Knowledge Story: রোজই জ্বালান, কিন্তু জানেন কি ধূপকাঠির ইংরেজি কী? জানা নেই অনেকেরই
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Knowledge Story: আমরা অনেকেই ধূপকাঠির ইংরেজি প্রতিশব্দ জানি না
advertisement
1/7

আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ধূপকাঠি। পুজো বা আরাধনার উপাচার হিসেবে প্রাচীন যুগ থেকে এর ব্যবহার চলে আসছে।
advertisement
2/7
ভারত-সহ দক্ষিণ পূর্ব এশিয়ার নানা দেশে ধূপকাঠির ব্যবহার করা হয়। রীতি পালন ছাড়াও সুগন্ধি ধূপকাঠির প্রয়োগে মন ভাল থাকে।
advertisement
3/7
ধূপকাঠি তৈরির ব্যবসা কুটির শিল্প হিসেবে করা যায় বাড়িতেও।
advertisement
4/7
বহুল প্রচলিত ধূপকাঠির হিন্দি প্রতিশব্দ আগরবাতি। কিন্তু আমরা অনেকেই ধূপকাঠির ইংরেজি প্রতিশব্দ জানি না।
advertisement
5/7
ধূপকাঠিকে ইংরেজিতে বলা হয় Incense Stick (ইনসেন্স স্টিক)।
advertisement
6/7
Incense শব্দ এসেছে মধ্যযুগীয় ইংরেজি encens থেকে। প্রাচীন ফরাসিতে encens-এর অর্থ যার গন্ধ মিষ্টি।
advertisement
7/7
লাতিন ভাষায় incensum-এর অর্থ যা পুড়ে গিয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: রোজই জ্বালান, কিন্তু জানেন কি ধূপকাঠির ইংরেজি কী? জানা নেই অনেকেরই