ট্রেনে করে সোনা নিয়ে যাচ্ছেন? কিছু জিনিস মাথায় না রাখলেই বাজেয়াপ্ত হতে পারে আপনার 'সম্পদ'! হতে পারে জরিমানা থেকে জেল!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে সোনার গয়না বা মুদ্রার মতো মূল্যবান জিনিসপত্র বহন করেন। কিন্তু, ট্রেনে আপনি বৈধভাবে ঠিক কতটা পরিমাণ সোনা আপনার সঙ্গে নিতে পারেন?
advertisement
1/9

ভারতীয় রেল প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিচ্ছে।
advertisement
2/9
সেইদিক থেকে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে সোনার গয়না বা মুদ্রার মতো মূল্যবান জিনিসপত্র বহন করেন। কিন্তু, ট্রেনে আপনি বৈধভাবে ঠিক কতটা পরিমাণ সোনা আপনার সঙ্গে নিতে পারেন?
advertisement
3/9
বেশিরভাগ যাত্রীই জানেন না যে ভারতীয় রেল এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দুইয়ের নিয়ম অনুযায়ীই নির্দিষ্ট কিছু নির্দেশিকা রয়েছে।
advertisement
4/9
ভারতীয় রেলের মতে, সোনাকে নির্দিষ্ট কোনও বিশেষ জিনিসের পরিবর্তে আপনার নিয়মিত লাগেজের অংশ হিসাবে বিবেচনা করা হয়। এর অর্থ হল যাত্রীরা তাদের ভ্রমণের সময় সাধারণ লাগেজের সীমার মধ্যে সোনা বহন করতে কোনও বাধা নেই।
advertisement
5/9
কিন্তু, ঠিকঠাক নথি ছাড়া অতিরিক্ত সোনা বহন করলে জরিমানার সম্মুখীন হতে পারেন এবং একইসঙ্গে ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষের তদন্তের সম্মুখীন হতে পারেন। রেলের নিয়মে উল্লেখ আছে সোনা নিষিদ্ধ পণ্য নয় কিন্তু, অতিরিক্ত সোনা বহন করলে তা অন্যান্য পণ্যের মতোই জরিমানার মুখে পড়বেন
advertisement
6/9
রেলে ক্লাস অনুযায়ী পণ্য বহনের ঊর্ধ্বসীমা রয়েছে। ফার্স্ট ক্লাস এসি-র যাত্রীরা ৭০ কেজি, এসি-২ টিয়ার ৫০ কেজি, এসি-৩ টিয়ার ৪০ কেজি এবং জেনারেল ক্লাসের যাত্রীর ৩৫ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারেন। এর অর্থ, এই ওজন সীমার মধ্যেই সোনা বহন করতে পারবেন আপনি।
advertisement
7/9
কেন্দ্রীয় পরোক্ষ কর এবং শুল্ক বোর্ড (সিবিআইসি) ২০১৬ সালের নিয়ম অনুযায়ী মহিলা ভ্রমণকারীরা ১ লক্ষ টাকা অর্থাৎ ৪০ গ্রাম মুল্যের সোনা এবং পুরুষেরা ২০ গ্রাম অর্থাৎ ৫০ হাজার টাকার সোনা বহন করতে পারেন। কিন্তু, বর্তমানে সোনার দাম প্রায় পাঁচগুণ বৃদ্ধি পাওয়ায় তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
advertisement
8/9
রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, যাত্রীকে সেই সোনার বৈধ উৎস প্রমাণ করতে হবে। সঠিক ভাবে ক্রয় করা সোনা বহন করা অনুমতি রয়েছে।
advertisement
9/9
কিন্তু কর বিভাগ সন্দেহ করলে প্রশ্নের মুখোমুখি হতে হবেই। যাত্রীদের সোনা ক্রয়ের রসিদ সঙ্গে রাখাই শ্রেয়। নইলে অযথা ভোগান্তি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ট্রেনে করে সোনা নিয়ে যাচ্ছেন? কিছু জিনিস মাথায় না রাখলেই বাজেয়াপ্ত হতে পারে আপনার 'সম্পদ'! হতে পারে জরিমানা থেকে জেল!