TRENDING:

'ভুল ইংরেজি'ই কাল হল...! কী কাজ করে স্বামী? বিয়ের পর সত্যি ফাঁস, 'জীবন নষ্ট' হল স্ত্রীর!

Last Updated:
Wrong English: দুর্বল ইংরেজির কারণেই নাকি সর্বনাশ! শালিনী পাণ্ডিত তাঁর বিয়ের পর জানতে পারেন স্বামী আসলে কী করেন! এর পরেই মাথায় হাত। সেই ভিডিওটি ৬০ লাখের বেশি বার দেখা হয়েছে এবং ৩ লাখ ৫৮ হাজার বার শেয়ার হয়েছে।
advertisement
1/9
'ভুল ইংরেজি'ই কাল হল...! কী কাজ করে স্বামী? বিয়ের পর সত্যি ফাঁস, 'জীবন নষ্ট' হল স্ত্রীর!
বিবাহ বিভ্রাট নিয়ে নানা ধরনের ঘটনা ঘটে। তাই বলে ভুল ইংরেজির জন্য বিয়ের পর জীবন বরবাদ! এমনটাও হয়, কেউ কখনও শুনেছেন? এই প্রতিবেদন আপনাকে তাজ্জব করবে। পাত্রীর দাবি, ইংরেজির জন্যই জীবন নষ্ট হল তাঁর!
advertisement
2/9
বিয়ে সাতটি জীবনের মিলন হিসেবে বিবেচিত হয়। মানুষ এটি মহান আড়ম্বরের সঙ্গে প্রস্তুত করে। বর এবং কনে চান এই বিশেষ মুহূর্তটি চিরকাল স্মরণীয় হোক। কিন্তু অনেক সময় বিয়ের পর পরিবেশ শোকের মধ্যে পরিণত হয়ে যায়। কখনও কখনও ঠকিয়ে বউ পালিয়ে যায়, আবার কখনও পাত্র গোপনে একাধিকবার বিয়ে করে ফেলে। কিন্তু এবার পরিস্থিতি বদলে গেল দুর্বল ইংরেজির কারণে!
advertisement
3/9
এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে পরিস্থিতির বর্ণনা করছেন এক মহিলা, তাঁর নাম শালিনী পাণ্ডিত। শালিনী বলছেন, "ইংরেজি আমার জীবন নষ্ট করেছে। বিয়ের আগে আমি স্বামীকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কী কর?" এখানেই বড় চুল হয়ে যায়। বিয়ের আগে বুঝতে পারেননি শালিনী। তার পর?
advertisement
4/9
শালিনীর স্বামী বিয়ের আগে জানিয়েছিলেন তিনি অটোমোবাইল সেক্টরে কাজ করেন। শালিনী তাঁর হবু স্বামীর বলার কায়দায় ভেবেছিলেন, বড় কোনও পদে কাজ করেন নিশ্চয়ই। তাই আর বিশদে জিজ্ঞাসা করেননি। কিন্তু পড়ে যা জানা গেল...
advertisement
5/9
শালিনীর বর আসলে গাড়ির চাকার নীচে রাবারের টায়ার ঠিক করেন। শালিনী দেখান, চাকা সারানোর সেই ভঙ্গি। ত্রুটি খুঁজে পেরেক মারছেন তাঁর বর।
advertisement
6/9
যদিও শালিনী এই ভিডিওটি বিনোদনমূলক উদ্দেশ্যে তৈরি করেছেন, কিন্তু যারা ইংরেজি কম জানেন, তাঁদের জন্য এটি যেন এক চমক। আসলে শালিনী আরও বলেন, বিয়ের পর তিনি জানতে পারেন, তাঁর স্বামী আসলে পাংচার রিপেয়ারারের কাজ করেন।
advertisement
7/9
যে চারটি গোলাকার উপাদানের কথা তিনি বলেছিলেন, তা আসলে গাড়ির টায়ার ছিল। শালিনী এই ভিডিওটি ক্যাপশন করেছেন, 'বড় পদ।' শালিনীর এই ভিডিওটি দ্রুত ভাইরাল হচ্ছে। এখন পর্যন্ত এই ভিডিওটি ৬০ লাখের বেশি বার দেখা হয়েছে। একই সঙ্গে ২ লাখের বেশি মানুষ এটি পছন্দ করেছে, আর ভিডিওটি ৩ লাখ ৫৮ হাজার বার শেয়ার হয়েছে। এছাড়াও ভিডিওটিতে ৩ হাজার ৫০০ এর বেশি মন্তব্য এসেছে।
advertisement
8/9
ভিডিওতে মন্তব্য করেছেন দৌলত রাম, 'বন্ধু, তোমার স্বামী খুবই প্রতিশ্রুতিশীল হয়েছেন।' রাকেশ সোনি লিখেছেন, 'আমি একই পদে আছি। কেউ যদি আমাকে বিয়ে করতে চায়, তাহলে জানাও।' লক্ষ্মী ফানি কান্ত লিখেছেন, 'কমপক্ষে সে নিজের ব্যবসার মালিক, অন্তত সে কর্পোরেট সেক্টরে শ্রমিক নয়।'
advertisement
9/9
মেমন মুজাহিদ লিখেছেন, 'তবে সে তোমাকে এত সুন্দর করে সাজিয়েছে। পাংচার রিপেয়ারার নিশ্চয়ই এর জন্য টাকা দিয়েছে।' সোনু লিখেছেন, 'তুমি কি বলতে চাইছ, যে যারা পাংচার রিপেয়ার করে, তাদের বিয়ে করার অধিকার নেই?' শ্যামু শেক্সেনা লিখেছেন, 'এটা খুবই দুঃখজনক যে তোমার সঙ্গে এমন কিছু ভুল হয়েছে।' লক্ষ্মীকান্ত বশিষ্ঠ মন্তব্য করেছেন, 'পাংচার রিপেয়ারার আজকের দিনে ভারত ইতিহাসে কোটিপতি এবং বিলিওনিয়ার, আর তুমি তোমার স্বামীতে দোষ খুঁজছো।'
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
'ভুল ইংরেজি'ই কাল হল...! কী কাজ করে স্বামী? বিয়ের পর সত্যি ফাঁস, 'জীবন নষ্ট' হল স্ত্রীর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল