পরকীয়ায় মজেছিলেন পাকিস্তানের সুন্দরী বিদেশ মন্ত্রী এবং ১১ বছরের ছোট বেনজির পুত্র
- Published by:Rohan roychowdhury
Last Updated:
advertisement
1/6

হিনা রব্বানি খার ও পিপিপি’র প্রেসিডেন্ট বিলাওয়াল ভুট্টো চুটিয়ে প্রেম করছেন এমনটাই শোনা গিয়েছিল একসময়। একের প্রেমে অন্যজন এতটাই মজে গিয়েছিলেন যে, এখন তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চেয়েছিলেন!
advertisement
2/6
বাদ সেধেছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট, বিলাওয়ালের পিতা আসিফ আলী জারদারি। তবে বিলাওয়াল তাঁকে সাফ জানিয়ে দেন তাঁদের বিয়েতে বাধা হয়ে দাঁড়ালে তিনি রাজনৈতিক পদ ছেড়ে দেবেন
advertisement
3/6
হিনা ও বিলাওয়ালের মধ্যে বয়সের পার্থক্য ১১ বছর। দু’জনের মধ্যে হিনা বড়। কিন্তু বয়সের কাছে প্রেম হার মেনেছে!
advertisement
4/6
উপমহাদেশের ডায়ানা’ হিনা দু’সন্তানের মা। তাঁর স্বামী ফিরোজ গুলজার। তিনি কোটিপতি। কিন্তু সেই স্বামীকে ত্যাগ করতেও এখন দ্বিধা করেননি হিনা
advertisement
5/6
বিলাওয়ালকে বিয়ে করে তাঁরা সুইজারল্যান্ডে বসবাসের সিদ্ধান্ত নিয়েছিলেন হিনা। বিলাওয়ালকে হিনার প্রেমপত্রও লেখেন
advertisement
6/6
শোনা যায় বিদেশে নাকি হিনা এবং বিলাওয়াল একসঙ্গে সময় কাটিয়েছেন। এমনকি এক ব্রিটিশ ট্যাবলয়েড দাবি করে তাদের কাছে নাকি দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আছে
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
পরকীয়ায় মজেছিলেন পাকিস্তানের সুন্দরী বিদেশ মন্ত্রী এবং ১১ বছরের ছোট বেনজির পুত্র