TRENDING:

সাপে কেটেছে, টের পাননি? হাতে কতক্ষণ সময়? 'কেউটে'র বিষ থেকে বাঁচার উপায় জানুন!

Last Updated:
Snake Bite: যদি সময় মতো চিকিৎসা না হয় কেউটের ছোবল খেলে চলে যেতে পারেন কোমায়! তবে বেঁচে ওঠার সম্ভাবনা থাকে ৫০ থেকে ৬০ শতাংশ! কীভাবে? জেনে নিন।
advertisement
1/11
সাপে কেটেছে, টের পাননি? হাতে কতক্ষণ সময়? 'কেউটে'র বিষ থেকে বাঁচার উপায় জানুন!
অনেক সময় সাপে কাটলে টের পাওয়া যায় না। যখন বুঝবেন অনেক দেরি হয়ে গিয়েছে! বিষ মিশে যাবে রক্তে। যদি কেউটে সাপ ছোবল দেয় কতটা সময় থাকবে আপনার হাতে? কী করবেন সাপে কেটেছে বুঝলে জেনে নিন, বেঁচে যাবে প্রাণ।
advertisement
2/11
যদি আপনি সাপের বিষ থেকে বাঁচার উপায় জানেন তাহলে অন্যের জীবনও বাঁচাতে পারবেন। অনেকেই ভাবেন, কোবরার ছোবল মানেই বাঁচার আশা নেই, তা কিন্তু নয়! সর্প বিশেষজ্ঞদের এই পরামর্শ জেনে নিন।
advertisement
3/11
যদি সাপে কামড়ানো রোগীকে সঙ্গে সঙ্গে ভেন্টিলেশনে রেখে অ্যান্টি ভেনম দেওয়া হয়, সেখানে তাঁর বেঁচে ওঠার সম্ভাবনা থাকে। কেউটের ছোবলে যে মারাত্মক বিষ থাকে, তা আমাদের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে।
advertisement
4/11
করে। সাপের ছোবল খাওয়ার পরে যে উপসর্গগুলো শরীরে আসে সেগুলো কী জানেন? অস্থির লাগবে। বমি পাবে, ঘাম হবে দরদর করে। সঙ্গে ক্লান্তি, ঘুম ঘুম ভাব। যদি সময় মতো চিকিৎসা না হয় কেউটের ছোবল খেলে চলে যেতে পারেন কোমায়!
advertisement
5/11
তবে বিষধর সাপের ছোবল খেলেও বেঁচে ওঠার সম্ভাবনা থাকে ৫০ থেকে ৬০ শতাংশ! কীভাবে মৃত্যুকে জয় করবেন? যদি জানেন আর ভয় নেই।
advertisement
6/11
সাপের ছোবল খেলে দুটো পাশাপাশি দাগ দেখতে পাবেন আক্রান্ত অঙ্গে। যেখানে সাপে ছোবল দিয়েছে, শরীরের সেই অংশ ভাল করে জল আর সাবান দিয়ে পরিষ্কার করুন।
advertisement
7/11
যে অঙ্গে ছোবল দিয়েছে সাপ, সেই অংশ হৃৎপিণ্ডের লেভেলের নীচে রাখুন। নাড়াচাড়া করবেন না।
advertisement
8/11
যদি সাপে কাটা রোগীকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়, হতে পারে ঘরের কাছে হাসপাতাল নেই, সেক্ষেত্রে তাড়াতাড়ি ওষুধের দোকান থেকে ইনজেকশন কিনে আনুন।
advertisement
9/11
সূচ কেটে নিন ইনজেকশন থেকে। তার পর সিরিঞ্জের পাইপটা ব্যবহার করুন, ঠিক যেখানে সাপে কাটার দুটো ছোট দাগ আছে চামড়ার উপর, সেখানে। পাম্প করে বের করুন বিষ।
advertisement
10/11
ভীষণ গুরুত্বপূর্ণ হল, অ্যান্টি ভেনম ইনজেকশন সাপে কাটার এক ঘণ্টার মধ্যে নিতে হবে। এতে বিষের প্রভাব কমবে শরীরে। ওষুধের দোকানে যোগাযোগ করুন হাসপাতাল দূরে থাকলে।
advertisement
11/11
Disclaimer: এই প্রতিবেদন শুধুমাত্র তথ্যের জন্য। বিস্তারিত জানতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
সাপে কেটেছে, টের পাননি? হাতে কতক্ষণ সময়? 'কেউটে'র বিষ থেকে বাঁচার উপায় জানুন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল