King Cobra: হঠাৎ সামনে যদি 'কিং কোবরা' চলে আসে? ভয় না পেয়ে মানুন এই পাঁচ মন্ত্র
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বর্ষাকাল চলছে আর এই বর্ষাকাল মানেই সাপের উপদ্রব। গ্রাম-গঞ্জে বিশেষ করে সাপের উপদ্রব মারাত্মক পরিমাণে বেড়েছে।
advertisement
1/8

বর্ষাকাল চলছে আর এই বর্ষাকাল মানেই সাপের উপদ্রব। গ্রাম-গঞ্জে বিশেষ করে সাপের উপদ্রব মারাত্মক পরিমাণে বেড়েছে।
advertisement
2/8
গ্রামের খেত, খামারে, নদীতে, পুকুরে, জঙ্গলে প্রবল সাপের উৎপাত বেড়ে যায়। এই সময় বিশেষ করে গোখরো সাপের উপদ্রব বেশি পরিমাণে দেখা যায়।
advertisement
3/8
কিন্তু, কিছু সহজ উপায় শঙ্খচূড় সাপ থেকে রেহাই পাওয়া যায়। দেখে নেওয়া যাক কোন কোন সহজ উপায় অবলম্বন করলে এই বিষাক্ত সাপ থেকে রেহাই পাওয়া যায়।
advertisement
4/8
১ যদি আপনি কোনও গোখরো সাপ দেখেন তাহলে একদমই চিৎকার চেঁচামেচি করবেন না। শান্ত থাকবেন। সাপকে চলে যাওয়ার পর্যাপ্ত জায়গা দিন।
advertisement
5/8
গোখরো সাপকে বস্তায় ভরার চেষ্টা করবেন না বা কোনও বাক্সে ভরার চেষ্টা করবেন না। তা আপনার জন্য ভয়ের হতে পারে।
advertisement
6/8
কোনওভাবেই সাপের দিকে সরাসরি চোখাচুখি করতে নেই।
advertisement
7/8
সাপ যখন চারিদিকে আবদ্ধ থাকে তখনই আক্রমণাত্মক হয়ে পড়ে। তাই ভিড়পূর্ণ স্থান এড়িয়ে চলুন।
advertisement
8/8
অনেকেই আছেন সাপ দেখলেই লাঠি দিয়ে মারতে শুরু করেন। মনে রাখবেন এতে আপনার প্রাণসংশয় পর্যন্ত হতে পারে। সাপ ধরার ক্ষেত্রে সবসময় পেশাদার সর্প বিশারদকে ডাকুন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
King Cobra: হঠাৎ সামনে যদি 'কিং কোবরা' চলে আসে? ভয় না পেয়ে মানুন এই পাঁচ মন্ত্র