Goddess Lakshmi: বাড়িতে এভাবে দেবীলক্ষ্মীর মূর্তি বা ছবি রাখলেই সংসারে আসবে অর্থ, ধনসম্পদ ও সমৃদ্ধি
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Goddess Lakshmi: এগুলি শুধু রাখলেই হবে না। স্থাপন করতে হবে বিশেষ রীতি নীতি ও নিয়ম মেনে। তবেই দেবীর কৃপায় সংসারে আসবে সুখ সমৃদ্ধি ও সম্পত্তি।
advertisement
1/7

দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবি সব গৃহস্থ বাড়িতেই থাকে। কিন্তু এগুলি শুধু রাখলেই হবে না। স্থাপন করতে হবে বিশেষ রীতি নীতি ও নিয়ম মেনে। তবেই দেবীর কৃপায় সংসারে আসবে সুখ সমৃদ্ধি ও সম্পত্তি।
advertisement
2/7
বাস্তু শাস্ত্র অনুযায়ী দেবী লক্ষ্মীর প্রতিমা বা ছবি সব সময় বাড়ির উত্তর দিকে, পূর্ব বা উত্তর পূর্ব দিকে রাখতে পারেন তাঁর ছবি বা বিগ্রহ। বাড়ির দক্ষিণ দিকে দেবীর ছবি বা বিগ্রহ রাখাকে অশুভ বলে মনে করা হয়।
advertisement
3/7
গণেশ দেবতা থাকলে তাঁর ডান দিকে রাখুন দেবী লক্ষ্মীকে। আর বিষ্ণুমূর্তি বা ছবি থাকলে তাঁর বাঁ দিকে স্থাপন করুন দেবী লক্ষ্মীকে।
advertisement
4/7
দেবী লক্ষ্মী দাঁড়িয়ে আছেন এমন ছবি বা বিগ্রহ বাড়িতে না রাখাই শ্রেয়।
advertisement
5/7
বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে একই জায়গায় একাধিক দেবী লক্ষ্মীর মূর্তি বা বিগ্রহ রাখা ঠিক নয়। ছবির সামনে আলপনা বা রঙ্গোলি দিতে পারেন।
advertisement
6/7
সকাল সন্ধ্যা তাঁর আশীর্বাদ পেতে নিষ্ঠা ভরে দেবী লক্ষ্মীর উপাসনা ও আরাধনা করুন।
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Goddess Lakshmi: বাড়িতে এভাবে দেবীলক্ষ্মীর মূর্তি বা ছবি রাখলেই সংসারে আসবে অর্থ, ধনসম্পদ ও সমৃদ্ধি