Husband-Wife News: ১০ বছর বাদে 'সাধু' সেজে বাড়ি ফিরল স্বামী, রাতে গেল স্ত্রীর ঘরে...পরদিন সকালে সবাই যা দেখল, বিহার থেকে দিল্লি তোলপাড়
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
এইভাবে কেটে গিয়েছে ১০ বছর! একদিন স্বামী সাধুর বেশে তার স্ত্রীর কাছে আসে। স্ত্রী তাঁকে দেখে চিনতে পারেননি। এর পর কোনওভাবে স্বামী বাড়িতে ঢুকতে সক্ষম হন। কিন্তু রাতেই ঘটে গেল সেই ভয়ঙ্কর ঘটনাটা যাতে দিল্লি থেকে বিহার পর্যন্ত তোলপাড়!
advertisement
1/6

স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া খুব স্বাভাবিক একটা ব্যাপার! কিন্তু কখনও কখনও সামান্য ঝগড়াই মারাত্মক আকার নেয়! সম্প্রতি এমনই এক ভয়াবহ ঘটনা সামনে এসেছে। স্বামী ও স্ত্রী দু’জনেই গত ১০ বছর ধরে আলাদা থাকছিলেন। স্বামী বিহারে থাকতেন, আর স্ত্রী দিল্লিতে। দু’জনের মধ্যে মনোমালিন্য ছিল, একেবারেই বনিবনা হচ্ছিল না। সেই কারণেই দু’জন প্রায় হাজার কিলোমিটার দূরে থাকতেন। Representative Image Image Generated By AI
advertisement
2/6
এইভাবে কেটে গিয়েছে ১০ বছর! একদিন স্বামী সাধুর বেশে তার স্ত্রীর কাছে আসে। স্ত্রী তাঁকে দেখে চিনতে পারেননি। এর পর কোনওভাবে স্বামী বাড়িতে ঢুকতে সক্ষম হন। কিন্তু রাতেই ঘটে গেল সেই ভয়ঙ্কর ঘটনাটা যাতে দিল্লি থেকে বিহার পর্যন্ত তোলপাড়!
advertisement
3/6
'সাধু' বেশে স্বামী ঢুকে পড়ে বাড়িতে আর তার পরেই রাতের বেলা খুন করে স্ত্রীকে। এই ঘটনায় দিল্লি থেকে বিহার পর্যন্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, বিহার থেকে 'সাধু' বেশে আসা ব্যক্তি হাতুড়ি দিয়ে তার স্ত্রীকে খুন করে।
advertisement
4/6
পুলিশ জানিয়েছে, ঘটনাটি দক্ষিণ দিল্লির নেব সারায় এলাকার। স্বামীর নাম প্রমোদ কুমার ঝা এবং স্ত্রীর নাম কিরণ ঝা। পুলিশের কথায়, প্রমোদ ঝা ওরফে পাপ্পু (৬০) বুধবার ভোরে স্ত্রী কিরণ ঝার বাড়িতে ঢুকে তার উপর হামলা চালায়। পুলিশ এটিকে পূর্বপরিকল্পিত হামলা বলে উল্লেখ করেছে। নিহত কিরণের বয়স প্রায় ৫০ বছর। Representative Image Image Generated By AI
advertisement
5/6
ডিসিপি সাউথ অঙ্কিত চৌহান জানিয়েছেন, কিরণের পুত্রবধূ ভোর চারটে নাগাদ শাশুড়িকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ত্রবধূ জোরে চিৎকার করে ওঠেন। এরপরই বাড়িতে হইচই পড়ে যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রমোদ ঝা নিজের পরিবারকে বিভ্রান্ত করার জন্য সাধুর বেশ ধারণ করেছিলেন। তিনি ১ আগস্ট বিহারের মুঙ্গের জেলা থেকে দিল্লি এসেছিলেন এবং নেব সারায় এলাকায় কিরণের বাড়িতে ঢুকে পড়েন। Representative Image Image Generated By AI
advertisement
6/6
ডিসিপি বলেছেন,অভিযুক্ত প্রায় ১০ বছর স্ত্রীর থেকে আলাদা ছিল। ১ আগস্ট দিল্লি ফেরে। কোনওভাবে সবাইর চোখে ধুলো দিয়ে বাড়িতে ঢোকে। তিনি আরও জানান, গৃহহিংসার কারণে কিরণ গত ১০ বছর ধরে স্বামীর থেকে আলাদা থাকছিলেন। Representative Image Image Generated By AI
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Husband-Wife News: ১০ বছর বাদে 'সাধু' সেজে বাড়ি ফিরল স্বামী, রাতে গেল স্ত্রীর ঘরে...পরদিন সকালে সবাই যা দেখল, বিহার থেকে দিল্লি তোলপাড়