TRENDING:

Lottery: লটারিতে এক কোটি টাকা জিতলে হাতে কত আসে? ট্যাক্স কত কাটে? শুনলে মাথা ঘুরবে

Last Updated:
Lottery- যদি আপনিও লটারিতে ১ কোটি টাকা পুরস্কার পান, সেক্ষেত্রে TDS ও অন্য কর কাটার পর হাতে পাবেন প্রায় ৫৮ থেকে ৬০ লাখ টাকা।
advertisement
1/6
লটারিতে এক কোটি টাকা জিতলে হাতে কত আসে? ট্যাক্স কত কাটে? শুনলে মাথা ঘুরবে
অনেকেই হয়তো জানেন, লটারিতে টাকা পেলেও কর দিতে হয় সরকারকে। সেই টাকার পরিমাণ নেহাতই কম নয়। ১৯৬১ সাল থেকে আয়কর আইন চালু হয়। সেই আইন মেনেই লটারিতে পুরস্কার জেতার পর মোটা টাকা কর দিতে হয় সরকারকে।
advertisement
2/6
রাতারাতি ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে লটারির টিকিট। তবে এটাও মাথায় রাখতে হবে, এই খেলায় কিন্তু আর্থিক ঝুঁকি রয়েছে। ফলে দায়িত্বজ্ঞানহীনের মতো এই নেশায় মেতে উঠলে ভুগতে হতে পারে। লটারিতে টাকা জেতার পর অনেকে ট্যাক্স কনসালট্যান্ট-এর সাহায্য নেন। কারণ এক্ষেত্রে অনেকটা টাকা দিতে হয় সরকারকে। ফলে হাতে টাকা আসে অনেকটাই কম।
advertisement
3/6
নিয়মিত লটারির টিকিট কাটার নেশা রয়েছে অনেকেরই। তাঁদের মধ্যে অনেকেই পুরস্কার জিতেছেন। আবার অনেকে দিনের পর দিন কোনও টাকা পাননি। তবে লটারির টিকিট কাটা কিন্তু একেবারেই ভাল অভ্যেস নয়। এতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে।
advertisement
4/6
যদি আপনিও লটারিতে ১ কোটি টাকা পুরস্কার পান, সেক্ষেত্রে TDS ও অন্য কর কাটার পর হাতে পাবেন প্রায় ৫৮ থেকে ৬০ লাখ টাকা। তবে সব পুরস্কার অঙ্কের ক্ষেত্রে বিষয়টি সমান হয় না। শুধু লটারি নয়, পাজল, হর্স-রেসের মতো বাজিগুলির ক্ষেত্রেও আয়করের আলাদা নিয়ম রয়েছে।
advertisement
5/6
লটারিতে টাকা জিতলে ১৯৬১-র 194B ধারার অধীনে কর দিতে হয়। টিডিএস কাটা হয়। ফলে হাত যে টাকাটা পাবেন, সেটা কিন্তু এক কোটি টাকা পুরস্কারের থেকে অনেকটাই কম। ১০ হাজার টাকার বেশি টাকার নগদ পুরস্কারের অর্থের উপর ৩০% TDS কাটা হয়। এক্ষেত্রে অতিরিক্ত সারচার্জ এবং সেস যোগ করার পর টিডিএস ৩১.২% পর্যন্ত হতে পারে।
advertisement
6/6
যদি কোনও অনাবাসী ভারতীয় এদেশে লটারি জেতেন, সেক্ষেত্রে ৩০ শতাংশ সারচার্জ দেওয়ার পাশাপাশি ৪ শতাংশ এডুকেশনাল সেসও দিতে হয় বিজেতাকে। এখন অনেকে ড্রিম ইলেভেন বা অন্য কোনও অনলাইন গেমিং অ্যাপে খেলেও পুরস্কার জেতেন। সেক্ষেত্রেও মোটা টাকা জরিমানা দিতে হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Lottery: লটারিতে এক কোটি টাকা জিতলে হাতে কত আসে? ট্যাক্স কত কাটে? শুনলে মাথা ঘুরবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল