TRENDING:

Howrah Bridge: ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজের কত বয়স? কীভাবে তৈরি হয়েছিল? জন্মদিনে জানুন ইতিহাস

Last Updated:
Howrah Bridge: প্রতিদিন প্রায় দেড় লক্ষ পথচারী এবং একলক্ষ যানবাহন যাতায়াত করে। এ ভাবেই আট দশক পার করল হাওড়া ব্রিজ...
advertisement
1/6
ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজের কত বয়স হল? কীভাবে তৈরি হয়েছিল? জন্মদিনে জানুন ইতিহাস
*আট দশক পেরিয়ে শতাব্দীর দোরগোড়ায় ঐতিহাসিক হাওড়া ব্রিজ! এ সময় থেকে ৮১ বছর আগে ১৯৪৩ সালের ৩ ফেব্রুয়ারি নদী পেরিয়ে যাতায়াতের সুবিধার্থে নির্মাণ এই ব্রিজ। তখন দেশজুড়ে ব্রিটিশ শাসন কাল। প্রতিবেদনঃ রাকেশ মাইতি। সংগৃহীত ছবি। 
advertisement
2/6
*ভারত ও এশিয়ার প্রথম নোবেল জয়ী বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামকরণ করা হয় এই ব্রিজ। হুগলি নদীর উপর নির্মিত হাওড়া কলকাতা দুই শহরকে যুক্ত করেছে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। সংগৃহীত ছবি। 
advertisement
3/6
*যত দিন গড়াচ্ছে ততই ব্যস্ত হয়ে উঠছে এই ব্রিজ। দিবারাত্রি বিরাম নেই। ব্যস্ততম এই ব্রিজ হাওড়া কলকাতার মানুষের কাছে গর্বের। এমনও শোনা যায়, হাওড়া ব্যথিত সারা দেশের মানুষের কাছে হাওড়া বলতে প্রথমে তাদের মনে জ্বলজ্বল করে ওঠে এই ব্রিজের ছবি। সংগৃহীত ছবি। 
advertisement
4/6
*প্রতিদিন লক্ষাধিক মানুষ অসংখ্য যানবাহন যাতায়াত করে এই ব্রিজ হয়ে। শুধু হাওড়া বা কলকাতা নয়, সারা দেশের যোগাযোগ ব্যবস্থার অন্যতম এই ব্রিজ। ব্যস্ততম এই ব্রিজ কোরোনা সময়ে বা লকডাউনে দেখা গেছে শুনশান জন মানবহীন অচেনা ছবি। সংগৃহীত ছবি। 
advertisement
5/6
*ব্রিজটি আট দশকে কত ঘটনার যে সাক্ষী তার ঠিক নেই। এই ব্রিজকে গ্রান্ড ওল্ড লেডি অফ কলকাতার গেটওয়ে নামেও ডাকা হয়। এই ব্রিজের দৈর্ঘ্য ৭০৫ মিটার( ২৩১৩ ফুট) এবং প্রস্থ ২১ মিটারেরও বেশি এবং উচ্চতা প্রায় ৮২ মিটার। সংগৃহীত ছবি। 
advertisement
6/6
*এই ব্রিজ নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় ছ'বছর। ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৯৩৬ সালে এবং নির্মাণ শেষ হয় ১৯৪২ সালে। তথ্য অনুযায়ী জানা যায়, প্রতিদিন ১৫০,০০০ পথচারী এবং ১০০,০০০ যানবাহনে যাতায়াত করে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Howrah Bridge: ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজের কত বয়স? কীভাবে তৈরি হয়েছিল? জন্মদিনে জানুন ইতিহাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল