TRENDING:

১৯৪৭ সালে সস্তা ছিল সবকিছু! ১ ডলারে পাওয়া যেত কত টাকা? সোনার দাম কত ছিল? জানেন সেই যুগের রেটচার্ট?

Last Updated:
৭৮ বছর আগে স্বাধীনতা এসেছে ইতিমধ্যে তিন প্রজন্ম বদলেছে। বদলেছে জিনিসের দামও। আজকের দিনে যা রীতিমত দামি বলে ধরা হয়। সেই সময় টাকার হিসেব ধরলে তা রীতিমত সস্তা মনে হবে।
advertisement
1/8
১৯৪৭ সালে সস্তা ছিল সবকিছু! ১ ডলারে পাওয়া যেত কত টাকা? সোনার দাম কত ছিল?
একদিন আগেই গোটা দেশজুড়ে পালিত হল ৭৯তম স্বাধীনতা দিবস। ৭৮ বছর আগে ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিল ভারত।
advertisement
2/8
তখন অবশ্য মানুষের আয় বেশি ছিল না। কিন্তু, সে বাজারে মাত্র ১ টাকাতেই হয়ে যেত গোটা সপ্তাহের বাজার! আর কোন কোন জিনিস পাওয়া যেত এমন দামে আজকের দিনে তা ভাবাই যায় না।
advertisement
3/8
৭৮ বছর আগে স্বাধীনতা এসেছে ইতিমধ্যে তিন প্রজন্ম বদলেছে। বদলেছে জিনিসের দামও। আজকের দিনে যা রীতিমত দামি বলে ধরা হয়। সেই সময় টাকার হিসেব ধরলে তা রীতিমত সস্তা মনে হবে।
advertisement
4/8
সোনামধ্যবিত্তের নাগাল থেকে ক্রমেই দূরে চলে যাচ্ছে এই হলুদ ধাতু। দাম বাড়তে বাড়তে আকাশ ছুঁয়েছে সোনা। সেই সময় অবশ্য ৮৮ টাকাতেই পাওয়া যেত এক তোলা সোনা। এখন সেই এক তোলা সোনার দামই প্রায় ৯৯ হাজার টাকা।
advertisement
5/8
ঘি১৯৪৭ সালে আড়াই টাকায় প্রতি টাকায় মিলত ঘি। এখনকার বাজারে যা অবিশ্বাস্য। তেমনই মাত্র ১২ পয়সায় পাওয়া যেত এক কেজি দুধ!
advertisement
6/8
গমএক টাকা দিয়ে তখন ২-৩ কেজি গম কেনা যেত। ওই একই দামে হাফ কেজি ঘিও পাওয়া যেত। ১ টাকাতেই পাওয়া যেত ১০ কেজি আলু। অর্থাৎ ১ টাকাতেই আপনি এক সপ্তাহের রেশন করে নিতে পারতেন।
advertisement
7/8
সাইকেলএখন যেখানে সাইকেলের দাম কম করে ৬ থেকে ৯ হাজার টাকা তখন মাত্র ৯০ থেকে ১১০ টাকাতেই মিলত সাইকেল। তখন রাস্তায় স্কুটার বা বাইক বেশি দেখা যেত না। এছাড়াও, সে যুগে গাড়ি শুধুমাত্র রাজা-মহারাজা, বড় শিল্পপতি এবং বড় আইনজীবীরাই চড়তেন।
advertisement
8/8
ডলার টাকার পার্থক্যসে যুগে ডলারের দাম আর টাকার দামের মধ্যে বেশি ফারাক ছিল না। ১ ডলারের দাম ছিল ৪ টাকা ৬ পয়সা। ১৯৮২ সালে তা বেড়ে দাঁড়ায় ০৯ টাকা ৪৬ পয়সা
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
১৯৪৭ সালে সস্তা ছিল সবকিছু! ১ ডলারে পাওয়া যেত কত টাকা? সোনার দাম কত ছিল? জানেন সেই যুগের রেটচার্ট?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল