TRENDING:

IAS Tina Dabi Salary: আইএএস টিনা ডাবি; এই জেলাশাসককে নিয়ে উত্তাল নেট দুনিয়া, বেতন জানলে চোখ কপালে উঠবে!

Last Updated:
IAS Tina Dabi Salary, Jaisalmer DM: অন্তত তেমনটাই প্রমাণ করে দিয়েছেন রাজস্থানের তরুণ আধিকারিক টিনা ডাবি। সোনার কেল্লার শহর জয়সলমেরে কর্মরত টিনা একজন আইএএস আধিকারিক। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাঁর ভক্তের সংখ্যা নেহাত কম নয়।
advertisement
1/6
আইএএস টিনা ডাবি; এই জেলাশাসককে নিয়ে উত্তাল নেট দুনিয়া,বেতন জানলে চোখ কপালে উঠবে
শুধু রুপোলি পর্দার নায়িকারাই নন। জনপ্রিয় হয়ে উঠতে পারেন যে কোনও মহিলাই। অন্তত তেমনটাই প্রমাণ করে দিয়েছেন রাজস্থানের তরুণ আধিকারিক টিনা ডাবি। সোনার কেল্লার শহর জয়সলমেরে কর্মরত টিনা একজন আইএএস আধিকারিক। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাঁর ভক্তের সংখ্যা নেহাত কম নয়।
advertisement
2/6
তবে শুধু সুন্দর সুন্দর ছবির জন্যই নন। টিনা পরিচিত তাঁর মেধার জন্যও। ২০১৬ ব্যাচের আইএএস টিনা ডাবি সবচেয়ে আলোচিত মহিলা আইএএস অফিসারদের একজন। ২০১৫ সালের ইউপিএসসি পরীক্ষায় তিনি শীর্ষ স্থান অধিকার করেছিলেন। টিনার বোন রিয়া ডাবিও একজন সফল আইএএস। রিয়া সেবছর ১৫তম স্থানে ছিলেন।
advertisement
3/6
ভারতীয় আধিকারিকদের নিয়ে মানুষের উৎসাহের অন্ত নেই। ১৯৯৩ সালের ৯ নভেম্বর মধ্যপ্রদেশের ভোপালে জন্মগ্রহণ করেন টিনা। রাজস্থানের জয়সলমেরের ৬৫তম জেলাশাসক ত্রিশ বছরের এই মেধাবী তরুণী। রাজস্থান সরকারের নিয়ম অনুযায়ী জেলাশাসক পদের বেতন ১.৩৪ লক্ষ থেকে ১.৪৫ লক্ষ টাকা। যদিও এটি টিনার প্রথম কাজ নয়। এর আগে টিনা অর্থ বিভাগে কাজ করতেন।
advertisement
4/6
শুধু বেতনই নয়। ভারত সরকারের পক্ষ থেকে জেলাশাসকের জন্য বরাদ্দ হয় একটি সরকারি বাসভবন এবং একটি গাড়ি। থাকেন নিজস্ব গাড়ি চালক ও পরিচারক, বাগান রক্ষণাবেক্ষণের মালী, রান্নার জন্য পাচক। এছাড়াও, ব্যক্তিগত সহকারী-সহ অন্য সহায়করা তো রয়েছেনই।
advertisement
5/6
জেলা পর্যায়ে রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বোচ্চ পদটি হল জেলাশাসকের। তাঁদের কাজ হল সুষ্ঠু ভাবে জেলা পরিচালনা করা। এধরনের পদে যোগ দেওয়ার জন্য ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
advertisement
6/6
আইএএস টিনা ডাবি সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়। তাঁকে সেলিব্রিটি আইএএস বলা হয়। তাঁর জীবনযাত্রা, এমনকী কাজ, বেতন, সুযোগ-সুবিধা নিয়েও মানুষের মধ্যে আগ্রহ কম নয়। টিনা নিজেও ব্যক্তিগত নানা ছবি শেয়ার করেন। ফলে মানুষের সঙ্গে তাঁর যোগাযোগও ভাল ভাবে গড়ে ওঠে। ইদানীং অবশ্য তিনি কিছুটা দূরে আছেন সোশ্যাল মিডিয়া থেকে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
IAS Tina Dabi Salary: আইএএস টিনা ডাবি; এই জেলাশাসককে নিয়ে উত্তাল নেট দুনিয়া, বেতন জানলে চোখ কপালে উঠবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল