Durga Puja 2019: আনন্দে মেতে উঠবে গোটা দেশ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
Last Updated:
পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। আবার আনন্দে মেতে উঠবে গোটা দেশ। মা আসছেন বঙ্গে।
advertisement
1/12

যখন তখন বৃষ্টির মাঝেই শহরে আগমনীর সুর। পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। আবার আনন্দে মেতে উঠবে গোটা দেশ। মা আসছেন বঙ্গে।
advertisement
2/12
দুর্গাপূজোয় ঢাকে কাঠি পড়া শুধু সময়ের অপেক্ষা। হিন্দুধর্ম মতে, পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের শুরু। দেবীদুর্গার আরাধনার মধ্য দিয়ে জাগ্রত করা হয় মাতৃশক্তিকে।
advertisement
3/12
বাঙালিরা যেমন মেতে ওঠে দুর্গা পুজোতে তেমনি অবাঙালিরা ৯ দিনের জন্য নবরাত্রিতে মেতে থাকে।
advertisement
4/12
মহালয়ার দিনই হয় দেবীর চক্ষুদান। অর্থাৎ শিল্পীর তুলির টানে জেগে ওঠে প্রতিমার ত্রিনয়ন।
advertisement
5/12
পুজোর কয়েক মাস আগে থেকে শুরু হয়ে যায় অক্লান্ত পরিশ্রম।
advertisement
6/12
মহালয়ার পরের দিন, অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় রাত্রি ধরে মা দুর্গার নয়টি শক্তির যে পূজো হয় তাকেই নবরাত্রি বলে।
advertisement
7/12
শরৎ জুড়ে ভারতের পূর্বপ্রান্ত মেতে ওঠে শারদীয়া বা দেবী দুর্গার আরাধনায় যখন, তখন দেশের পশ্চিমপ্রান্ত মেতে ওঠে নবরাত্রিতে
advertisement
8/12
জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
advertisement
9/12
মা দুর্গাকে সাজাতে রাতদিন কাজ করছেন প্রতিমা কারিগররা।
advertisement
10/12
প্রতিমা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কুমোর পাড়ার শিল্পীদের। শারদীয় দূর্গোৎসবের বাকি আর মাত্র ৫ দিন
advertisement
11/12
পঞ্জিকা অনুযায়ী ৩ অক্টোবর মহাপঞ্চমী, পরদিন মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসবের মুল আনুষ্ঠনিকতা । ৮ অক্টোবর বিজয়া দশমীতে বিদায় নেবেন দেবী দূর্গা।
advertisement
12/12
শরতের সাদা কাঁশফুল আর শিউলি ফুলের সুঘ্রান জানান দিচ্ছে শারদোৎসবের আর বেশি দিন বাকি নেই।