TRENDING:

স্ত্রী বাথরুমে যেতেই যা শুরু করলেন স্বামী...বেরিয়েই মাথা ঘুরে গেল স্ত্রীর, চিৎকার...! কাঁদতে কাঁদতে ছুটলেন থানায়

Last Updated:
Husband-WIfe Secret: স্ত্রী বাথরুমে যেতেই স্বামী এমন কিছু করলেন, যার ফলে পরে তাঁকে কাঁদতে কাঁদতে থানায় ছুটতে হল। যা হল, ভাবতেও পারছেন না।
advertisement
1/10
স্ত্রী বাথরুমে যেতেই যা শুরু করলেন স্বামী...বেরিয়েই মাথা ঘুরে গেল স্ত্রীর, চিৎকার...!
তক্কে তক্কে ছিলেন স্বামী। স্ত্রী বাথরুমে যেতেই স্বামী এমন কিছু করলেন, যার ফলে পরে তাঁকে কাঁদতে কাঁদতে থানায় ছুটতে হল। যা হল, ভাবতেও পারছেন না।
advertisement
2/10
সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস, কিন্তু সন্দেহের ছায়া যদি একবার গ্রাস করে, তাহলে সেই সম্পর্ক টিকে থাকাই কঠিন হয়ে যায়। দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
3/10
তবে অনেক ক্ষেত্রেই ছোটখাটো সন্দেহ বড় সমস্যার জন্ম দেয়। বর্তমান সময়ে প্রযুক্তির হাত ধরে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে প্রশ্ন ওঠে, আর সেই থেকে সম্পর্কের মাঝে ফাটল দেখা দেয়।
advertisement
4/10
এই ধরনের ঘটনা এখন প্রায়শই সামনে আসছে, যা বিশ্বাসকে নড়বড়ে করে দিচ্ছে। কানপুরের এক ব্যক্তি তাঁর স্ত্রীকে সন্দেহ করতেন। একদিন স্ত্রী বাথরুমে গেলে তিনি গোপনে তার ফোনে কল রেকর্ডিং অ্যাপ ইনস্টল করে দেন।
advertisement
5/10
এই ঘটনা কানপুরের বিথুর এলাকার। এক ব্যক্তি, যিনি মন্দনার একটি কারখানায় কাজ করেন, তিনি স্ত্রীকে সন্দেহ করতেন যে তিনি অন্য কারও সঙ্গে ফোনে কথা বলেন।
advertisement
6/10
তাই তিনি বন্ধুর পরামর্শে স্ত্রী বাথরুমে গেলে তার ফোনে গোপনে কল রেকর্ডিং অ্যাপ ইনস্টল করে দেন। জানাজানি হতেই স্ত্রী তাঁকে বেলন দিয়ে বেধড়ক মারেন! স্বামী এতটাই ভয় পেয়ে যান যে তিনি সরাসরি থানায় ছুটে গিয়ে পুলিশের কাছে আরজি জানান— “আমায় আমার স্ত্রীর থেকে বাঁচান!”
advertisement
7/10
পরদিন কাজ থেকে ফিরে স্বামী সরাসরি স্ত্রীর ফোন নিয়ে ছাদে চলে যান এবং কল রেকর্ডিং শুনতে শুরু করেন। কিন্তু স্ত্রী ফোন খুঁজতে গিয়ে দেখেন সেটি নেই। খুঁজতে খুঁজতে তিনি ছাদে গিয়ে স্বামীকে কল রেকর্ডিং শুনতে দেখেন। তারপরই শুরু হয় তুমুল বচসা!
advertisement
8/10
স্ত্রীর ক্রোধ এতটাই বেড়ে যায় যে তিনি হাতের কাছে থাকা বেলন দিয়ে স্বামীকে বেধড়ক মারতে থাকেন। এরপর রাগের মাথায় স্বামীকে ঘর থেকে বের করে দেন এবং বলেন, “আর কখনও বাড়িতে ঢুকতে পারবে না!” স্বামী এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে তিনি সরাসরি বিথুর থানায় ছুটে যান।
advertisement
9/10
স্বামীর অভিযোগ শুনে পুলিশ প্রথমে দ্বিধায় পড়ে, কারণ স্বামীর নামে অভিযোগ নিলে স্ত্রীকেও গ্রেফতার করতে হবে, যা তাঁদের সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। তাই পুলিশ তাঁদের দুজনকে থানায় ডেকে বসায়।
advertisement
10/10
এক ঘণ্টার দীর্ঘ আলোচনার পর স্বামী নিজের ভুল স্বীকার করেন। এরপর পুলিশের উপস্থিতিতেই স্ত্রীর ফোন থেকে কল রেকর্ডিং অ্যাপটি মুছে ফেলা হয়। শেষ পর্যন্ত পুলিশ তাঁদের বুঝিয়ে শুনিয়ে হাসিমুখে বাড়ি ফেরত পাঠায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
স্ত্রী বাথরুমে যেতেই যা শুরু করলেন স্বামী...বেরিয়েই মাথা ঘুরে গেল স্ত্রীর, চিৎকার...! কাঁদতে কাঁদতে ছুটলেন থানায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল