5 Rupees Note: ৫ টাকার এই নোট রয়েছে? পেতে পারেন ২১ লাখ! রাতারাতি 'কোটিপতি' হওয়ার বিরাট সুযোগ! মুহূর্তে বদলে যাবে ভাগ্য...!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
5 Rupees Note: আপনার কাছে পুরনো এই নোটগুলি থাকলে আপনি কোটিপতি হতে পারেন। কারেন্সি নোট কি ভাগ্য বদলে দিতে পারে? জানলে আপনিও চমকে যাবেন।
advertisement
1/5

ভাগ্য কখন দরজায় কড়া নাড়বে কেউ জানে না। এই পৃথিবীতে অনেক কোটিপতি আছে। আমরা দেখছি যে এক সময় লুকানো জিনিসগুলি এখন হীরার চেয়েও বেশি মূল্যবান হয়ে উঠছে। আপনার কাছে পুরনো এই নোটগুলি থাকলে আপনি কোটিপতি হতে পারেন। কারেন্সি নোট কি ভাগ্য বদলে দিতে পারে? জানলে আপনিও চমকে যাবেন৷
advertisement
2/5
কেউ কেউ কারেন্সি নোট সংগ্রহ করাকে শখ হিসেবে নেন। নিজেদের শখের জন্যই মুদ্রা এবং পুরনো নোট সংগ্রহ করে এবং সেগুলিকে নিরাপদ রাখেন। কিন্তু কয়েক বছরেই সেগুলি সোনা হয়ে যায়।
advertisement
3/5
এমন কিছু লোক যারা পুরানো নোট এবং কয়েনে আগ্রহী তাদের জন্য বিশাল অফার দেয় এই পুরনো নোটগুলি। এই নোটগুলি বিক্রির জন্য বিশেষ কিছু ওয়েবসাইট রয়েছে। যেখানে এগুলো বিক্রি করে মোটা টাকা লাভ করতে পারবেন আপনি৷
advertisement
4/5
বর্তমানে পুরনো ৫ টাকার নোট কোথাও দেখা যাচ্ছে না। কেউ কেউ এটিকে তাদের পার্সে সুরক্ষিত রাখে। কিন্তু এই একই পুরনো ৫ টাকার নোট দিয়ে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারেন।
advertisement
5/5
আরবিআই-দ্বারা মুদ্রিত প্রতিটি মুদ্রার একটি ক্রমিক নম্বর থাকে। যেটা প্রতি ৫ টাকার নোটেও দেখা যায়। আপনি একা এই নম্বরের মাধ্যমে ২১ লক্ষ টাকা আয় করতে পারেন৷ S.786 ক্রমিক নম্বর ধারণ করে পুরনো টাকা ৫টি নোট থাকলে লাখ লাখ টাকা আয় করতে পারবেন আপনি। আপনার কাছে থাকলে এখনই মিলিয়ে নিন৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
5 Rupees Note: ৫ টাকার এই নোট রয়েছে? পেতে পারেন ২১ লাখ! রাতারাতি 'কোটিপতি' হওয়ার বিরাট সুযোগ! মুহূর্তে বদলে যাবে ভাগ্য...!