TRENDING:

Durga Puja 2019: আনন্দে মেতে উঠবে গোটা দেশ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

Last Updated:
পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। আবার আনন্দে মেতে উঠবে গোটা দেশ। মা আসছেন বঙ্গে।
advertisement
1/12
Durga Puja 2019: আনন্দে মেতে উঠবে গোটা দেশ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
যখন তখন বৃষ্টির মাঝেই শহরে আগমনীর সুর। পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। আবার আনন্দে মেতে উঠবে গোটা দেশ। মা আসছেন বঙ্গে।
advertisement
2/12
দুর্গাপূজোয় ঢাকে কাঠি পড়া শুধু সময়ের অপেক্ষা। হিন্দুধর্ম মতে, পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের শুরু। দেবীদুর্গার আরাধনার মধ্য দিয়ে জাগ্রত করা হয় মাতৃশক্তিকে।
advertisement
3/12
বাঙালিরা যেমন মেতে ওঠে দুর্গা পুজোতে তেমনি অবাঙালিরা ৯ দিনের জন্য নবরাত্রিতে মেতে থাকে।
advertisement
4/12
মহালয়ার দিনই হয় দেবীর চক্ষুদান। অর্থাৎ শিল্পীর তুলির টানে জেগে ওঠে প্রতিমার ত্রিনয়ন।
advertisement
5/12
পুজোর কয়েক মাস আগে থেকে শুরু হয়ে যায় অক্লান্ত পরিশ্রম।
advertisement
6/12
মহালয়ার পরের দিন, অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় রাত্রি ধরে মা দুর্গার নয়টি শক্তির যে পূজো হয় তাকেই নবরাত্রি বলে।
advertisement
7/12
শরৎ জুড়ে ভারতের পূর্বপ্রান্ত মেতে ওঠে শারদীয়া বা দেবী দুর্গার আরাধনায় যখন, তখন দেশের পশ্চিমপ্রান্ত মেতে ওঠে নবরাত্রিতে
advertisement
8/12
জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
advertisement
9/12
মা দুর্গাকে সাজাতে রাতদিন কাজ করছেন প্রতিমা কারিগররা।
advertisement
10/12
প্রতিমা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কুমোর পাড়ার শিল্পীদের। শারদীয় দূর্গোৎসবের বাকি আর মাত্র ৫ দিন
advertisement
11/12
পঞ্জিকা অনুযায়ী ৩ অক্টোবর মহাপঞ্চমী, পরদিন মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসবের মুল আনুষ্ঠনিকতা । ৮ অক্টোবর বিজয়া দশমীতে বিদায় নেবেন দেবী দূর্গা।
advertisement
12/12
শরতের সাদা কাঁশফুল আর শিউলি ফুলের সুঘ্রান জানান দিচ্ছে শারদোৎসবের আর বেশি দিন বাকি নেই।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Durga Puja 2019: আনন্দে মেতে উঠবে গোটা দেশ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল