৫০০ টাকার বোতল পাবেন ১০০ টাকায়! ভারতে সব থেকে সস্তায় মদ পাওয়া যায় কোথায় জানেন?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Alcohol Price- মদ সব থেকে সস্তায় ভারতের কোন রাজ্যে পাওয়া যায়, অনেকেই বলতে পারবেন না। ৫০০ টাকার বোতল পাবেন ১০০ টাকায়।
advertisement
1/9

মদ দেশের কোথায় সব থেকে সস্তা বলতে পারেন? এমন প্রশ্ন করা হলে অনেকের হয়তো উত্তর জানা আছে। তবে অনেকেই আবার জানেন না। এই প্রশ্ন তাই যাঁরা জানেন না তাঁদের জন্য।
advertisement
2/9
ভারতের বিভিন্ন রাজ্যে মদের দাম আলাদা। কোথাও বেশি, কোথাও আবার দাম অনেকটা কম। তবে এমন একটি রাজ্য রয়েছে, যেখানে মদের বোতলের দাম অনেকটাই কম। আজ আমরা সেই রাজ্যের নামটাই বলব।
advertisement
3/9
ভারতে সব থেকে সস্তায় মদ বিক্রি হয় গোয়ায়। সেখানে পর্যটকরা খুবই সস্তায় পানশালায় গলা ভেজাতে পারেন। গোয়ায় মদের উপর ৪৯ শতাংশ কর আদায় করা হয়। ফলে মদের দাম সেখানে অন্য রাজ্যের থেকে অনেকটাই কম।
advertisement
4/9
ইন্টারন্যাশনাল স্পিরিটস অ্যান্ড ওয়াইনস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, এদেশে সব থেকে বেশি দামে মদ কিনতে হয় কর্ণাটকে। সেখানে মদের উপর ৮৩ শতাংশ ট্যাক্স আদায় করে সরকার। তার পরই নাম আসে মহারাষ্ট্রের। সেখানে সরকার মদের উপর ৭১ শতাংশ কর আদায় করে।
advertisement
5/9
ভারতের অন্য দুটি রাজ্য রাজস্থান ও তেলেঙ্গানাতেও মদের দাম অনেকটাই বেশি থাকে। কারণ সেখানে সরকার যথাক্রমে ৬৯ ও ৬৮ শতাংশ ট্যাক্স আদায় করে।
advertisement
6/9
উত্তরপ্রদেশ ও দিল্লিতে যথাক্রমে ৬৬ ও ৬২ শতাংশ ট্যাক্স জুড়ে যায়। তবুও দেশের অনেক রাজ্যের থেকে মদ দিল্লিতে সস্তা।
advertisement
7/9
হরিয়ানাতে মাত্র ৪৭ শতাংশ ট্যাক্স নেয় সরকার। তবে সেখানে মদের বোতলে MRP থাকে বেশি। তাই সেখানে ট্যাক্স কম হলেও গোয়ার তুলনায় সস্তায় মদ পাওয়া যায় না।
advertisement
8/9
হিসেব বলছে, যে মদের বোতল গোয়ায় ১০০ টাকায় পাওয়া যায়, সেটারই কর্ণাটকে দাম ৫১৩ টাকা, তেলেঙ্গানায় ২৪৬ টাকা এবং দিল্লিতে ১৩৪ টাকা। হরিয়ানায় সেটির দাম ১৪৭ টাকা। তার মানে গোয়ার পর দিল্লিতে সবচেয়ে সস্তায় মদ পাওয়া যায়।
advertisement
9/9
অনেকেই হয়তো জানেন, অ্যালকোহল এবং পেট্রোলিয়ামজাত পণ্য এখনও GST-র আওতায় নেই। তাই একেকটি রাজ্য একেকরকম ট্যাক্স আদায় করে। এমনকী বিভিন্ন রাজ্যে মদের দাম আলাদা হওয়ায় চোরাকারবারও হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
৫০০ টাকার বোতল পাবেন ১০০ টাকায়! ভারতে সব থেকে সস্তায় মদ পাওয়া যায় কোথায় জানেন?