Horror: একবার গেলে আর ফেরে না কেউ, আজ পর্যন্ত নিখোঁজ অগণিত মানুষ! কী আছে এই জঙ্গলে?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Horror: পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সেই জঙ্গলের নাম ‘হোইয়া বাকিউ ফরেস্ট’। এটি অবস্থিত ইউরোপের দেশ রোমানিয়ার।
advertisement
1/6

বলা হয় পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জঙ্গল। জঙ্গলটিতে আলো পড়লে ভয়ঙ্কর দেখায়। এর আশপাশে থাকা বাসিন্দাদের মুখে মুখে ভয়াবহতার গল্প। রাতে কেন, দিনেও সেখানে প্রবেশ করেন না কেউ।
advertisement
2/6
পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সেই জঙ্গলের নাম ‘হোইয়া বাকিউ ফরেস্ট’। এটি অবস্থিত ইউরোপের দেশ রোমানিয়ার। কথিত আছে, এই জঙ্গলে যারা প্রবেশ করেন, তারা আর কখনও ফিরে আসেন না।
advertisement
3/6
ট্রানসেলভ্যানিয়া প্রান্তের ক্লুজ কাউন্টিতে রয়েছে হোইয়া বাকিউ ফরেস্ট। এই জঙ্গলে এমন সব ঘটনা ঘটে যে, একে ট্রানসেলভ্যানিয়ার বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয়।
advertisement
4/6
এই জঙ্গলে এমনভাবে গাছ ও বৃক্ষের স্তর রয়েছে, যাতে আলো পড়লে অত্যন্ত ভয়ানক দেখায়। সূর্যের আলো থাকলেও সেখানকার ভয়ঙ্কর আবহাওয়া আদৌ কমে না।
advertisement
5/6
এই জায়গাতে লোকজন ইউএফও থেকে ভূত-প্রেত সব কিছু নিয়েই গল্পকথা বলেন। জঙ্গলটি নিয়ে তখনই আলোচনা শুরু হয়, যখন মানুষ সেখানে গিয়ে হারিয়ে যেতে শুরু করে।
advertisement
6/6
এই জঙ্গলের কাছাকাছি যারা বাস করেন, তাদের পূর্বপুরুষরাও জঙ্গলটি নিয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতেন। সবচেয়ে বেশি আলোচিত কাহিনিটি হল, এক মেষপালক তার ২০০টি ভেড়া নিয়ে জঙ্গলে গিয়ে হারিয়ে যায়, আর কখনই ফেরেননি তিনি। ২০০টি ভেড়ার একটিও ফিরে আসেনি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Horror: একবার গেলে আর ফেরে না কেউ, আজ পর্যন্ত নিখোঁজ অগণিত মানুষ! কী আছে এই জঙ্গলে?