গুরুদ্বারের পাশে বসেছিল ১৭ বছরের মেয়ে, পুলিশ প্রশ্ন করল, ‘তুমি কে?’ তার পরেই ভয়ঙ্কর কাণ্ড...!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
New Delhi News: নিখোঁজ মেয়েটি গত কয়েকদিন ধরে গুরুদ্বারের লঙ্গরের খাবার খেয়ে দিন পার করছিল। ইন্সপেক্টর লিচম্যানের নেতৃত্বে একটি বিশেষ টিম তৈরি হয়। মহিলা কনস্টেবল দীপ্তি এবং আরও দুই কনস্টেবল, সূর্যপ্রকাশ ও শোভিতকে নিয়ে টিমটি দিল্লির বিভিন্ন থানার তথ্য সংগ্রহ করে এবং সম্ভাব্য এলাকাগুলিতে খোঁজ শুরু করে।
advertisement
1/11

গুরুদ্বার বাংলা সাহেবের পাশে দিন কাটাচ্ছিল ১৭ বছরের এক মেয়ে। ১৮ জানুয়ারি অমর কলোনি এলাকা থেকে মেয়েটি নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হওয়ার পর ক্রাইম ব্রাঞ্চ তদন্তে নামে। চাঞ্চল্যকর এই ঘটনার জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়।
advertisement
2/11
নিখোঁজ মেয়েটি গত কয়েকদিন ধরে গুরুদ্বারের লঙ্গরের খাবার খেয়ে দিন পার করছিল। গুরুদ্বারের লেকের পাশে বসে সে সময় কাটাত।
advertisement
3/11
ইন্সপেক্টর লিচম্যানের নেতৃত্বে একটি বিশেষ টিম তৈরি হয়। মহিলা কনস্টেবল দীপ্তি এবং আরও দুই কনস্টেবল, সূর্যপ্রকাশ ও শোভিতকে নিয়ে টিমটি দিল্লির বিভিন্ন থানার তথ্য সংগ্রহ করে এবং সম্ভাব্য এলাকাগুলিতে খোঁজ শুরু করে।
advertisement
4/11
তল্লাশির সময় ক্রাইম ব্রাঞ্চের টিম গুরুদ্বারে মেয়েটিকে খুঁজে পায়। পুলিশ টিম মেয়েটির সঙ্গে কথা বলে জানতে পারে, মেয়েটি গুরুদ্বারের পাশে লুকিয়ে ছিল এবং লঙ্গরের খাবার খেয়েই দিন কাটাচ্ছিল। কিন্তু কেন? কী ঘটেছে তার সঙ্গে?
advertisement
5/11
পুলিশ যখন মেয়েটিকে জিজ্ঞাসা করে কেন সে বাড়ি ফিরছে না, মেয়েটি জানায় যে বাবা-মার সঙ্গে তুচ্ছ বিষয়ে ঝগড়া হওয়ার পর সে রাগ করে বাড়ি ছেড়ে চলে আসে। ‘পাপা-মাম্মি’-এর নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই মেয়েটি কান্নায় ভেঙে পড়ে।
advertisement
6/11
মেয়েটি নাবালিকা হওয়ায় অমর কলোনি থানায় তার নিখোঁজ হওয়ার পরিপ্রেক্ষিতে অপহরণের মামলা রুজু করা হয়েছিল। সেই মামলাতেই তদন্ত চালাচ্ছিল ক্রাইম ব্রাঞ্চ।
advertisement
7/11
তুচ্ছ বিষয়ে ঝগড়ার পর শান্তি পাওয়ার জন্য মেয়েটি গুরুদ্বার বাংলা সাহেবে চলে আসে। সে জানত, গুরুদ্বারে কেউ তাকে বিরক্ত করবে না এবং লঙ্গরের খাবার দিয়ে তার দিন চলে যাবে।
advertisement
8/11
মেয়েটির কথায় পুলিশও হতবাক হয়ে যায়। এত অল্প বয়সে বাবা-মার সঙ্গে সাধারণ একটি ঝগড়ার কারণে মেয়েটি এমন সিদ্ধান্ত নেবে, তা কেউ ভাবতেই পারেনি।
advertisement
9/11
মেয়েটিকে উদ্ধার করার পর ক্রাইম ব্রাঞ্চ নিশ্চিত হয় যে সে সুরক্ষিত। তাকে পুলিশের হেফাজতে নিয়ে প্রাথমিক তদন্ত শেষে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
advertisement
10/11
ক্রাইম ব্রাঞ্চ মেয়েটিকে অমর কলোনি থানায় হস্তান্তর করে। এখন মেয়েটির পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
advertisement
11/11
মেয়েটির উদ্ধার ঘটনায় একদিকে যেমন পুলিশ প্রশাসনের তৎপরতা প্রশংসিত হয়েছে, অন্যদিকে এই ঘটনা পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার গুরুত্বও স্মরণ করিয়ে দেয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
গুরুদ্বারের পাশে বসেছিল ১৭ বছরের মেয়ে, পুলিশ প্রশ্ন করল, ‘তুমি কে?’ তার পরেই ভয়ঙ্কর কাণ্ড...!