বাঘ-সিংহ একবারে কত কেজি মাংস খেতে পারে? উত্তর জানলে ভিরমি খেতে পারেন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
How much meat can tigers and lions eat at one time: বাঘের মত ভয়ঙ্কর সুন্দর প্রাণী খুবই কম রয়েছে। আমাদের জাতীয় পশু সম্পর্কে এখনও জানার কৌতুহলে কোনও অভাব নেই। বাঘ একবারে কতটা মাংস খেতে পারে তা কিন্তু অনেকের কাছেই অজানা।
advertisement
1/6

বাঘ ও সিংহের মত 'ভয়ঙ্কর সুন্দর' প্রাণী খুবই কম রয়েছে। এই দুই প্রাণী সম্পর্কে জানার কৌতুহলে কোনও অভাব নেই। সিংহ বাঘ একবারে কতটা মাংস খেতে পারে তা কিন্তু অনেকের কাছেই অজানা।
advertisement
2/6
বাঘ ও সিংহের প্রধান খাবার মাংস। বাঘ হল মাংসাশী শিকারী এবং প্রাথমিকভাবে এরা সাধারণত মহিষ, হরিন, বন্য শূকর, বানর, বড় পাখি, বড় মাছ শিকার করে থাকে।
advertisement
3/6
এটি অনুমান করা হয় যে প্রতি বাঘ প্রতি বছর প্রায় ৫০টি বা তার বেশি হরিণ আকারের প্রাণী খায়। অর্থাৎ প্রতি সপ্তাহে প্রায় একটি করে হরিণ খেয়ে থাকে।
advertisement
4/6
তবে বাঘ একবারে কতটা মাংসা খেতে পারে জানলে তা অবাক করার মত। বিশেষজ্ঞদের মতে, একটি প্রাপ্ত বয়স্ক বাঘ একবারে ৮৮ পাউন্ড মাংস খেতে পারে।
advertisement
5/6
যদি কেজিতে বলা হয় তাহলে একটি বাঘ একবারে ৪০ কেজি পর্যন্ত মাংস খেতে পারে। তবে এত পরিমাণ মাংস রোজ শিকার কা সম্ভব হয়নি। বাঘ ২-৩ সপ্তাহ না খেয়ে থাকলে মারা যায়।
advertisement
6/6
বাঘের মাংস খাওয়া নিয়ে যখন অনেকেই চোখ কপালে তুলছেন, তখন সিংহের খাওয়ার ক্ষমতা শুনলে তাঁরা ভিরমি যেতে পারেন। একটি পুরুষ সিংহ একবারে ৪৫ কেজি পর্যন্ত মাংস খাওয়ার ক্ষমতা রাখে।