Knowledge Story: বিশ্বের সমস্ত মানুষ যদি একসঙ্গে লাফ দেয়! কী ঘটবে পৃথিবীতে, বিজ্ঞানীদের কথা চমকে দেবে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Knowledge Story: তবে তেমনই একটি ঘটনা যদি ঘটে গিয়ে থাকে, তা হলে কী হবে, সেটি ভেবে দেখতে পারেন৷
advertisement
1/5

পৃথিবীর বিভিন্ন নিয়ম আছে নির্দিষ্ট৷ সেগুলি স্বাভাবিক নিয়মে চলছে, কেউ হয়ত সেই ঘটনাটি না ঘটলে কী হবে, সেটি ভাবতেও পারেন না৷ তবে তেমনই একটি ঘটনা যদি ঘটে গিয়ে থাকে, তা হলে কী হবে, সেটি ভেবে দেখতে পারেন৷
advertisement
2/5
আমরা এমনই একটি অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করব এ ক্ষেত্রে৷ যদি হঠাৎ করে পৃথিবীর সমস্ত মানুষ একসঙ্গে লাফ দেয়, তা হলে পৃথিবীতে কী ঘটবে৷ মানুষ একসঙ্গে লাফ দিলে কী ঘটতে পারে পৃথিবীতে, তার একটা আন্দাজ করেছেন বিজ্ঞানীরা৷
advertisement
3/5
পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় ৮ বিলিয়ন মানুষ৷ ২০২২ সালের ১৫ নভেম্বরের হিসাব এটি৷ মনে করা হচ্ছে, ২০৩৭ সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা ৯ বিলিয়নে এসে পৌঁছবে৷ এই সমস্ত মানুষ যদি একসঙ্গে লাফ দেন, তা হলে কী হবে?
advertisement
4/5
বিজ্ঞানীরা বলছেন, তেমন বড় কোনও ঘটনা এক্ষেত্রে ঘটবে না৷ বিজ্ঞানীরা বলছেন, একটি বিশাল বড় মরুভূমির উপর সামান্য একটি পোকা নড়ার মতো করে এটি ঘটবে৷ সামান্য একটু নড়বে পৃথিবী৷ সামান্য মানে একটি হাইড্রোজেনের পরমাণুর থেকেও কম হবে৷
advertisement
5/5
ফলে পৃথিবীর উপর হঠাৎ করে যদি ৮ বিলিয়ন মানুষ যদি তাও লাফাতে পারেন, তা হলেও বিশেষ কিছু ঘটবে না, সামান্য নড়বে পৃথিবী৷ আবার সকলে একসঙ্গে লাফ দিলে, আবার পৃথিবী ফিরে আসবে তার আগের অবস্থানে, বিশেষ করে কিছু হবে না৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বিশ্বের সমস্ত মানুষ যদি একসঙ্গে লাফ দেয়! কী ঘটবে পৃথিবীতে, বিজ্ঞানীদের কথা চমকে দেবে