার কাজ। চলতি বছরের নভেম্বরে হিরের কর্মীদের জন্য খুলে দেওয়া হবে এই বিশাল অফিস।
advertisement
8/8
বহুতলগুলির মাঝখান দিয়ে একটি মেরুদণ্ডের মতো করিডর রয়েছে। এর মাধ্যমেই জোড়া লাগানো হয়েছে নয়টি বহুতলকে। মার্বেল পাথরের মেঝে ও আলোয় ভর্তি করিডরের সাহায্যে যুক্ত রয়েছে মোট ৪৭০০টি অফিস এলাকা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
India: বলুন তো, ভারতে হিরের শহর কোন শহরকে বলে? তাক লাগবে দেখে! নামটা কিন্তু অবাক করে দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল