TRENDING:

Bata Shoe Knowledge Story: বিদেশি ব্র্যান্ড, চিরকালের ভরসা Bata-র জুতো, গোটা দেশে ঘুরে কেন এল বাংলায়? কোথায় শুরু হয় তাদের প্রথম ফ্যাক্টরি?

Last Updated:
প্রসিদ্ধ জুতো নির্মাতা বাটা প্রথম পথচলা শুরু কোথায় জানেন কি
advertisement
1/5
বিদেশি ব্র্যান্ড,চিরকালের ভরসা Bata-র জুতো,কেন এল বাংলায়?কোথায় প্রথম ফ্যাক্টরি
ভারতের অন্যতম জুতা বিক্রেতা হল বাটা। বাটার জুতার এখন জগৎজোড়া সুখ্যাতি। বাটার জুতোর কোম্পানিটি সবার প্রথম কোথায় স্থাপিত হতে চেয়েছিল, তা আপনারা জানেন কি? গোটা ভারতবর্ষে বাটা সর্ব প্রথম তার আউটলেট খুলেছিল হুগলি কোন্নগরে। এবং বাটানগর আগে তৈরি হবার কথা ছিল এই হুগলির কোন্নগরেই। (রাহী হালদার)
advertisement
2/5
১৯৩১ সালে বাটা শু কোম্পানি প্রাইভেট লিমিটেড হিসেবে অন্তর্ভুক্ত হয়। কোম্পানিটি ১৯৩২ সালে হুগলি নদীর তীরবর্তী একটি অঞ্চলে নিজেদের কোম্পানি স্থাপন করবে বলে ঠিক করে। এবং সেই হুগলি নদীর তীরবর্তী অঞ্চলটি হচ্ছে হুগলির কোন্নগর। একটি ছোট্ট অপারেশন হিসেবে প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হয় হুগলির কোন্নগর বাটার জুতোর ফ্যাক্টরি। ১৯৩৪ সালের জানুয়ারিতে বাটার অপারেশনে প্রথম আউটলেট তৈরি হয় কোন্নগরে৷
advertisement
3/5
কোন্নগরের যে অংশে বাটার প্রথম আউটলেটটি ছিল তার নাম আজও রয়ে গেছে কোন্নগর বাটার মোড়। একদম হুগলি নদীর তীরে বিশাল সুবৃহৎ একটি ফ্যাক্টরির মধ্যে চালু হওয়ার কথা ছিল বাটা শু ইন্ডাস্ট্রির। কিন্তু স্থানীয় কিছু সমস্যার জন্য এই ইন্ডাস্ট্রি এখানে চালু হলেও এখান থেকে স্থানান্তরিত হতে বাধ্য হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জুতার কোম্পানি তৈরি হলে চামড়ার গন্ধে সাধারণ মানুষের অসুবিধা হবে, তাই জন্য এখানেই জুতার ফ্যাক্টরি টি তৈরি হয়েও স্থানান্তরিত করতে হয়।
advertisement
4/5
এই জায়গায় পরবর্তীতে তৈরি হয় একটি তেল মিল। সেই তেল মিলও বন্ধ হয়ে গেছে। সুবিশাল বৃহৎ এই ফ্যাক্টরিটি জীর্ণ দশায় ভগ্ন শেষের দিকে এগোচ্ছে। ফ্যাক্টরি ফাঁকা থাকায় এখানে অসাধু কার্যকলাপ দিনের পর দিন বেড়েই চলেছে।
advertisement
5/5
অতীতে যেখানে বাটার প্রথম জুতার আউটলেট ছিল, সেখানে এখন অন্যান্য দোকানে তৈরি হয়েছে। জায়গা পরিবর্তন হয়ে গেলেও নাম কিন্তু পরিবর্তন হয়নি জায়গাটির আজও। হুগলির কোন্নগর বাটার মোড় বললেই সবাই এক কথায় বলে দেবে জায়গাটি কোথায় এবং কেন জায়গাটির নাম বাটার মোড়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bata Shoe Knowledge Story: বিদেশি ব্র্যান্ড, চিরকালের ভরসা Bata-র জুতো, গোটা দেশে ঘুরে কেন এল বাংলায়? কোথায় শুরু হয় তাদের প্রথম ফ্যাক্টরি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল