Photographed like a Model|| ছবি তুলতে ভালবাসেন? 'এই' ৬ পোজে ছবি তুলুন, আপনাকে মডেলের মতো লাগবে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Best 6 poses for girls photoshoot: আপনি যদি ছবি তুলতে পছন্দ করেন,আর আপনার মনে হয় আপনার ছবি ভাল আসে না বা আপনি ঠিক পোজগুলো জানেন না, তাহলে আপনার জন্য এই ৬টি সহজ পোজ এখানে রইল। যে পোজগুলি আপনাকে সেরা ছবি তুলতে সাহায্য করবে।
advertisement
1/7

*ছবি তুলতে কে না ভালবাসে! বর্তমান সময়ে দাঁড়িয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মানুষের প্রায় দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আপনি যদি ছবি তুলতে পছন্দ করেন,আর আপনার মনে হয় আপনার ছবি ভাল আসে না বা আপনি ঠিক পোজগুলো জানেন না, তাহলে আপনার জন্য এই ৬টি সহজ পোজ এখানে রইল। যে পোজগুলি আপনাকে সেরা ছবি তুলতে সাহায্য করবে। আপনি চাইলে ট্রাইপড বা মনোপডের সাহায্যে নিজে নিজের ছবি তুলতে পারেন। এই ৬ পোজে ছবি তুললে আপনাকে মডেলের মতো দেখতে লাগবে। (Image- Canva)
advertisement
2/7
*আপনি যদি অফ শোল্ডার টপ পরে থাকেন, তাহলে ছবি তোলার জন্য ক্যামেরার দিকে পিছন করে দাঁড়ান। এ ভাবে আপনার মুখ বাঁ দিকে বা ডান দিকে পাশ করে রাখুন। মুখে হাসি রাখুন । এতে আপনার সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ছবি একেবারে পারফেক্ট হবে। (Image- Canva)
advertisement
3/7
*আপনি যদি সামনে পোজ দিতে চান, তবে আপনি অর্ধেক ঢাকা মুখের ছবি ক্লিক করুন। আপনি ট্রাইপডে ফোন বা ক্যামেরা ঠিক করতে পারেন এবং টাইমার সেট করে নিজেই ছবি তুলতে পারেন। এর জন্য আপনি আপনার চুল দিয়ে আপনার অর্ধেক মুখ ঢেকে নিন। চোখ নামিয়ে রাখুন। ছবি ভাল আসতে বাধ্য। (Image- Canva)
advertisement
4/7
*আপনি যদি ম্যাগাজিনের কভার মডেলের মতো ফটোশ্যুট করতে চান, তবে আপনি ওপরের ছবির মতো করে পোজ দিন। এতে আপনাকে আত্মবিশ্বাসী লাগবে।(Image- Canva)
advertisement
5/7
*ফটোশ্যুটের জন্য যদি গাউন পরেন, তবে অপরের ছবির মতো করে এটিকে চারপাশে মাটিতে এ ভাবে ছড়িয়ে দিন এবং বসুন। পুরোপুরি পিছনে না তাকিয়ে, বাম বা ডান দিকে তাকান এবং যে দিকে তাকাচ্ছেন সেই দিকে হাত তুলে আপনার মাথায় হাত রাখুন। আপনি প্রি-ওয়েডিং শ্যুটের জন্য এই ধরনের পোজ ট্রাই করতে পারেন। (Image- Canva)
advertisement
6/7
*যদি শাড়ি পরে দারুন ছবি তোলার কথা ভাবেন, সেক্ষেত্রে ওপরের ছবির মতো একটা পোজ আপনি দিতেই পারেন। (Image- Canva)
advertisement
7/7
*কম উচ্চতার টেবিলে বসেও আপনি ওপরের ছবির মতো একটা পোজ দিতে পারেন। এতে আপনাকে মডেলের মতো লাগবে। (Image- Canva)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Photographed like a Model|| ছবি তুলতে ভালবাসেন? 'এই' ৬ পোজে ছবি তুলুন, আপনাকে মডেলের মতো লাগবে