ভালোবাসা হয়ে উঠবে নিবিড়, শুধু রাশি মিলিয়ে এই কাজগুলো করতে হবে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জন্মদিন মিলিয়ে দেখে নিন এই প্রসঙ্গে কোন রাশির জাতক-জাতিকার জন্য কেমন পদক্ষেপ ঠিক হবে
advertisement
1/13

ব্যক্তিবিশেষের স্বভাব কেমন হবে, তা অনেকটাই নির্ধারণ করে দেয় তাঁদের রাশি। ভালোবাসার ধরনও এর ব্যতিক্রম নয়। তাই ভালোবাসা যদি নিবিড় করে তুলতে হয়, যদি সম্পর্ক রাখতে হয় অটুট, তাহলে রাশি মিলিয়ে পদক্ষেপ করা যেতে পারে। জন্মদিন মিলিয়ে দেখে নিন এই প্রসঙ্গে কোন রাশির জাতক-জাতিকার জন্য কেমন পদক্ষেপ ঠিক হবে!
advertisement
2/13
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। ভালোবাসার বহির্প্রকাশের সঙ্গে কিন্তু একগাদা খরচের কোনও সম্পর্ক নেই। শুধু সেটা স্বতস্ফূর্ত হওয়া বাঞ্ছনীয়। তাই যখনই সময় হবে, সঙ্গী/সঙ্গিনীকে নিয়ে বেরিয়ে পড়ুন। তাঁকে সময় দিন।
advertisement
3/13
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। মনের মানুষের সঙ্গে যতটা পারা যায়, কাজ ভাগ করে নিতে হবে। তাঁর কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে। তাহলেই অনেক অশান্তি কমে যাবে।
advertisement
4/13
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। যোগাযোগ রক্ষায় এই রাশির জাতক-জাতিকারা খুব একটা ভালো হন না। এই স্বভাব কাটিয়ে উঠতে হবে। মনের মানুষের সঙ্গে সারা দিন টেক্সটের মাধ্যমে যোগাযোগ রাখাই যায়, তাঁকে সময় যত বেশি দেবেন, সমস্যাও তত কমবে।
advertisement
5/13
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। সঙ্গী/সঙ্গিনীকে স্পেশ্যাল ফিল করাতে হবে। তাঁর পছন্দ মতো খাবার তৈরি করা বা মাঝে মাঝে কিছু উপহার দেওয়া সম্পর্কে নতুন উন্মাদনা তৈরি করবে।
advertisement
6/13
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। নিজের দাবি-দাওয়া নিয়ে এই রাশির জাতক-জাতিকারা বরাবর সরব, সেটা খারাপ কিছু নয়। সেই স্বভাবকেই কাজে লাগিয়ে মাঝে মাঝে অন্যকে কতটা ভালোবাসেন, সেটাও বলতে হবে।
advertisement
7/13
কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। এই রাশির জাতক-জাতিকারা এমনিতেই রোম্যান্টিক, অন্যের যত্ন নিতে ভালোবাসেন। সেটার মাত্রা যদি একটু বাড়ানো যায়, ক্ষতি কী!
advertisement
8/13
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। ভালোবাসাকে বোঝা বলে ভাবলে চলবে না। সঙ্গী/সঙ্গিনী আপনার কাছে সময় চাইবেনই, সেটা তাঁর অধিকারে পড়ে। এই কথাটা যেন ভুলে যাবেন না!
advertisement
9/13
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। এই রাশির জাতক-জাতিকারা সাধারণত নিজের মনের কথা চট করে বলতে চান না! কিন্তু মনের মানুষের কাছে যত খোলামেলা হবেন, সম্পর্ক তত মধুর হবে।
advertisement
10/13
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। সঙ্গী/সঙ্গিনী আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন- এই ভাবনা মন থেকে বাদ দিতে হবে। তাঁকে যত সময় দেবেন, যত তাঁর সঙ্গে সময় কাটাবেন, সেটা সম্পর্কের জন্য তত বেশি ভালো হবে।
advertisement
11/13
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। এই রাশির জাতক-জাতিকারা কাজ নিয়ে থাকতে ভালোবাসেন। সেই কাজে যদি সঙ্গী/সঙ্গিনীকেও টেনে নেওয়া যায়, তাহলে সম্পর্কে অশান্তি হবে না।
advertisement
12/13
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। ভালোবাসাকে মজবুত করতে হলে সঙ্গী/সঙ্গিনীকে পাশাপাশি নিয়ে চলতে হবে। এমন কিছু লক্ষ্য স্থির করুন যা দু'জনে একসঙ্গে করা যায়।
advertisement
13/13
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। মানসিক ভাবে সঙ্গী/সঙ্গিনীর কাছে যতটা খোলামেলা হতে পারবেন, যত বেশি তাঁর সঙ্গে নিজের বুদ্ধিদীপ্ত উপলব্ধির কথা ভাগ করে নেবেন, তত-ই তা সম্পর্ক মজবুত করবে। নিজের আবেগও মনের মানুষের কাছ থেকে লুকিয়ে রাখবেন না।