TRENDING:

Human Bone at Mars: বিশ্ব তোলপাড়, মঙ্গলে মানুষের হাড়? তবে কি...নাসার সেই ছবি দেখে চক্ষু চড়কগাছ

Last Updated:
Human Bone at Mars: কিছুদিন আগে কিউরিয়সিটি রোভার লাল গ্রহ থেকে স্প্যামের আকৃতির একটি পাথর দেখেছিল। যা নিয়ে বৈজ্ঞানিকরা খুশি হন।
advertisement
1/6
বিশ্ব তোলপাড়, মঙ্গলে মানুষের হাড়? তবে কি...নাসার সেই ছবি দেখে চক্ষু চড়কগাছ
লাল গ্রহে জীবনের স্পন্দন! মঙ্গল গ্রহে নাসার ক্যামেরায় ওঠা নয়া ফুটেজে দেখা এক অদ্ভূত বস্তুকে নিয়ে শুরু হয়েছে নয়া জল্পনা। নাসা -র এক ফুটেজে দেখা যাচ্ছে মঙ্গলের মাটিতে মানুষের ঊরুর হাড় মিলেছে! অন্তত সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়া এক ছবিতে এমনটাই দেখা যাচ্ছে।
advertisement
2/6
কিছুদিন আগে কিউরিয়সিটি রোভার লাল গ্রহ থেকে স্প্যামের আকৃতির একটি পাথর দেখেছিল। যা নিয়ে বৈজ্ঞানিকরা খুশি হন। এই পাথরের প্রকৃতি যেভাবে তৈরি করেছে তা প্রশংসার যোগ্য। এমন নয় যে মঙ্গল গ্রহের পাথর পাওয়া যাচ্ছে, বেশ কিছু এত সুন্দর বিভিন্ন রকম বিচিত্র আকারের জিনিস পাওয়া যাচ্ছে, যা গোটা পৃথিবীর মনোযোগ আকর্ষণ করছে।
advertisement
3/6
সোশ্যাল মিডিয়ায় মঙ্গলযানের তোলা একটি ছবি পোস্ট করে নাসা। সেখানে ওই হাড়ের ছবিটি ছিল। যা দেখতে অবিকল মানুষ বা বাঁদর-শিম্পাঞ্জির মতো মনুষ্য আকৃতির প্রাণীর ঊরুর হাড়ের মতো বলে মনে করছেন অনেকে। হাড়টি ইতিমধ্যেই ক্ষয় হতে শুরু করেছে বলে খবর।
advertisement
4/6
এর আগে মঙ্গলে পিরামিডের খোঁজের দাবি করেছিল নাসা। যদিও এই হাড় ও পিরামিড নিয়ে মার্কিন মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে দ্বিমত রয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
5/6
তাঁদের দাবি, মঙ্গলে প্রাণের সঞ্চার হলেও মানুষের মতো উন্নত কোনও জীবের অস্তিত্ব সেখানে ছিল না। গত একশ বছরের মধ্যে বেশ কয়েকবার এলিয়ান বা ভিন গ্রহের প্রাণী সেখানে নেমেছিল বলে দাবি করেছিলেন বিজ্ঞানীরা। হাড়টি তেমনই কোনও প্রাণীর বলে দাবি করেছেন তাঁরা।
advertisement
6/6
যদিও বিজ্ঞানীদের আরেকটি অংশ বলছেন, মঙ্গলযান আসলে একটি পাথরের ছবি পাঠিয়েছে। যা ইতিমধ্যেই ক্ষয় হচ্ছে। সেই কারণেই তা মানুষের হাড়ের মতো আকার নিয়েছে। মঙ্গলের পিরামিডগুলিও সেই ভাবেই তৈরি বলে দাবি করেছেন তাঁরা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Human Bone at Mars: বিশ্ব তোলপাড়, মঙ্গলে মানুষের হাড়? তবে কি...নাসার সেই ছবি দেখে চক্ষু চড়কগাছ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল