কী কারণে পালন করা হয় ছট পুজো ? জেনে নিন এই পুজোর মাহাত্ম্য
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
আগামী ২০ নভেম্বর পালিত হবে এই বছরের ছট পুজো
advertisement
1/7

ছট পুজো হল আদতে সূর্যদেব এবং তাঁর পত্নী ঊষাদেবীর পুজো। এই পুজোর প্রচলন পূর্ব ভারতের বিহার-ঝাড়খণ্ডে। বাঙালিদের উৎসবের মরশুম যখন প্রায় শেষ, তখনই অবাঙালি সম্প্রদায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব এসে উপস্থিত হয় ৷ আগামী ২০ নভেম্বর পালিত হবে এই বছরের ছট পুজো। ছট পুজো আসলে সূর্যদেবের আরাধনা
advertisement
2/7
১৮ নভেম্বর – নহায়-খায় ৷ ১৯ নভেম্বর- খরনা ৷ ২০ নভেম্বর- সন্ধ্যা অর্ঘ্য ৷ ২১ নভেম্বর- ঊষা অর্ঘ্য ৷ ২০ নভেম্বর (সন্ধ্যা অর্ঘ ) সূর্যাস্ত সময়:১৭:২৫:২৬ । ২১ নভেম্বর (উষা অর্ঘ ) সূর্যোদয়ের সময়:০৬:৪৮:৫২
advertisement
3/7
মোট চার দিন ধরে চলে এই পুজো ৷ ২১ নভেম্বর অর্থাৎ আগামী শনিবার শেষ হবে এই পুজো ৷ বছরে দু’টি ছট হয়, একটা হয় চৈত্র মাসে, অন্যটা কার্তিক মাসে ৷
advertisement
4/7
মহাভারতের কাহিনী অনুসারে অনেকে মনে করেন, অঙ্গদেশের রাজ হওয়ার পর সূর্যপুত্র কর্ণ ধুমধাম করে সূর্য দেবের পুজো শুরু করেন ৷ সেই আচার-অনুষ্ঠানই পরবর্তীকালে ছট পুজো নামে পরিচিত হয় ৷
advertisement
5/7
মোট চারদিন নির্জলা উপবাস করেন পূণ্যার্থীরা ৷ প্রথম দিন স্নান সেরে, ঘরবাড়ি পরিষ্কার করে নিরামিষ খেতে হয় ৷ একে বলে ‘নাহায়-খায়’ ৷ পরদিন থেকে শুরু হয় উপবাস ৷ সকাল থেকে নির্জলা উপবাস করে সূর্যাস্তের পর ক্ষীরের খাবার খান সকলে ৷ একে বলে খরনা ৷
advertisement
6/7
পরের দিন সূর্যাস্তের আগে নদীতে নেমে সূর্যদেবকে পুজো করতে হয় ৷ সূর্য দেবকে নানা উপাচারে পুজো করা হয় ৷ একে বলে সন্ধ্যা অর্ঘ্য ৷
advertisement
7/7
এর পরের দিন, অর্থাৎ শেষ দিনে সূর্যোদয়ের আগে ঘাটে গিয়ে সূর্যদেবের পুজো করে তাঁকে নানা অর্ঘ্য অর্পণ করা হয় ৷ একে বলে ঊষা অর্ঘ্য ৷ প্রসাদ হিসাবে খাওয়া হয়, ঠেকুয়া, ভাতের নাড়ু, ক্ষীর, গুড়, মিষ্টি ইত্যাদি ৷