শত শত কুমারী মেয়ে! অথচ জুটছে না 'পাত্র'...কেন? আজব এই জায়গার কথা শুনলে আপনি অবাক হতে বাধ্য!
- Published by:Tias Banerjee
Last Updated:
গ্রামে প্রায় ৬০০ কুমারী মেয়ে রয়েছেন, কিন্তু পাত্র মিলছে না! আজকাল প্রায়শই শোনা যায়—বিয়ের জন্য মেয়েই নেই! অথচ এমন একটা গ্রাম আছে যেখানে শত শত কুমারী মেয়ে রয়েছেন, কিন্তু বিয়ের জন্য একটাও পাত্র মিলছে না! ভাবতে পারছেন? চলুন, শুনে নেওয়া যাক সেই গ্রামের আজব গল্প।
advertisement
1/9

আজকাল প্রায়শই শোনা যায়—বিয়ের জন্য মেয়েই নেই! অথচ এমন একটা গ্রাম আছে যেখানে শত শত কুমারী মেয়ে রয়েছেন, কিন্তু বিয়ের জন্য একটাও পাত্র মিলছে না! ভাবতে পারছেন? চলুন, শুনে নেওয়া যাক সেই গ্রামের আজব গল্প। (Representative Image: AI Generated)
advertisement
2/9
এটা আমাদের দেশে বা আশেপাশের জায়গায় প্রায়ই দেখা যায়, বিশেষ করে গ্রামবাংলায়—কৃষিকাজে যুক্ত ছেলেরা বা গ্রামীণ ছেলেরা পাত্রী পাচ্ছে না। আগেকার দিনে মেয়ের পক্ষ থেকে পণ চাওয়া হত, আর এখন বরপক্ষই প্রার্থনা করছে—একটা পাত্রী পেলেই হয়! কিন্তু এই গ্রামে গল্পটা উল্টো। এখানে মেয়েরা শত শত, তবুও তারা পাত্র পাচ্ছে না। (Representative Image: AI Generated)
advertisement
3/9
এখানে প্রায় ৬০০ জন কুমারী মেয়ে রয়েছেন, বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। কিন্তু তাঁদের মধ্যে কেউই এখনও বিয়ে করেননি। পাত্র মিলছে না কেন জানেন? (Representative Image: AI Generated)
advertisement
4/9
এর অন্যতম কারণ হল—এই গ্রামের বেশিরভাগ পুরুষ হয় বিবাহিত, নয়তো ওই মেয়েদের আত্মীয়। স্বাভাবিকভাবেই আত্মীয়দের তো আর বিয়ে করা যায় না। ফলে বিয়ে আটকে যাচ্ছে। (Representative Image: AI Generated)
advertisement
5/9
তবে এখানেই থেমে থাকছে না সমস্যা। কারণ আরও গভীর, আর একটু অবাক করার মতো। কেন এই গ্রামে মেয়েদের বিয়ে হয় না এবার বুঝতে পারবেন না। (Representative Image: AI Generated)
advertisement
6/9
এই গ্রামের মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়ি যেতে চান না! হ্যাঁ, ঠিকই পড়ছেন। তারা চান—বর তাঁদের বাড়িতে এসে থাকুক, এবং তাঁদের গ্রামের নিয়ম-কানুন মেনে চলুক। (Representative Image: AI Generated)
advertisement
7/9
১৯৯৫ সালে এই গ্রামে মহিলারা একটি স্বতন্ত্র নিয়ম চালু করেন—পুরুষদের তৈরি করা সমাজব্যবস্থা নয়, মহিলারাই নিজেদের নিয়মে চলবেন। তাঁরা নিজেরাই নিজেদের নিয়ম বানান, নিজেরাই সিদ্ধান্ত নেন। (Representative Image: AI Generated)
advertisement
8/9
এই আত্মনির্ভরতায় গড়া সমাজে বাইরের ছেলেরা প্রায়ই মানিয়ে নিতে পারে না। ফলে, মেয়েরা চান যে বর তাঁদের সঙ্গে থাকুক, তাঁদের নিয়মে চলুক—এতে অনেক ছেলেই পিছিয়ে যায়, আর বিয়েগুলো হয়ে ওঠে না। (Representative Image: AI Generated)
advertisement
9/9
এই কারণেই এতজন কুমারী মেয়ে এখনও অবিবাহিতা রয়েছেন। এবার বলি, কোথায়! এই আজব গ্রামের নাম Nova do Cordeiro, ব্রাজিলে অবস্থিত। এক কথায়, Nova do Cordeiro হল এমন একটি নারী-চালিত সমাজ যেখানে স্বাধীনতাই প্রথম শর্ত, আর পুরুষদের সেই শর্ত মেনে নেওয়াটা ততটা সহজ নয়। (Representative Image: AI Generated)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
শত শত কুমারী মেয়ে! অথচ জুটছে না 'পাত্র'...কেন? আজব এই জায়গার কথা শুনলে আপনি অবাক হতে বাধ্য!