TRENDING:

IIT Baba: মাধ্যমিকে ৯৩ শতাংশ, উচ্চ মাধ্যমিকে ৯২.৪ শতাংশ, জয়েন্টে ৭৩১ র‍্যাঙ্ক, আইআইটি বাবার রেজাল্ট দেখলে চমকে যাবেন

Last Updated:
IIT Baba Abhay Singh, IITian Baba: ‘আইআইটি বাবা’-এর আসল নাম অভয় সিং। আইআইটি-তে পড়াশোনা করেছেন। পরে সন্ন্যাস নেন। সেখান থেকেই ‘আইআইটি’ নামটি তাঁর সঙ্গে চুম্বকের মতো জুড়ে গিয়েছে। সম্প্রতি তাঁর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মার্কশিট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এর সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা।
advertisement
1/7
মাধ্যমিকে ৯৩ শতাংশ, উচ্চ মাধ্যমিকে ৯২.৪ শতাংশ, জয়েন্টে ৭৩১ র‍্যাঙ্ক, IIT Baba-র মার্কশিট !
IIT Baba Abhay Singh, IITian Baba: সেই মহাকুম্ভ থেকে চলছে। এখনও পর্যন্ত থামার নাম নেই। হ্যাঁ, ‘আইআইটি বাবা’-এর কথাই হচ্ছে। কখনও গাঁজা খেতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ছেন, তো কখনও নিউজ চ্যানেলের ডিবেট শো-তে মারপিট করছেন। যেন এক দামাল শিশু। কখন কী করে বসবেন, কেউ জানে না।
advertisement
2/7
IIT Baba Abhay Singh Viral Marksheet: ‘আইআইটি বাবা’-এর আসল নাম অভয় সিং। আইআইটি-তে পড়াশোনা করেছেন। পরে সন্ন্যাস নেন। সেখান থেকেই ‘আইআইটি’ নামটি তাঁর সঙ্গে চুম্বকের মতো জুড়ে গিয়েছে। সম্প্রতি তাঁর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মার্কশিট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এর সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা।
advertisement
3/7
আইআইটি-এর ছাত্র ছিলেন মানে পড়াশোনায় যথেষ্ট মেধাবী। এ ব্যাপারে সন্দেহ নেই। DNA India-র প্রতিবেদন অনুযায়ী, অভয় সিং-এর যে মার্কশিট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, দশম শ্রেণীতে তিনি ৯৩ শতাংশ নম্বর পেয়েছিলেন। আর দ্বাদশ শ্রেণীতে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৯২.৪ শতাংশ।
advertisement
4/7
২০০৮ সালে IIT-JEE পরীক্ষা দিয়েছিলেন অভয়। গোটা দেশের মধ্যে ৭৩১ র‍্যাঙ্ক ছিল তাঁর। এই র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতেই আইআইটি বোম্বে-তে ভর্তি হওয়ার সুযোগ পান। তিনি ছিলেন ২০০৮-২০১২ ব্যাচের ছাত্র। এরপর এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং-এ বি.টেক (B.Tech) করেন। সেই রেজাল্টও চমকে দেওয়ার মতোই।
advertisement
5/7
IIT Baba Abhay Singh Jobs: পড়াশোনা শেষ করে কানাডা চলে যান অভয়। একটি বেসরকারি সংস্থায় চাকরি শুরু করেন। বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভয় নিজেই জানিয়েছেন, কানাডায় মোট তিন বছর কাজ করেছিলেন তিনি। বার্ষিক বেতন ছিল ৩৬ লাখ টাকা। অভয় ডিজাইনিং নিয়েও মাস্টার্স করেছেন। একসময় ফটোগ্রাফির দিকেও ঝুঁকেছিলেন। ঘুরে ঘুরে ছবি তুলতেন। কিন্তু সে সবও ছেড়ে দেন। আসলে এক জায়গায় বেশিদিন মন টেকে না তাঁর। নতুন কিছু শেখার, নতুন কিছু করার নেশা তাঁকে বারবার পথে এনে ফেলে।
advertisement
6/7
চাকরিবাকরি করতেও কোনওদিনই ভাল লাগেনি অভয়ের। তাই ছেড়েও দেন। তারপর থেকেই ধীরে ধীরে আধ্যাত্মিক পথে যাত্রা শুরু হয়। মোক্ষলাভই এখন তাঁর জীবন দর্শন। মুক্তির সন্ধানে গোটা দেশে ঘুরে বেড়াচ্ছেন তিনি। তাঁকে দেখে, তাঁর কথাবার্তা শুনে কেউ তাঁকে জ্ঞানী বলেন, কেউ বলেন ভণ্ড। তবে এ সবে তাঁর কিছু যায় আসে না।
advertisement
7/7
আইআইটি বম্বে-এর প্রাক্তনী গৌরব গোয়েল। অভয়ের সঙ্গেই পড়াশোনা করেছেন। কাছ থেকে খুটিয়ে দেখেছেন আজকের আইআইটি বাবাকে। তিনি অবাক। গৌরব বলছেন, “অভয় বরাবর টপার ছিল। কিন্তু সে যে একদিন সন্ন্যাসী হয়ে যাবে, ভাবতেও পরিনি।”
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
IIT Baba: মাধ্যমিকে ৯৩ শতাংশ, উচ্চ মাধ্যমিকে ৯২.৪ শতাংশ, জয়েন্টে ৭৩১ র‍্যাঙ্ক, আইআইটি বাবার রেজাল্ট দেখলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল