ছুটিতে বাড়ি এসে বউয়ের কাছে গেলেন সেনা জওয়ান, তার পরেই 'চিল চিৎকার'! রাতে যা ঘটল...তাজ্জব সবাই
- Published by:Tias Banerjee
- news18 hindi
Last Updated:
Shahjahanpur News: রাতের খাবারের পর দুজন একসঙ্গে সময় কাটানোর জন্য ঘরে যান। কিন্তু সেই রাতেই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। ফৌজি বুঝতে পারেন, তাঁর স্ত্রী আচরণে অস্বাভাবিক কিছু লুকোনোর চেষ্টা করছেন।
advertisement
1/7

শাহজাহানপুর: সেনার চাকরি শুধু দায়িত্ব নয়, এটি এক অঙ্গীকার। দেশের সুরক্ষায় নিযুক্ত জওয়ানরা পরিবার থেকে বহু দূরে মাসের পর মাস কাটিয়ে যখন ছুটিতে বাড়ি ফেরেন, তখন তাঁদের মনে থাকে সুখ, আশা, এবং পরিবারের সঙ্গে কাটানোর মুহূর্ত। কিন্তু শাহজাহানপুরের এই ঘটনাটি সেই সুখের কাহিনিকে এক মর্মান্তিক পরিণতিতে পরিণত করেছে।
advertisement
2/7
জম্মু-কাশ্মীরে সুবেদারের পদে নিযুক্ত এক ফৌজি, যিনি ফাররুখাবাদের বাসিন্দা, ছুটিতে বাড়ি ফিরে সিদ্ধান্ত নেন স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসার। তিনি খুশি মনে শাহজাহানপুর পৌঁছান এবং শ্বশুরবাড়িতে তাঁকে সাদর অভ্যর্থনা করা হয়। শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে ঘিরে আনন্দে মেতে ওঠেন, এবং তাঁর স্ত্রীও তাঁকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
advertisement
3/7
রাতের খাবারের পর দুজন একসঙ্গে সময় কাটানোর জন্য ঘরে যান। কিন্তু সেই রাতেই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। ফৌজি বুঝতে পারেন, তাঁর স্ত্রী আচরণে অস্বাভাবিক কিছু লুকানোর চেষ্টা করছেন।
advertisement
4/7
তিনি তাঁকে প্রশ্ন করেন এবং একসময় স্ত্রী স্বীকার করেন যে, তিনি অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এই শোকজনক সত্য জানার পর জওয়ান স্তব্ধ হয়ে যান।
advertisement
5/7
স্ত্রীকে বিশ্বাস করে দীর্ঘদিন দূরে থেকে যে সম্পর্ক তিনি রক্ষা করেছিলেন, সেই সম্পর্কে ফাটল ধরেছে জেনে তাঁর মনের অবস্থা বিচলিত হয়ে ওঠে। স্বামি-স্ত্রীর মধ্যে সেই রাতে কথা কাটাকাটিও হয়। চিৎকারে পাশের বাড়ি থেকে লোক ছুটে আসে!
advertisement
6/7
পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে, এবং শ্বশুরবাড়ির লোকেরা বিষয়টি মিটমাট করার চেষ্টা করেন। কিন্তু জওয়ান তাঁর স্ত্রীকে ছেড়ে দিয়ে নিজের গ্রামে ফিরে আসেন। তিনি বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন এবং তাঁর সহকর্মী ও পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছেন।
advertisement
7/7
এই ঘটনা শুধু এক জওয়ানের জীবনের করুণ অধ্যায় নয়, বরং এটি একটি বার্তা দেয় যে সম্পর্কের ভিত মজবুত রাখতে পারস্পরিক বিশ্বাস এবং সম্মান অপরিহার্য।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ছুটিতে বাড়ি এসে বউয়ের কাছে গেলেন সেনা জওয়ান, তার পরেই 'চিল চিৎকার'! রাতে যা ঘটল...তাজ্জব সবাই